রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন- ১৭
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। |
---|
গতকালকের ব্লগেই আমি জানিয়েছিলাম দুইদিন হলো আমার জ্বর হয়েছে। গতকালকে জ্বর একটু কম হয়ে গেছিল তারপর পুনরায় আজ আবার বেড়ে গেছে। জ্বর কিছুটা আপ ডাউন করছে এইভাবে দুইদিন ধরে। এই জ্বরের মধ্যে কোন কিছু করার এনার্জিও পাচ্ছিনা। আজকে যে ব্লগ লিখতে পারবো সেই আশাও করিনি। তারপর হঠাৎ মনে পড়ল কয়েকদিন আগে একটি ম্যান্ডেলা আর্ট করে রেখেছিলাম সেটি শেয়ার করা হয়নি। তাই ভাবলাম এই অসুস্থ শরীর নিয়ে একটু কষ্ট করে এই আর্ট টি উপস্থাপন করি সবার সামনে। ম্যান্ডেলা আর্ট গুলো করার ক্ষেত্রে আমি সবসময় যে বিষয়গুলো খেয়াল রাখি এটির ক্ষেত্রেও তাই করেছিলাম। ডিজাইনগত দিক থেকে এটিও আলাদা করার চেষ্টা করেছিলাম যখন কয়েকদিন আগে আর্ট টি আমি করেছিলাম তখন। নিচে ধাপে ধাপে চিত্রাংকনটি আমি শেয়ার করলাম । আশা করি তোমাদের এটি ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
● সাদা খাতা
● দুটি ভিন্ন কালারের স্কেচ পেন
●কালো বল পেন
● জ্যামিতিক কম্পাস
🌡️🌡️ প্রথম ধাপ🌡️🌡️
প্রথমে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম কম্পাস এবং কালো বল পেনের সাহায্যে।
🌡️🌡️ দ্বিতীয় ধাপ🌡️🌡️
এইবার এই বৃত্তটির মধ্যে কয়েকটি ভিন্ন পরিধির বৃত্ত অঙ্কন করে নিলাম এবং বৃত্তের বাইরের পরিধির উপর অর্ধ বৃত্তাকার কতগুলো বৃত্ত অঙ্কন করে নিলাম।
🌡️🌡️ তৃতীয় ধাপ 🌡️🌡️
প্রথমে অঙ্কন করা বৃত্তটির মধ্যে ভিন্ন কালারের স্কেচ পেন ও কালো বল পেনের সাহায্যে ইউনিক কিছু ডিজাইন করে নিলাম।
🌡️🌡️ চতুর্থ ধাপ 🌡️🌡️
মূল বৃত্তের পরিধির উপর যে অর্ধবৃত্তাকার বৃত্তগুলো অঙ্কন করেছিলাম তার মধ্যেই বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম ভিন্ন কালারের স্কেচ পেনের সাহায্য নিয়ে ।
🌡️🌡️ পঞ্চম ধাপ🌡️🌡️
চিত্র অংকন শেষে নিজের নাম লিখে নিলাম চিত্রের নিচে।
ষষ্ঠ ধাপ
চিত্র অংকন সম্পন্ন করে এবং নিজের নাম লেখার পরে ফাইনাল যে আউটপুট টি পেলাম তার একটি চিত্র এটি।
চোখ ধাধানো একটা ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার ম্যান্ডেলা আর্ট গুলো সব সময় খুব সুন্দর হয়।আপনার আজকের ম্যান্ডেলা আর্ট টি দেখতে খুব সুন্দর হয়েছে। কালারগুলোও সুন্দর লাগছে।অনেক ধন্যবাদ দাদা সুন্দর ম্যান্ডেলা আর্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি নিয়ে এত সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।
আপনি খুব অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট করেছেন।দেখতে খুব সুন্দর লাগছে। আমার ম্যান্ডেলা আর্ট করতে ভীষণ ভালো লাগে। আপনার আর্টটিও আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি আপনার ভীষণ ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই।
প্রথমে আপনার সুস্থতা কামনা করছি ভাইয়া। এখন শীতকাল আর এই সময় মানুষ একটু বেশি অসুস্থ হয়। যাই হোক রঙিন ম্যান্ডেলা টি চমৎকার হয়েছে ভাইয়া। রং করার কারণে দেখতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে
আমার সুস্থতা কামনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। এই সময়টাতে শুনছি সবাই কমবেশ অসুস্থ হচ্ছে।
জাস্ট অসাধারণ, চমৎকার ছিল আপনার আইডিয়াটি তিনটি ভিন্ন ভিন্ন বৃত্ত তৈরি করা হয়েছে এবং আলাদা আলাদা মেন্ডেলা ডিজাইন করা হয়েছে একটা অন্যরকম ইউনিক ভাব ছিল এখানে।
মাঝে মাঝে চেষ্টা করি ভাই ম্যান্ডেলা আর্টগুলোর মধ্যে কিছুটা ইউনিক ডিজাইন করতে।
রং এর এই দুনিয়ায় নৈক সুন্দর একটি রঙ্গিন ম্যান্ডেলা আর্ট করেছেন ভাইয়া। আমার কিন্তু বেশ লাগছে। আপনার আপনার রঙিন ম্যান্ডেলা আর্টটি। আপনি দেখছি খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে ম্যান্ডেলা আর্টটি তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া।
এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ম্যান্ডেলা আর্ট টির প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।
ভাইয়া প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি ।অসুস্থ শরীর নিয়ে আপনি পোস্ট করেছেন এটা দেখে বেশ ভালো লাগলো । আর আপনার মেন্ডেলা আর্টগুলো বরাবরই অসম্ভব ভালো লাগে আমার কাছে । আজকে টিও চমৎকার হয়েছে । দারুন একটি রঙিন মেন্ডেলা আর্ট শেয়ার করেছেন । প্রতিটি ধাপের উপস্থাপন বেশ ভালো ছিল । ধন্যবাদ আপনাকে ।
অনেক অনেক ধন্যবাদ আপু আমার সুস্থতা কামনা করার জন্য। আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট গুলো আপনার সব সময় ভালো লাগে শুনে বেশ খুশি হলাম আমি।
আপনার রঙিন ম্যান্ডেলা চিত্র গুলো দেখতে খুবই ভালো লাগে। অসাধারণ ম্যান্ডেলা চিত্র অঙ্কন করেন। আজকের চিত্র অংকনটি ছিল খুবই সুন্দর।
খুব সুন্দর ভাবে আমার ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
রঙ্গিন ম্যান্ডেলা আর্ট আমার খুব ভালো লাগে। এগুলো রঙিন হওয়ায় দেখতে বেশি সুন্দর লাগে। আপনার রঙিন মেন্ডেলা আর্টটিও আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেয়ার জন্য ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।
এত সুন্দর ভাবে গুছিয়ে কথাগুলো বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।