রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন- ১৩

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।

মানুষের ব্যস্ততার শেষ নেই , প্রতিদিনই কোন না কোন ভাবে মানুষকে ব্যস্ত হয়ে পড়তে হয়। আমি ভাবি আজ হয়তো কাজ আছে, কাল একটু রেস্ট পাব কিন্তু তা আর হয় না । প্রতিদিনই নিয়মিত বিভিন্ন কাজ পড়ে যায়। আজও তার ব্যতিক্রম ছিল না। সকালে ঘুম থেকে উঠেই ইম্পরট্যান্ট একটি কাজ সামনে চলে আসে। ফলে সকালে ঘুম থেকে উঠে সেই কাজের উদ্দেশ্যে দমদম চলে যেতে হয়। কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। সারাদিন ব্যস্ত ভাবে সময় কাটিয়ে বাড়ি এসে বুঝতে পারছিলাম না আজ আমাদের কমিউনিটিতে কি শেয়ার করব। আমি সাধারণত যখন কোন টপিক্স খুঁজে পাই না তখন ম্যান্ডেলা আর্ট করতে বসে যাই । এই কাজ করতে আমারও বেশ ভালো লাগে কারণ এই আর্ট গুলো শেয়ার করে তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পাওয়া যায়। যাইহোক আজ একটি রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন আমি শেয়ার করেছি। বরাবরের মতোই চিত্রাংকনের সমস্ত প্রসেস আমি ধাপে ধাপে শেয়ার করেছি। যার ফলে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে রঙিন ম্যান্ডেলাটি আমি কেমন করে অঙ্কন করেছি । তাহলে আর কথা না বাড়িয়ে চিত্র অংকনের ধাপ গুলো দেখে নেয়া যাক।

IMG-20221103-WA0027.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
● দুটি ভিন্ন কালারের স্কেচ পেন
● কালো জেল পেন
● জ্যামিতিক কম্পাস

IMG-20221103-WA0022.jpg

প্রথম ধাপ

জ্যামিতিক কম্পাস এবং কালো জেল পেনের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম।

IMG-20221103-WA0020.jpg

দ্বিতীয় ধাপ

এখন এই বৃত্তের মধ্যে ওই বৃত্তের থেকে কম ব্যাসার্ধের আরও ২ টি বৃত্ত অঙ্কন করে নিলাম কম্পাস এবং কালো জেল পেনের সাহায্য নিয়ে।
IMG-20221103-WA0021.jpg

তৃতীয় ধাপ

এবার সব থেকে ছোট বৃত্তের মধ্যে ক্রোমোজোম বিভাজনের সময় যেমন আকৃতি দেখা যায় সেই টাইপের কিছুটা ডিজাইন করে নিলাম।
IMG-20221103-WA0007.jpg

চতুর্থ ধাপ

এবার দুটি ভিন্ন কালারের স্কেচ পেন এর সাহায্যে সব থেকে ছোট বৃত্তের মধ্যে কালার করে নিলাম এবং ছোট বৃত্তের তুলনায় যে বড়বৃত্তটি ছিল তার মধ্যে কালো জেল পেনের সাহায্যে কিছু ডিজাইন করে নিলাম।
IMG-20221103-WA0023.jpg

পঞ্চম ধাপ

এবার সব থেকে ছোট বৃত্তের তুলনায় তুলনামূলক যে বড় বৃত্তটি ছিল সেই বৃত্তের মধ্যে কালো জেল পেনের সাহায্যে কিছু ডিজাইন করলাম এবং স্কেচ পেনের সাহায্যে কিছুটা কালার করে নিলাম।
IMG-20221103-WA0024.jpg

ষষ্ঠ ধাপ

এই ধাপে সব থেকে যে বড় বৃত্তটি ছিল সেই বৃত্তের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম এবং কালার করে নিলাম।
IMG-20221103-WA0025.jpg

সপ্তম ধাপ

এই ধাপে এসে চিত্র অংকনের নিচে নিজের নাম লিখে নিলাম।

IMG-20221103-WA0026.jpgIMG-20221103-WA0006.jpg

অষ্টম ধাপ

চিত্র অংকনের সমস্ত প্রসেস কমপ্লিট করার পরে ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।
IMG-20221103-WA0027.jpg

আজকের শেয়ার করা রঙিন ম্যান্ডেলার চিত্রাংকনটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

খুব অসাধারণ মেন্ডেলা আর্ট করেছেন। আপনি রং করাতে খুবই দেখতে ভালো লাগছে। খুব সুন্দর করে অত্যন্ত নিখুঁতভাবে আর্টিস্টি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার উপস্থাপন খুবই অসাধারণ হয়েছে। চমৎকারভাবে পুরো আর্টিস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

উপস্থাপনা এবং চিত্রাংকনের এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

ঠিক তাই আজ কাজ করবো কালকে একটু বিশ্রাম নেব সে আর হয় না অন্য একটি কাজ এসে মাথার মধ্যে চাপিয়ে বসে থাকে।তবে আপনার কাজের ধরনটা অনেক ভালো লাগলো লেখার জন্য কোন টপিক্স না পেলে সরাসরি আপনি ম্যান্ডেলা আর্ট করতে চলে যান।তবে টপিক্স খুঁজে না পেলে যে ম্যান্ডেলা আর্ট করেন সেটা একদম খারাপ না।আপনি অনেক সুন্দর ইউনিক ইউনিক ম্যান্ডেলা আর্ট তৈরি করতে পারেন দেখতে অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু এক এর পর এক কাজ লেগেই থাকে। কোনদিনই মনের মত করে বিশ্রাম নেওয়ার সুযোগ মানুষের জীবনে ঘটে না। সব ব্যস্ততার মধ্যেও প্রয়োজনীয় কাজগুলো আমাদের করে যেতে হয়। ব্যস্ততার মধ্যে যখন অন্য কোন টপিক্স মাথায় না আসে তখন ম্যান্ডেলা আর্ট করতে বসে যাই কারণ কোনো না কোনো টপিক্স তো অবশ্যই শেয়ার করা লাগবে প্রতিদিন আমাদের এই কমিউনিটিতে। ব্যস্ততার মধ্যে করা ম্যান্ডেলা আর্টের এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাইয়া শত ব্যস্ততার মাঝেও আপনি খুব সুন্দর একটি মান্ডালা আর্ট করেছেন। আপনার রঙিন মান্ডালা আর্ট দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। প্রতিসপ্তাহে আপনি খুব সুন্দর একটি করে মান্ডালা আর্ট শেয়ার করেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

এত সুন্দর সাজিয়ে গুছিয়ে কমেন্টটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। এত ব্যস্ততার মধ্যে করা ম্যান্ডেলা আর্ট টি যে আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

আপনি ব্যস্ত থাকলেই তো ভালো সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট দেখতে পাওয়া যায়। সারাদিন ব্যস্ত থেকেও সন্ধ্যার সময় এত সুন্দর একটি ম্যান্ডেলার আর্ট করতে বসেছেন দেখে ভালো লাগলো। এই আর্টগুলো অনেক সময় নিয়ে করতে হবে। বিশেষ করে ম্যান্ডেলার আর্টগুলো কালার করলে আরো বেশি চমৎকার লাগে। আপনার ম্যান্ডেলার আর্টটি খুবই নিখুঁত এবং সুন্দর হয়েছে। দেখতে ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট গুলোতে আরো বেশি সময় নিয়ে কালার করলে বেশি ভালো হয়। শেয়ার করা ম্যান্ডেলা আর্ট নিয়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 
একদম ঠিক মানুষের ব্যস্ততার শেষ নেই এবং দিন দিন বেড়েই যাচ্ছে। আপনি নিজে যেমন রঙিন তেমনি সুন্দর সুন্দর রঙিন ম্যান্ডেলা অংকন করেন। আমার কাছে আজকের ম্যান্ডেলা আর্ট অন্য দিনের থেকে ব্যতিক্রম এবং সুন্দর লেগেছে। বৃত্তের মধ্যে খুব সুন্দর কিছু ম্যান্ডেলা আর্ট করেছেন। হলুদ রং দেয়াতে আরো ভাল লাগছে । ধন্যবাদ দাদা ।
 2 years ago 

ভাই প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন ম্যান্ডেলা আর্ট করার। শেয়ার করা ম্যান্ডেলা আর্ট গুলো খুব গভীরভাবে দেখলেই বোঝা যাবে ভিতরে ডিজাইন গত দিক থেকে সম্পূর্ণ ভিন্ন একটি থেকে অন্যটি। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন,মানুষের ব্যাস্ততার আর শেষ নেই😔। আমিও ভাবি আজ হয়তো কাজ আছে, কাল একটু রেস্ট পাব কিন্তু তা আর হয় না।তবে যাই হোক আপনার ম্যান্ডেলা আর্টটি কিন্তু অসাধারণ লাগছে। আমার কাছে এটি খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

বর্তমান সময়ে ব্যস্ততাই জীবনের অপর নাম ভাই। আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58334.82
ETH 2595.71
USDT 1.00
SBD 2.40