ত্রিভুজাকৃতি ম্যান্ডেলার চিত্রাঙ্কন - ০৬

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো।

আজ শরীরে কোন জ্বর নেই , শরীরটা মোটামুটি ঠিক আছে। আজ সকালে একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাকে বিধাননগর যেতে হয়েছিল। সেখান থেকে কাজ সম্পন্ন করে বাড়ি আসতে দুপুর হয়ে গেছিল। বাড়িতে ফেরার পর শরীর হালকা হালকা খারাপ লাগছিল সেই জন্য গরম জল দিয়ে স্নানও করেছি। স্নান, খাওয়া-দাওয়া সম্পন্ন করে খাতা, কলম এবং অন্যান্য আর্ট করার উপকরণ নিয়ে বসে পড়েছিলাম ম্যান্ডেলা আর্ট করার জন্য। একটু সময় পেলে এই ধরনের আর্ট করতে আমার খুব ভালো লাগে। আমি আগেও বলেছি এই ধরনের আর্ট করলে কনসেন্ট্রেশন বাড়ে সেই জন্য মূলত এই কাজ করতে আমার একটু বেশিই ভালো লাগে। এটি আমার অঙ্কন করা ত্রিভুজাকৃতি ম্যান্ডেলার ষষ্ঠ তম চিত্রাংকন হবে। চিত্রাংকনটি অংকন করার ক্ষেত্রে কয়েকটি ধাপের মাধ্যমে তা করেছি, সেই ধাপগুলো নিচে পরপর শেয়ার করলাম।

IMG-20221103-WA0250.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
● একটি কালো কলম
● একটি রঙিন স্কেচ পেন
● জ্যামিতিক স্কেল
● জ্যামিতিক কম্পাস

IMG-20221103-WA0251.jpg

🪢🪢প্রথম ধাপ 🪢🪢

কালো কালারের কলম এবং জ্যামিতিক স্কেলের সাহায্যে প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করে নিলাম।

IMG-20221103-WA0229.jpg

🪢🪢দ্বিতীয় ধাপ 🪢🪢

এবার এই ত্রিভুজটির উপরের অংশে আরো দুটি ছোট সাইজের ত্রিভুজ অঙ্কন করে নিলাম।

IMG-20221103-WA0258.jpg

🪢🪢তৃতীয় ধাপ🪢🪢

এইবার প্রথমে অঙ্কন করার ত্রিভুজটির নিচের অংশের মধ্যে জ্যামিতিক কম্পাস এবং কালো কলমের সাহায্যে কতগুলো বৃত্তচাপ অঙ্কন করে নিলাম এবং সবথেকে ছোট বৃত্তচাপের মধ্যে কালো কলমের সাহায্যে কিছুটা ফুলের ডিজাইন করে নিলাম।

IMG-20221103-WA0257.jpg

🪢🪢 চতুর্থ ধাপ🪢🪢

প্রথমে অংকন করা ত্রিভুজটির সমস্ত অংশে বিভিন্ন ধরনের ছোট ছোট ডিজাইন করে নিলাম কালো কলম এবং রঙিন স্কেচ পেনের সাহায্যে।

IMG-20221103-WA0256.jpgIMG-20221103-WA0230.jpg

🪢🪢পঞ্চম ধাপ 🪢🪢

এই ধাপে অন্য যে দুটি ছোট ত্রিভুজ ছিল ,সেই দুটি ত্রিভুজের সমস্ত অংশগুলোতেও বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম রঙিন স্কেচ পেন এবং কালো কলমের সাহায্যে।

IMG-20221103-WA0255.jpgIMG-20221103-WA0254.jpg

🪢🪢ষষ্ঠ ধাপ 🪢🪢

চিত্র অংকন কমপ্লিট করার পরে চিত্রের নিচে নিজের নাম লিখে নিলাম।

IMG-20221103-WA0253.jpgIMG-20221103-WA0252.jpg

🪢🪢সপ্তম ধাপ 🪢🪢

চিত্রাংকনের সমস্ত প্রসেস কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।

IMG-20221103-WA0250.jpg

বন্ধুরা আজকে শেয়ার করা ত্রিভুজাকৃতি ম্যান্ডেলার ষষ্ঠ তম চিত্র অঙ্কনটি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

🪢🪢ধন্যবাদ সবাইকে🪢🪢

Sort:  
 2 years ago 

ত্রিভুজ আকৃতির চমৎকার একটা ম্যান্ডেলা আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই ধরনের চিত্রগুলো অঙ্কন করা অনেক কঠিন কারণ এগুলো তৈরি করতে অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়।

 2 years ago 

প্রথম প্রথম এই কাজ করতে একটু কঠিন লাগে কিন্তু ধীরে ধীরে অভ্যাস করলে সহজেই করা যায় ভাই।

 2 years ago 

এই সময় হঠাৎ করেই শরীর খারাপ হচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে। তবুও সবাইকে সাবধানে থাকতে হবে। যেহেতু আপনি কয়েকদিন আগেই অসুস্থ হয়েছিলেন তাই এখনো শরীরটা ঠিকমতো ভালো হয়নি। সাবধানে থাকতে হবে ভাইয়া। ত্রিভুজাকৃতির ম্যান্ডেলার চিত্রাঙ্কন অনেক সুন্দর হয়েছে। এর আগেও আপনার এই ধরনের চিত্রাংকন দেখেছি। আজকেরটাও অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

হ্যাঁ আপু এখন শরীর একটু ঠিক হয়েছে এবং সাবধানেই আছি। ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন ভাইয়া। এটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আর এখানে লাল কালার দেওয়ায় আরো বেশি সুন্দর লাগছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

 2 years ago 

আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি দেখে আপনি মুগ্ধ হয়েছেন এটা আমার জন্য বেশ আনন্দের বিষয় আপু।

 2 years ago 

আপনি শুধু আজকে গরম জল দিয়ে গোসল করলেন আমিতো সারা শীতে গরম পানি দিয়ে গোসল করি। আর এটা ঠিকই বলেছেন এ ধরনের আর্ট করলে আসলেই কন্সেন্ট্রেশন একটু বাড়ে । আপনার এই ধরনের আর্ট গুলো আমার কাছে দারুন লাগে একটু ভিন্ন ধরনের হয়। খুব সুন্দর ভাবে আপনি ফুটিয়ে তুলেন সত্যি ভালো লাগলো।

 2 years ago 

শীতের সময় আমিও গরম জল দিয়েই স্নান করে থাকি। হ্যাঁ আপু এই ধরনের আর্ট করলে কনসেনট্রেশন বাড়ে।

 2 years ago 

আপনি খুব অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট করেছেন।দেখতে খুব সুন্দর লাগছে।
আমার ম্যান্ডেলা আর্ট করতে ভীষণ ভালো লাগে। আমি অবসর সময় পেলে মাঝে মাঝে আর্ট করতে ভালোবাসি।যাই হোক আপনার আকাঁ ম্যান্ডেলা আর্টটি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট আপনার ভালো লাগে এটা বেশ ভালো ব্যাপার। ভাই আপনি অবসর সময়ে আর্ট করতে ভালোবাসেন এটা জেনে বেশ ভালো লাগলো।

 2 years ago 

আপনার চিত্র অংক দেখে সত্যি ভাই মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুব সুন্দর করে অত্যন্ত নিখুঁতভাবে ত্রিভুজাকৃতি ম্যান্ডেলার চিত্র অঙ্কন করেছেন। ম্যান্ডেলার চিত্র বেশ দুর্দান্ত হয়েছে। এ ধরনের আর্ট করতে অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়। আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এত চমৎকার আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমার শেয়ার করা আর্ট টি দেখে আপনি মুগ্ধ হয়ে গেলেন জেনে ভালো লাগলো ভাই। সেটা তো ঠিক এই ধরনের আর্ট করতে সময় এবং ধৈর্যের একটু বেশি প্রয়োজন হয়।

 2 years ago 

ত্রিভুজাকৃতি ম্যান্ডেলার চিত্রাঙ্কন দেখে খুব সুন্দর লাগছে। সত্যি আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়েছি। এত সুন্দর একটি চিত্র অংকন আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার চিত্র অংকনের দক্ষতায় আপনি মুগ্ধ হয়েছেন এটা আমার জন্য বেশ খুশির ব্যাপার ভাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 59694.50
ETH 2603.45
USDT 1.00
SBD 2.54