রাতের একটি দৃশ্যের চিত্রাংকন || ২৬ অক্টোবর ২০২২
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও ঠিকঠাক আছি। |
---|
আজকের ব্লগে তোমাদের সাথে একটি চিত্রাংকন শেয়ার করব। এই চিত্রাংকনে রাতের একটি দৃশ্য তুলে ধরা হয়েছে। সত্যি কথা বলতে এই চিত্রাংকনটি আমি কয়েক মাস আগে করেছিলাম কিন্তু তখন আর শেয়ার করা হয়নি। কয়েক মাসে আগে চিত্রাংকনটি করে আমি ধাপে ধাপে ফটো তুলে রেখেছিলাম। আজ ফোনের গ্যালারি ঘাটাঘাটি করার সময় এই ফটোগুলো আমার সামনে আসে। তাই ভাবলাম আজ এই রাতের দৃশ্যের চিত্রাংকনটি আপনাদের সাথে শেয়ার করা যাক। আজকের শেয়ার করা চিত্রাংকনটি খুবই সহজ ভাবে আমি অংকন করেছিলাম। চিত্রাংকনের ধাপগুলো পরপর নিচে শেয়ার করলাম। ধাপগুলো ফলো করে তোমরাও এভাবে চাইলে চিত্রাংকন টি করতে পারবে। তাহলে এখন আর কথা না বাড়িয়ে ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
● সাদা খাতা
●পেন্সিল
●রাবার
●জ্যামিতিক স্কেল
●জ্যামিতিক কম্পাস
🌌🌌 প্রথম ধাপ🌌🌌
পেন্সিল এবং কম্পাস এর সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম এবং বৃত্তের মধ্যে স্কেলের সাহায্যে দুটি দাগ দিয়ে দিলাম।
🌌🌌 দ্বিতীয় ধাপ🌌🌌
স্কেলের সাহায্যে ওই দাগের নিচে আরো ছয়টি দাগ কেটে নিলাম।
🌌🌌 তৃতীয় ধাপ🌌🌌
এবার প্রথমে অংকন করা দাগের উপরের একটি অংশে গাছের শাখা প্রশাখা অঙ্কন করলাম।
🌌🌌 চতুর্থ ধাপ🌌🌌
গাছের শাখায় পাতা অঙ্কন করে নিলাম এই ধাপে এসে।
🌌🌌 পঞ্চম ধাপ🌌🌌
গাছের শাখার একটি অংশ থেকে ঝুলন্ত একটি লাইট ল্যাম্প অংকন করে নিলাম।
🌌🌌 ষষ্ঠ ধাপ🌌🌌
এই ধাপে চাঁদ অংকন করে নিলাম এবং উড়ে যাওয়া কিছু বাদুড়ের দৃশ্যের চিত্র অঙ্কন করে নিলাম।
🌌🌌 সপ্তম ধাপ🌌🌌
চিত্র অংকনের সমস্ত জায়গায় একটু হাইলাইটস করে নিলাম পেন্সিলের সাহায্যে।
🌌🌌 অষ্টম ধাপ🌌🌌
চিত্রাংকন শেষে, চিত্রাংকনের নিচে নিজের নাম লিখে নিলাম। এই ধাপে চিত্রাংকনের সমস্ত প্রসেস কমপ্লিট করা হলো। সবকিছু শেষে ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।
আজকের শেয়ার করা রাতের একটি দৃশ্যের চিত্রাংকন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে তা আমার সাথে শেয়ার করো । সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, হাসি খুশি থাকো সবার জন্য এই শুভকামনা রইল।
ছোট্ট একটি বৃত্তের মাঝে রাতের একটি দৃশ্য খুব সুন্দর ভাবে আপনি ফুটিয়ে তুলেছেন ভাই।অনেক ভাল লাগলো আপনার অংকন টা। আমি তেমন অংকন পারিনা অন্যর টা দেখেই মুগ্ধ ধন্যবাদ শেয়ার করার জন্য ভাই।
আমার আর্ট দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন জেনে খুব ভালো লাগলো ভাই।
কয়েক মাস আগের আর্ট আপনি এখন আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপনার মত আমিও যখন সময় পাই তখন এভাবে আর্ট করে রাখি, হঠাৎ করে যখন এভাবে একটি আর্ট খুঁজে পাই দেওয়ার মতো তখন খুব আনন্দ লাগে।
যাই হোক আপনার এই চিত্রাংকনটির মত আমিও অনেক আগে তৈরি করেছিলাম। এখন আবার রিপিট আর্টি দেখে বেশ ভালো লাগছে আমার। আট সম্পর্কে ভালো দক্ষতা আছে এই চিত্রাঙ্কনে তা প্রকাশ পেল।
আপনিও আমার মত এরকম একটি চিত্র অঙ্কন করেছিলেন শুনে বেশ ভালো লাগলো। আমার চিত্র অংকনের দক্ষতার প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনি ব্যবহার করে খুবই সুন্দর একটি চিত্রাংকন করেছেন। রাতের দৃশ্যের চিত্রাংকন টি আমার কাছে তো জাস্ট অসাধারণ লেগেছে। ফোনের গ্যালারি হঠাৎ করে ঘাটাঘাটি করতে লাগলে যখন বিভিন্ন রকম ফটোগ্রাফি সামনে আসে তখন খুবই আনন্দ লাগে। এই আর্ট টি আপনি অনেক দক্ষতা সহকারে এবং অনেক সময় ব্যবহার করে করেছেন।
আজকের শেয়ার করা রাতের দৃশ্যের চিত্রাংকন টি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। ফোনের গ্যালারি ঘাটতে গিয়ে মাঝে মাঝেই আমার সাথে এই ঘটনাটি ঘটে। আমার আর্টের প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
বৃত্তের মাঝখানে রাতের বেলার চিত্রাংকন টি অনেক সুন্দর হয়েছে। পেন্সিল দিয়ে চিত্রাংকনটি দেখতে খুব ভালো লাগছে।আপনার আর্টের দক্ষতা আছে বলা যায়।অনেক ধন্যবাদ দাদা সুন্দর এই চিত্রাংকনটি শেয়ার করার জন্য।
বৃত্তের মাঝে চিত্রাংকন করতে আমার বেশ ভালো লাগে ।মাঝে মাঝেই আমি কিছুটা এই ধরনের চিত্রাংকন শেয়ার করে থাকি। আর্টের দক্ষতার প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার মত মাঝে মাঝে আমারও এমন হয় কোন একটা পোস্ট করার জন্য হয়তো ফটো তুলে রাখে কিন্তু সেটা পোস্ট করার কথা আর মনে থাকে না। কিন্তু হুট করে এই ফোনের গ্যালারি চেক করতে গিয়ে যখন সেই ছবিগুলো সামনে আসে তখন মনে পড়ে এই ছবিটা দিয়ে আজকে একটা পোস্ট করা যাক আপনার ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে দেখছি। কয়েক মাস আগের এই অংকন টা দেখে খুবই ভালো লাগলো খুবই দক্ষতার সঙ্গে আপনি এই অংকন করেছেন, তবে আপনি যদি একটু কালার করতেন তাহলে হয়তো আরো বেশি আকর্ষণীয় লাগত।
ঠিক আছে ভাই পরবর্তীতে যখন এই ধরনের আর্ট করব কালার করার চেষ্টা করব । আর্ট তে কালারের ব্যবহার করলে খুব ভালো লাগে সেটা আমিও জানি কিন্তু সব সময় অনেক সময় হয়ে ওঠে না তাই কালারের ব্যবহার তেমন একটা করি না।
মাঝে মাঝে ফোনের গ্যালারিতে এমন কিছু ফটোগ্রাফি থাকে পরে আর শেয়ার করা হয় না। কিন্তু যখনই গ্যালারি ঘাটাতে যায় তখনই কিছু ফটোগ্রাফি পেয়ে যায়! আপনার রাতের চিত্রাঙ্কনটি ভালো হয়েছে দাদা। ক্যান্ডেল লাইট সেই সাথে পাখি উড়ে যাওয়ার মুহূর্তটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন 🌼
আমার সাথে এই ব্যাপারটা মাঝে মাঝেই হয়। সত্যি কথা বলতে গেলে মাঝে মাঝে যখন আমার সাথে এই ব্যাপারটা হয় আমার খুব ভালো লাগে কারণ তখন পোস্ট গোছানোর জন্য আর বেশি কষ্ট করতে হয় না।
তারমানে আপনি অনেক আগেই এই চিত্রাংকনটি করে রেখেছিলেন। তবে হঠাৎ এখন গ্যালারির মধ্যে দেখতে পেয়ে আমাদের সাথে তুলে ধরেছেন।অসম্ভব সুন্দর হয়েছে আশা করি এভাবে গ্যালারিতে রেখে না দিয়ে, আমাদের সাথে শেয়ার করে যাবেন ধন্যবাদ।
হ্যাঁ ভাই একদম তাই এই আর্ট টি আমি আগে থেকেই করে রেখেছিলাম। হঠাৎ করেই আজ গ্যালারি থেকে পেয়ে আপনাদের সাথে শেয়ার করলাম।
দারুন একটি চিত্রাংকন তৈরি করে শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে আজকে। আমিও অনেকদিন আগে আপনার পোষ্টের মতই সেম চিত্রাংকন তৈরি করে শেয়ার করেছিলাম বাংলা ব্লগে যাত্রা শুরু। আসলে চিত্রাংকন তৈরি করতে এমনিতে অনেক সময় প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে চিত্রাংকন তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনিও আমার মত এরকম একটি চিত্র শেয়ার করেছিলেন জেনে ভালো লাগলো। যে কোন চিত্র অংকন করতেই একটু বেশি সময়ের প্রয়োজন পড়ে ভাই। চিত্রাংকনের প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভাইয়া রাতের দৃশ্যের চিত্রাংকন টা চমৎকার হয়েছে। খুবই সহজভাবে দেখিয়েছেন যে কেউ চাইলে সহজেই তৈরি করতে পারবে। আপনার আর্টটি আমি শেয়ার করে রাখলাম ইনশাআল্লাহ এই আর্টটি আমি সময় করে আর্ট করে নিব। আপনার আর্ট গুলো এমনিতেই অনেক ভালো লাগে আমার কাছে। খুবই দক্ষতার সাথে আর্ট গুলো করে থাকেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাই আমি চেষ্টা করেছি খুবই সহজ ভাবে উপস্থাপন করার । ঠিক আছে ভাই আপনিও আমার মত এরকম করে চিত্রাংকন করে আমাদের সাথে শেয়ার করবেন সেই অপেক্ষায় রইলাম।
আপনার চিত্রাংকন দেখে সত্যিই খুব মুগ্ধ হলাম। আপনি অনেক চমৎকারভাবে অত্যন্ত দক্ষতার সহকারে চিত্র অঙ্কনটি আমাদের মাঝে শেয়ার করেছেন আসলে আপনার আর্টিস্টিক খুবই নিখুঁত হয়েছে। আমি কয়দিন পূর্বে এ ধরনের একটা আর্টিস্ট তৈরি করেছিলাম। এত সুন্দর আর্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
আমার চিত্র অংকন দেখে আপনি মুগ্ধ হয়ে গেলেন জেনে খুব ভালো লাগলো। এত সুন্দর ভাবে আমার চিত্র অংকনের প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।