ডাই || প্রজাপতি ও প্রকৃতির সুন্দর ওয়ালমেট

in আমার বাংলা ব্লগ7 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও অনেক ভালো আছি।

বন্ধুরা, প্রতি সপ্তাহের মতো আজকেও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে একটি ডাই পোস্ট নিয়ে। আমি এখন প্রতি সপ্তাহে তোমাদের সাথে একটি করে ডাই পোস্ট শেয়ার করে থাকি। সত্যি কথা বলতে এই ডাই করা আমার কাছে একটু কঠিন মনে হয় কারণ অনেকটা ধৈর্য নিয়ে এই কাজগুলো করতে হয়। আর বেশ সাবধানেই কাজগুলো করতে হয় নিখুঁতভাবে করার জন্য। নিখুঁতভাবে না করলে এইগুলো ভালো দেখা যায় না। আমি এর আগেও তোমাদের সাথে বিভিন্ন ধরনের ওয়ালমেট শেয়ার করেছি। তবে আজকের ওয়ালমেটটি অন্যদিনের ওয়ালমেটের থেকে আলাদা। প্রজাপতি ও প্রকৃতির এক সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাবে এই ওয়ালমেটটিতে।এই ওয়ালমেট তৈরির ধাপগুলো আমি নিচে পরপর করে শেয়ার করেছি। তোমরা যদি কেউ এই ওয়ালমেট তৈরি করতে চাও তাহলে খুব সহজেই এটি দেখে শিখে নিয়ে করতে পারবে। যাইহোক, এবার ওয়ালমেট তৈরির ধাপ গুলো দেখে নেওয়া যাক।

20240219_153025.jpg



প্রয়োজনীয় উপকরণ:

●বিভিন্ন কালারের পেপার
●কার্ডবোর্ড
●স্কেল
●পেন্সিল
●কাঁচি
●আঠা
●পোস্টার কালার
●তুলি

20240219_151047.jpg

🦋 প্রথম ধাপ🦋

প্রথম ধাপে, একটি কার্ডবোর্ডের উপর একটি সাদা পেপার কার্ড বোর্ডের সাইজে কেটে আঠার সাহায্যে জোড়া লাগিয়ে নিলাম।

20240219_110040.jpg20240219_110225.jpg

🦋 দ্বিতীয় ধাপ 🦋

এবার দ্বিতীয় ধাপে, কিছু কালো কালারের কাগজ কাঁচির সাহায্যে কেটে নিলাম।

20240219_111229.jpg20240219_111832.jpg

🦋 তৃতীয় ধাপ 🦋

এবার দ্বিতীয় ধাপে কেটে নেওয়া কাগজগুলো আঠার সাহায্যে কার্ডবোর্ডের চারিদিকে লাগিয়ে দিলাম।

20240219_113056.jpg20240219_113150.jpg20240219_113337.jpg
20240219_113956.jpg20240219_114942.jpg

🦋 চতুর্থ ধাপ 🦋

এখন কার্ডবোর্ড এর উপর পেন্সিলের সাহায্যে একটি মেয়ের চিত্র অঙ্কন করে তা কালো কালারের পোস্টার কালার দিয়ে কালার করে নিলাম।

20240219_115603.jpg20240219_120248.jpg20240219_121402.jpg

🦋 পঞ্চম ধাপ 🦋

পঞ্চম ধাপে, বিভিন্ন কালারের পেপার কাঁচির সাহায্যে কেটে প্রজাপতি তৈরি করে নিলাম। যদিও এখানে একটি দেখিয়েছি আর বাকি গুলোও একই ভাবে করা।

20240219_122627.jpg20240219_124131.jpg
20240219_124153.jpg20240219_124210.jpg

🦋 ষষ্ঠ ধাপ 🦋

এবার আঠার সাহায্যে প্রজাপতি গুলো একে একে কার্ড বোর্ডের উপর বসিয়ে নিলাম।

20240219_124314.jpg20240219_124334.jpg
20240219_124404.jpg20240219_125430.jpg
20240219_130344.jpg20240219_133706.jpg

🦋 সপ্তম ধাপ 🦋

এই ধাপে পেন্সিলের সাহায্যে কিছু চিত্র অংকন করে, বিভিন্ন কালারের পোস্টার কালার দিয়ে তা কালার করে নিলাম।

20240219_135710.jpg20240219_141128.jpg
20240219_142413.jpg20240219_150304.jpg

🦋 অষ্টম ধাপ 🦋

দেওয়ালে ওয়ালমেট টি লাগানোর পর এই ছবিটি তোলা।

20240219_153319.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসSamsung Galaxy M31s
ডাই মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা "প্রজাপতি ও প্রকৃতির সুন্দর ওয়ালমেট" টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 7 months ago 

ঠিক বলেছেন ্ডাই করতে বেশি সময় লাগে,যদি সুন্দর ও নিখুঁতভাবে করাতে হয়। কিন্তু করার পর যখন মনের মতো হয় তখন বেশ ভালো লাগে। আপনার বানানো ওয়ালমেটটি দেখতে বেশ সুন্দর হয়েছে। আর থিমটিও বেশ সুন্দর। প্রকৃতির সৌন্দর্য আপনি ওয়ালমেট এ ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ ব্লগটি শেয়ার করার জন্য।

 7 months ago 

ওয়ালমেটের এই থিম টি আপনার কাছে বেশ সুন্দর লেগেছে, জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ, ওভারঅল আপনার সুন্দর মন্তব্যটির জন্য।

 7 months ago 

আপনি বসন্ত কাল উপলক্ষে হয়তো এরকম একটি সুন্দর প্রজাপতি ও প্রকৃতির ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি অনেক সময় অতিক্রম করে ধীরে ধীরে ওয়ালমেটের কাজ গুলো সম্পন্ন করেছেন। এরকম ওয়ালমেটের কাজ গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে।

 7 months ago 

আপনি বসন্ত কাল উপলক্ষে হয়তো এরকম একটি সুন্দর প্রজাপতি ও প্রকৃতির ওয়ালমেট তৈরি করেছেন।

হ্যাঁ ভাই, অনেকটা ঐ রকমই ব্যাপার ।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যটির জন্য।

 7 months ago 

প্রজাপতি ও প্রকৃতির দৃশ্য আপনি খুবই সুন্দরভাবে এই ওয়ালেটের মাধ্যমে প্রকাশ করেছেন।দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। রঙিন কাগজ ও পেন্সিল দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করলেন।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আমার এই ওয়ালমেটটির এত সুন্দর প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 7 months ago 

প্রতিনিয়ত আপনার ক্রিয়েটিভ কাজগুলো দেখে আমি সত্যি মুগ্ধ হই। সত্যিই খুবই অসাধারণ ক্রিয়েটিভ কাজ আমাদের মাঝে শেয়ার করে থাকেন। আপনার প্রত্যেকটা কাজে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

আমার ক্রিয়েটিভ কাজগুলো দেখে আপনি যে মুগ্ধ হয়ে যান, সেটা জেনে অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে, এত সুন্দর ভাবে আমার কাজের প্রশংসা করার জন্য।

 7 months ago 

প্রকৃতি এবং প্রজাপতির দারুন একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি প্রতিনিয়ত দারুন দারুন পোস্ট আমাদের উপহার দেন। আপনার পোস্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আজকের পোস্টটিও তার ব্যতিক্রম নয়। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 7 months ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর ভাবে আপনার কথাগুলো এখানে শেয়ার করার জন্য। আমার কাজের এত সুন্দর প্রশংসা আপনার কাছ থেকে পেয়ে অনেক ভালো লাগলো।

 7 months ago 

প্রজাপতি ও প্রকৃতির সুন্দর ওয়ালমেট সত্যি দাদা চোখ ধাঁধানো সুন্দর লাগতেছে। যে কেউ দেখে চোখ সরাতে পারবে না। বিভিন্ন ধরণের রঙের রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করেছেন বাহ্ দারুন দাদা। আপনার এধরনের কাজ গুলো দেখতে দেখতে সত্যি আপনার আমি একজন ভক্ত হয়ে গিয়েছি। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 7 months ago 

অনেক অনেক ভালো লাগলো ভাই আপনার এই মন্তব্যটি পড়ে। অনেক সুন্দর ভাবে আমার কাজগুলোর প্রশংসা করেছেন আপনি। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 7 months ago 

বাহ্ প্রজাপতি ও প্রকৃতির সুন্দর একটি ওয়াল মেট তৈরি করেছেন ভাইয়া।এককথায় অসাধারণ ছিল ডাই টি।আমার অনেক ভালো লেগেছে ডাই টি।আপনি ঠিক বলেছেন এই কাজগুলো ধৈর্য্য নিয়ে করতে হয় নিখুঁতভাবে।সত্যি জাস্ট চমৎকার একটি পোস্ট ছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 7 months ago 

এই ওয়ালমেট টা আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। আপনার প্রশংসামূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

সত্যি ভাইয়া মাঝে মাঝে আপনার ক্রিয়েটিভ অঙ্কন গুলো দেখে আমি অবাক হয়ে যাই। এবং সৌন্দর্যগুলো উপভোগ করি নয়ন ভরে।
প্রজাপতি এবং প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য একত্রে তুলে ধরেছেন সত্যি খুবই ভালো লাগলো।
বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ফুটেছে।

Posted using SteemPro Mobile

 7 months ago 

এত সুন্দর সাজিয়ে গুছিয়ে আপনার মন্তব্যটা আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ভালো লাগলো আপনার এত সুন্দর প্রশংসা পেয়ে ।

 7 months ago 

প্রজাপতি ও প্রকৃতির এত সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন দেখে অনেক সুন্দর লেগেছে দেখতে। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে তা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার এই ওয়ালমেট দেখে মনে হচ্ছে মেয়েটার হাত দেখে এই প্রজাপতি গুলো উড়ে চলে যাচ্ছে। আপনার হাতের পুরো কাজটা সত্যিই আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনি যে কোন কিছু তৈরি করলে অনেক বেশি সুন্দর হয়। আসলে যে কোন কাজ যদি সময় এবং নিখুঁতভাবে করা হয় তাহলে দেখতে ভালো লাগে।

 7 months ago 

আপনার এই ওয়ালমেট দেখে মনে হচ্ছে মেয়েটার হাত দেখে এই প্রজাপতি গুলো উড়ে চলে যাচ্ছে।

ঐরকম একটা কনসেপ্ট নিয়েই করেছি আপু ওয়ালমেট টি। আমার তৈরি করা জিনিসগুলো আপনার কাছে অনেক বেশি সুন্দর লাগে জেনে খুশি হলাম। ধন্যবাদ, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60025.27
ETH 2417.33
USDT 1.00
SBD 2.42