প্রতিমাসের শেষ পাঁচ দিন (পর্ব- ০১)
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগে তোমাদের সাথে "প্রতিমাসের শেষ পাঁচ দিন" নামক একটি গল্প শেয়ার করব । গল্পটি দুটি পর্বে শেয়ার করবো আমি। গল্পটির প্রথম পর্ব নিচে দেখে নেওয়া যাক। |
---|
প্রতিদিন বিকালবেলা আমি মাঠে খেলতে যেতাম। সময়টা ছিল গ্রীষ্মকাল। বিকালে খেলাধুলা শেষ করে সন্ধ্যার সময় বাড়ি আসতেই দেখি আমার কাকা সোফায় বসে চা খাচ্ছে আর একটি পত্রিকা খুব মন দিয়ে পড়ছে। আমি কৌতূহলী হয়ে কাকাকে জিজ্ঞেস করলাম, "এত মন দিয়ে কি পড়ছ?" কাকা আমাকে পত্রিকাটি দিয়ে বলল, “শেষ পৃষ্ঠার দ্বিতীয় অংশটুকু পড়” আমি অবাক হয়ে পত্রিকাটি পড়া শুরু করলাম।
সেখানে লেখা রয়েছে, "শিলিগুড়ির মন্ডলপাড়ায় এক বাড়িতে রাতের বেলা এক অশরীরি মেয়ের আবির্ভাব ঘটে। “আর পড়তে ইচ্ছা করল না। কাকাকে জিজ্ঞেস করলাম, "তুমি এসব বিশ্বাস কর?” কাকা বলল, "বিশ্বাস অবিশ্বাসের কথা নয়, ব্যাপারটা ইন্টারেস্টিং।" ভাবছি একবার দেখে আসব। "তোমার মনে হয় মাথা খারাপ হয়ে গিয়েছে। তুমি ওই লোককে দেখতে যাবে?” আমি একটু রাগত গলায় জিজ্ঞেস করলাম। কাকা একটুও না রেগে বললো, “লোকটির নাম দীনেশ। আমি আর দীনেশ একসাথে স্কুল ও কলেজ পাস করেছি। আমিও অবাক হয়ে গেলাম। কাকার এত বন্ধুর নাম শুনলাম। তবে দীনেশ নামতো কখনও শুনিনি।
ঠিক এই সময় আমার ছোট বোন সাথী এসে বললো, “আমি শুনেছি।” আমি আরও অবাক হয়ে জিজ্ঞেস করলাম, "কোথায় শুনেছিস?" সাথী সাথে সাথে বললো, “এইতো যখন কাকা বললো না তখন শুনে ফেলেছি।” সবাই তখন হাসতে শুরু করলাম। কাকাকে বললাম, কাকা আমরাও তোমার সাথে যাব” । কাকা এক কথায় রাজি হয়ে গেল । আমার জামাগুলো এক জায়গায় জড় করে পছন্দ অনুযায়ী কয়েকটা জামা ব্যাগে ঢুকালাম। তারপর তৈরী হওয়া শুরু করলাম। ভাবলাম একটু কাকার সাথে কথা বলে আসি।
কাকার একদম কাছাকাছি যখন চলে এসেছি, ঠিক তখনই আমার চিরশত্রু রমেশের সাথে দেখা হয়ে গেল। নিশ্চয় আমাকে আবার জ্বালাতে এসেছিল। তবে উদ্দেশ্য যাই হোক তা সফল হল না। কারণ আমি, কাকার একদম কাছাকাছি চলে এসেছিলাম। বেচারা মুখ গোমড়া করে তাড়াতাড়ি চলে গেল। আমি কাকাকে জিজ্ঞেস করলাম, “কাকা আমরা কি রাতের ট্রেনেই যাবো।” কাকা বললো, "হ্যা, তাড়াতাড়ি তৈরী হয়ে নে। আমরা রাতের ট্রেনেই যাবো।” আমি আর সাথী তাড়াতাড়ি তৈরী হয়ে গেলাম। রাত সাড়ে আটটায় আমাদের ট্রেন শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল।
চলবে..
বুঝতে পারছি এটি একটি ভৌতিক গল্প। মনে হচ্ছে পরবর্তী পর্বে ইন্টারেস্টিং কিছু আছে। বাড়িতে যাওয়ার পর কি হয়েছে তা জানার অপেক্ষায় রইলাম।
হ্যাঁ আপু এটি একটি ভৌতিক গল্পই এবং পরবর্তীতে অনেক ইন্টারেস্টিং বিষয় রয়েছে যেটা একদম লাস্ট পর্বে জানা যাবে।
গল্পটি পড়ে যতটুকু বুঝলাম মজার কিছু আছে পরের পর্বে। পরের পর্ব পড়ার আগ্রহ সত্যিই বেড়ে গেল। আশা করি পরের পর্ব খুব শীঘ্রই শেয়ার করবেন। অনেক ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাই খুব শীঘ্রই পরের পর্ব শেয়ার করেছিলাম। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।