চতুর্ভুজ আকৃতির ম্যান্ডেলার চিত্র অংকন || পর্ব -০২

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।

আজ অনেক সকালেই ঘুম থেকে উঠেছিলাম । ঘুম থেকে উঠেই কেক বানানোর কাজ শুরু করি কারণ আমাদের বাড়িতে আমার এক বোন বেড়াতে এসেছিল তাকে কথা দিয়েছিলাম আমি কেক বানিয়ে খাওয়াবো আর যেহেতু সে আজ চলে যাচ্ছিল তাই হাতে সময়ও ছিল না এই কারণে সকালে ঘুম থেকে উঠেই এই কাজ করতে হয় আমাকে। সকালে বেশ সুন্দর করেই কেক বানিয়ে দিয়েছিলাম তারপর বোনদের এগিয়ে দিতে সাতরাগাছি স্টেশন গেছিলাম যা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। সেখান থেকে ফিরতে ফিরতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। তাদের এগিয়ে দেওয়া থেকে বাড়িতে ফেরা পর্যন্ত এত কিছু ঘটেছে আজ তা খুব বড় করে অন্য সময় শেয়ার করব। সন্ধ্যার পরে বাড়িতে আসার পর একটি ম্যান্ডেলা চিত্র অংকন করেছিলাম, এখন সেটা শেয়ার করছি সবার সাথে।

IMG-20221103-WA0216.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
●একটি কালো জেল পেন
● একটি কালো স্কেচ পেন
● জ্যামিতিক কম্পাস
● জ্যামিতিক স্কেল
● পেন্সিলে

IMG-20221103-WA0215.jpg

🔸️▫️🔸️প্রথম ধাপ 🔸️▫️🔸️

প্রথমে একটি বড় চতুর্ভুজ অঙ্কন করে নিলাম তারপর বড় চতুর্ভুজের মধ্যে তুলনমূলক ছোট একটি চতুর্ভুজ অঙ্কন করে নিলাম। এরপর ছোট চতুর্ভুজের মধ্যে চারটি ছোট ছোট বৃত্ত অঙ্কন করে নিলাম।

IMG-20221103-WA0213.jpg

🔸️▫️🔸️ দ্বিতীয় ধাপ 🔸️▫️🔸️

এই ধাপে ছোট চতুর্ভুজের মধ্যে করা চারটি বৃত্তের প্রত্যেকটির মধ্যে তুলনমূলকভাবে ছোট আরও দুটি করে বৃত্ত অঙ্কন করে নিলাম।

IMG-20221103-WA0223.jpgIMG-20221103-WA0221.jpg

🔸️▫️🔸️ তৃতীয় ধাপ 🔸️▫️🔸️

সবথেকে ছোট বৃত্তের মধ্যে ফুলের মত অঙ্কন করে নিলাম।

IMG-20221103-WA0222.jpg

🔸️▫️🔸️ চতুর্থ ধাপ 🔸️▫️🔸️

অন্যান্য বৃত্ত গুলোর মধ্যেও ফুলের ও নানা রকমের ডিজাইন করে নিলাম।

IMG-20221103-WA0220.jpg

🔸️▫️🔸️ পঞ্চম ধাপ 🔸️▫️🔸️

বড়ো ও ছোট চতুর্ভুজের মধ্যের অংশে কিছু কিছু ডিজাইন করে নিলাম।

IMG-20221103-WA0214.jpgIMG-20221103-WA0219.jpg

🔸️▫️🔸️ ষষ্ঠ ধাপ 🔸️▫️🔸️

চতুর্ভুজ আকৃতির ম্যান্ডেলার চিত্র অংকন কমপ্লিট করার পরে চিত্রের নিচে নিজের নাম লিখে নিলাম।

IMG-20221103-WA0218.jpgIMG-20221103-WA0217.jpg

🔸️▫️🔸️ সপ্তম ধাপ 🔸️▫️🔸️

চিত্রাংকনের সমস্ত প্রসেস কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।

IMG-20221103-WA0216.jpg

বন্ধুরা আজকে শেয়ার করা চতুর্ভুজ আকৃতির দ্বিতীয়তম ম্যান্ডেলার চিত্রাংকন টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

🔸️▫️🔸️ধন্যবাদ সবাইকে🔸️▫️🔸️

Sort:  
 2 years ago 

আপনার ম্যান্ডেলা চিত্র অংকনটি অসাধারণ হয়েছে। খুবই সুন্দরভাবে ধাপে ধাপে শেয়ার করলেন। সত্যি ম্যান্ডেলা চিত্রটি আমার অনেক বেশি ভালো লেগেছে, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

নিশ্চয়ই আপনি কেক তৈরি করতে অনেক বেশি পারদর্শী মনে হচ্ছে। যদিও বর্তমান সময়ে ছেলেরা মজাদার মজাদার রেসিপি তৈরি করা অনেক বেশি পারদর্শী হয়ে উঠছে যেটা কমিউনিটিতে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। যাই হোক খুবই চমৎকার একটি চতুর্ভুজ আকৃতির মান্ডেলার অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। এত চমৎকার একটি ম্যান্ডেলা অঙ্কন শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ ভাই আমি মাঝে মাঝেই বাড়িতে কেক তৈরি করে থাকি। যাইহোক আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

ওয়াও ভাইয়া দেখতে সুন্দর লাগছে ম্যান্ডেলা চিত্র অংকন। অনেক দিন পর সুন্দর ম্যান্ডেলা দেখতে পেলাম। ধাপ গুলো আপনি নিখুঁতভাবে সম্পূর্ন করেছেন। ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.033
BTC 88885.90
ETH 3279.02
USDT 1.00
SBD 2.99