চতুর্ভুজ আকৃতির ম্যান্ডেলার চিত্র অংকন || পর্ব -০৩

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।

আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি আর্ট শেয়ার করব। তোমরা যারা নিয়মিত আমার ব্লগ গুলো দেখো তারা সবাই জানো যে আমি ম্যান্ডেলা আর্ট করতে অনেক বেশি ভালোবাসি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ম্যান্ডেলা আর্ট শেয়ার করার। আমি বিভিন্ন ধরনের ও ডিজাইনের ম্যান্ডেলা আর্ট করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে আমি বৃত্তাকার ম্যান্ডেলা করে থাকি কিন্তু মাঝে মাঝে একটু আলাদা করতে ইচ্ছা করে তাই আজ একটি চতুর্ভুজ আকৃতির ম্যান্ডেলার চিত্র অঙ্কন করেছি। অনেকগুলো রঙিন পেন এর সাহায্যে এটি করতে গিয়ে আমার অনেকটা সময় লেগে গেছে। আমি কেমন করে চিত্রাংকনটি করেছি তা নিচে ধাপে ধাপে দেখে নেওয়া যাক।

InShot_20230217_064722383.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
●পাঁচটি ভিন্ন কালারের পেন
● জ্যামিতিক স্কেল

InShot_20230217_065724490.jpg

🦕প্রথম ধাপ 🦕

স্কেল এবং কালো কলমের সাহায্যে প্রথমে বড় করে যোগ চিহ্নের মতো করে এঁকে নিলাম।।
InShot_20230217_065533896.jpg

🦕 দ্বিতীয় ধাপ 🦕

যোগ চিহ্নের মত করা অংশের চারপাশে চারটি সরলরেখা অঙ্কন করার মাধ্যমে একটি চতুর্ভুজের মতো অঙ্কন করে নিলাম।
InShot_20230217_065604665.jpg

🦕 তৃতীয় ধাপ 🦕

চতুর্ভুজ টি যে চারটি অংশে বিভক্ত হয়েছে তার একটি অংশে ছোট বড় তিনটি ত্রিভুজ অঙ্কন করে নিলাম।
InShot_20230217_065433359.jpg

🦕 চতুর্থ ধাপ 🦕

একই ভাবে চতুর্ভুজটির অন্য তিনটি অংশেও ছোট বড় তিনটি ত্রিভুজ অঙ্কন করে নিলাম।
InShot_20230217_065356621.jpg

🦕পঞ্চম ধাপ 🦕

এই ধাপে চতুর্ভুজটির মধ্যের বিভিন্ন অংশে ছোট বড় বিভিন্ন ডিজাইন ও কালার করে নিলাম বিভিন্ন কালারের রঙিন পেনের সাহায্যে।
InShot_20230217_072234456.jpg

🦕ষষ্ঠ ধাপ 🦕

চতুর্ভুজটির যে অংশগুলোতে ডিজাইন করা বাদ ছিল, এই ধাপে এসে পরিপূর্ণভাবে সব জায়গায় ডিজাইন ও কালার করে নিলাম পূর্বে করা ধাপের মতো করে।

InShot_20230217_065209629.jpgInShot_20230217_065032077.jpg

🦕 সপ্তম ধাপ 🦕

চতুর্ভুজ আকৃতির ম্যান্ডেলার চিত্র অংকন কমপ্লিট করার পরে চিত্রের নিচে নিজের নাম লিখে নিলাম।

InShot_20230217_064945203.jpgInShot_20230217_064855683.jpg

🦕 অষ্টম ধাপ 🦕

চিত্রাংকনের সমস্ত প্রসেস কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।

InShot_20230217_064722383.jpg

বন্ধুরা আজকে শেয়ার করা চতুর্ভুজ আকৃতির তৃতীয় তম ম্যান্ডেলার চিত্রাংকন টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

🦕ধন্যবাদ সবাইকে🦕

Sort:  
 last year 

আপনি অনেক সুন্দর করে চতুর্ভুজ আকৃতির ম্যান্ডেলা আর্ট করেছেন দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। অনেক গুলো কালার পেন দিয়ে বিভিন্ন কালারের সংমিশ্রণে ম্যান্ডেলা করেছেন দেখতে কিন্তু দারুন দেখাচ্ছে। এভাবে কালারফুল ম্যান্ডেলা আর্ট গুলো অনেক সুন্দর হয়। ধাপে ধাপে খুব সুন্দর করে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন কিভাবে ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন।

 last year 

হ্যাঁ আপু চেষ্টা করেছি অনেকগুলো কালার পেন ব্যাবহার করে সুন্দর একটা কালারফুল ম্যান্ডেলা আর্ট করার। আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

দাদা, এর আগেও আপনার ম্যান্ডেলা আর্ট দেখেছি! খুব ভালো ম্যান্ডেলা আর্ট করতে পারেন। নিজের সৃজনশীলতা খুব সুন্দর করে ফুটিয়ে তোলেন। রঙ করাতে সুন্দর হয়েছে অনেক দাদা

 last year 

ধন্যবাদ ভাই এত সুন্দর করে আপনার মন্তব্য জানানোর জন্য।

 last year 

বাহ্,আপনি বেশ সুন্দর করে ম্যান্ডেলা এঁকেছেন তো।চতুর্ভুজ আকৃতির হওয়াতে দেখতে বেশ ভালো লাগছে।কালারিং হওয়াতে দেখতে বেশ আর্কষনীয় লাগছে।আমার কাছেও ম্যান্ডেলা আর্ট করতে ভালোই লাগে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে

 last year 

হ্যাঁ আপু কালারিং করলে অনেক আকর্ষণীয় লাগে ম্যান্ডেলা আর্ট গুলো ।সেই জন্যই এই ম্যান্ডেলা টি কালারিং করে শেয়ার করেছি।

 last year 

ভাইয়া আপনার চতুর্ভুজ আকৃতির কালারফুল ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুবই চমৎকার একটি ম্যান্ডেলা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ম্যান্ডেলা তৈরির প্রতিটি ধাপ গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।এটা দেখে দেখে যে কেউ সহজেই ম্যান্ডেলাটি আর্ট করতে সক্ষম হবে।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর ম্যান্ডেলা পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপু এত সুন্দর ভাবে আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি নিয়ে প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আপনি প্রতি সপ্তাহে একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করার চেষ্টা করেন জেনে ভাল লাগল। আপনার ম্যান্ডেলা আর্ট আমার খুব ভাল লাগে। আজও চতুর্ভুজের খুব সুন্দর একটি ম্যান্ডেলা অংকন করেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ছোট ছোট ম্যান্ডেলা গুলো খুব দক্ষতার সঙ্গে একেছেন। ধন্যবাদ দাদা।

 last year 

হ্যাঁ ভাই প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ম্যান্ডেলা আর্ট করার। ম্যান্ডেলা আর্টের উপস্থাপনার এবং আর্ট করার দক্ষতার প্রশংসার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ।

 last year 

মেন্ডেলা আর্ট করতে সময় দক্ষতা এবং ধৈর্যের ও প্রয়োজন রয়েছে, যেটি আপনি সমন্বয় ঘটিয়ে আজকের এই মেন্ডেলাটি তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 last year 

তা তো অবশ্যই ভাই এই ধরনের আর্ট করতে বেশ দক্ষতার এবং ধৈর্যের প্রয়োজন হয়।

 last year 

বরাবরের মতো আপনার চতুর্ভুজে ম্যন্ডালা আর্টি বেশ সুন্দর হয়েছে। অনেক সুক্ষ কাজ করেছেন। যা করতে বেশ ধৈর্য্যের প্রয়োজন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 last year 

সত্যি এই কাজগুলো বেশ সূক্ষ্ম আপু। অনেকটা ধৈর্যের প্রয়োজন হয় এগুলো করতে।

 last year 

জাস্ট অসাধারণ ছিল আপনার আজকের ম্যান্ডেলা আর্ট। আজকে আপনি খুবই সুন্দর চতুর্ভুজ আকৃতির ম্যান্ডেলার চিত্র অঙ্কন করেছেন। আসলে ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে অনেক সময়ের প্রয়োজন হয়। দেখে বুঝতে পারছি এটি অংকন করতে আপনার অনেক সময়ের প্রয়োজন হয়েছে। আমার কাছে ম্যান্ডেলা আর্ট করতে অনেক ভালো লাগে সেই সাথে ম্যান্ডেলা আর্ট গুলো দেখতেও খুবই ভালো লাগে। অসম্ভব ভালো ছিল আপনার আজকের ম্যান্ডেলা আর্ট। রঙিন হওয়ার কারণে একটু বেশি ভালো লেগেছে।

 last year 

এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কমেন্টটি করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আপনার কমেন্টটি পড়ে বেশ ভালো লাগলো। হ্যাঁ ভাই রঙিন হওয়ার কারণে এই ম্যান্ডেলা টি দেখতে একটু বেশি ভালো লাগছে এটা আমিও লক্ষ্য করে দেখলাম।

 last year 

ভাইয়া আপনার মান্ডালা আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর মান্ডালা আর্ট করেছেন। এই আর্ট করতে নিশ্চয়ই আপনার অনেক সময় লেগেছিল। কালারফুল করাতে দেখতে আরও বেশি সুন্দর লাগছে।ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

জ্বী আপু আর্ট টি করতে আমার অনেকটাই সময় লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 61029.99
ETH 3375.14
USDT 1.00
SBD 2.48