রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন- ৩৩
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও মোটামুটি ঠিক আছি। |
---|
আজকের নতুন একটি ব্লগে প্রথমেই তোমাদের সবাইকে স্বাগতম জানাই । তোমরা যারা নিয়মিত আমার ব্লগ গুলো দেখো তারা জানো যে, প্রতি সপ্তাহে আমি একটি করে আর্ট করে তোমাদের সাথে শেয়ার করে থাকি । গত সপ্তাহে একটি রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন শেয়ার করেছিলাম আর এই সপ্তাহেও একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করে দেখাবো। ম্যান্ডেলা আর্টের বিভিন্ন ধরনের ডিজাইনগুলো আঁকা বেশ কষ্টকর কারণ অনেকটা ভেবে ভেবে এই ডিজাইন গুলো করতে হয়। আজকের ম্যান্ডেলা আর্ট টি আমি কেমন করে এঁকেছি তা ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করবো। যার ফলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে এই আর্ট টি আমি কি করে করেছি। যাই হোক এখন আর কথা না বাড়িয়ে নতুন এই ম্যান্ডেলা আর্টের ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
● সাদা খাতা
● কালো পেন
● দুটি ভিন্ন কালারের স্কেচ পেন
● জ্যামিতিক কম্পাস
●পেন্সিল
প্রথম ধাপ
প্রথমে পেন্সিল এবং জ্যামিতিক কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম ।
দ্বিতীয় ধাপ
এখন এই বৃত্তের মধ্যে এই বৃত্তের থেকে কম ব্যাসার্ধের আরো তিনটি বৃত্ত পেন্সিল এবং কম্পাসের সাহায্যে অঙ্কন করে নিলাম। এবার সব থেকে ছোট বৃত্তের মধ্যে কালো পেনের সাহায্যে ফুলের মত ডিজাইন করে নিলাম।
তৃতীয় ধাপ
দ্বিতীয় ধাপে করা ফুলের মতো অংশের মধ্যে লাল কালারের স্কেচ পেনের সাহায্যে রং করে নিলাম এবং ছোট বৃত্তের থেকে তুলনামূলক যে বড়বৃত্তটি ছিল তার মধ্যে কিছু ডিজাইন করে নিলাম কালো পেন ও লাল রঙের স্কেচ পেনের সাহায্যে সাহায্যে।
চতুর্থ ধাপ
তৃতীয় বৃহত্তম যে বৃত্তটি ছিল তার মধ্যে কালো পেন ও
কালো স্কেচ পেনের সাহায্যে ফুলের ডিজাইন করে নিলাম যেমনটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ।
পঞ্চম ধাপ
এই ধাপে সব থেকে বড় বৃত্তের মধ্যে কালো পেনের সাহায্যে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম, সেই
সাথে কালো ও লাল কালারের স্কেচ পেনের সাহায্যে বিভিন্ন ডিজাইন ও কালার করে নিলাম।
ষষ্ঠ ধাপ
চিত্র অংকন করা কমপ্লিট করার পরে চিত্রের নিচে নিজের নাম লিখে নিলাম।
সপ্তম ধাপ
চিত্রাংকনের সমস্ত প্রসেস কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।
সত্যি কথা বলতে আপনার ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে চমৎকার হয়। আপনি এত পরিশ্রম দিয়ে ধৈর্য ধরে খুব কম সময়ের মধ্যে ম্যান্ডেলা আর্ট করেন অনেক বেশি ভালো লাগে তাই। তাছাড়াও আপনার ম্যান্ডেলা আর্ট গুলোর মধ্যে ভিন্নতা খুঁজে পাওয়া যায় রংবেরঙের কালার দিয়ে করেন তাই ম্যান্ডেলা আর্ট গুলো অনেক সুন্দর হয়। অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য।
আমার ম্যান্ডেলা আর্টের এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
অনেক দারুন একটি রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন করেছেন আপনি। আপনার মত আমি নিজেও ম্যান্ডেলা আর্ট অনেক বেশি পছন্দ করি। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে আপনি এই আর্ট সম্পন্ন করেছেন।
আপু আপনিও আমার মত ম্যান্ডেলা আর্ট করতে অনেক পছন্দ করেন জেনে অনেক ভালো লাগলো।
ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকার রঙিন ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। ঠিক বলেছেন এই ধরনের আটগুলো করতে ভেবেচিন্তে করতে হয়। বিশেষ করে ছোট ছোট ডিজাইনগুলো করতে অনেক চিন্তা করে করতে হয়। ম্যান্ডেলা আর্ট এর মধ্যে রং করার কারণে দেখতে বেশ ভালোই লাগতেছে। এবং শুরু থেকে শেষ পর্যন্ত ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
হ্যাঁ ভাই ম্যান্ডেলা আর্টের ছোট ছোট ডিজাইন করতে অনেক চিন্তা করতে হয়। এত সুন্দর ভাবে গুছিয়ে আমার ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপনার রঙিন ম্যান্ডেলা আর্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজকের টাও খুবই ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আমার শেয়ার করা রঙিন ম্যান্ডেলা আর্ট গুলো আপনার কাছে অনেক ভালো লাগে এটা আমার জন্য অনেক খুশির ব্যাপার। ধন্যবাদ আপু এত সুন্দর করে কথাগুলো বলার জন্য।
ফুলের ম্যান্ডেলা আর্ট দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে রং করাতে দেখতে খুবই দুর্দান্ত লাগছে। নিশ্চয়ই আপনার ম্যান্ডেলা আর্ট করার দক্ষতা খুবই অসাধারণ । আর্ট করার প্রক্রিয়া খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত চমৎকার মেন্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
অনেকদিন ধরে ম্যান্ডেলা আর্ট করার কারণে কম বেশি একটু দক্ষতা অর্জন হয়েছে ভাই।
রঙিন ম্যান্ডেলা তৈরি করার দারুণ একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। ম্যান্ডেলা দেখতে আমার কাছে এমনিতেই ভালো লাগে তারপরে আপনি যেভাবে তৈরি করেছেন তা দেখে তো আরো বেশি ভালো লাগছে। এই ধরনের ম্যান্ডেলা আর্ট করার জন্য অনেক ধৈর্য এবং সময়ের।
আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট তৈরি করার পদ্ধতি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টটির এত সুন্দর প্রশংসা করার জন্য।
ওয়াও! বরাবরের মতো আজকের রঙিন ম্যান্ডেলা আর্টটিও এককথায় দুর্দান্ত হয়েছে ভাই। আপনার দক্ষতার প্রশংসা করতেই হয়। ম্যান্ডেলা আর্ট করতে আমারও খুব ভালো লাগে। যদিও প্রচুর সময় লাগে করতে। আপনার ম্যান্ডেলা আর্টটি দেখতে অনেকটা হাত পাখার মতো লাগছে। যাইহোক এতো সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আমার ম্যান্ডেলা আর্ট করার দক্ষতার এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন অসাধারণ হয়েছে। এতো সুন্দর চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম। ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
রঙিন ম্যান্ডেলা চিত্রাংকনটি আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে ভালো লাগলো ভাই।
আজকে আপনি খুব চমৎকার রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন করেছেন। ম্যান্ডেলা আর্ট গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে সময় দিয়ে ম্যান্ডেলা আর্টের ভিতরে ছোট ছোট ডিজাইনগুলো করলে আর্ট গুলো চমৎকার লাগে। আপনার আর্টের ভিতরে ছোট ছোট ডিজাইন এবং রঙিন করার কারণে আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।
আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের ভিতরের ছোট ছোট ডিজাইন গুলো দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন জেনে অনেক ভালো লাগলো আপু। সবকিছু মিলিয়ে ম্যান্ডেলা আর্টটির এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।