ডাই || ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে তরমুজ ও পান্ডার ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ4 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও অনেক ভালো আছি।

বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ত ভাবে সময় যাচ্ছে আমার। এই ব্যস্ততার মধ্যেও সব কাজগুলো নিয়মিতভাবে করা একটা অভ্যাসে দাঁড়িয়েছে আমার। বন্ধুরা, তোমরা সবাই জানো যে আমি এখন নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একটি করে ডাই তোমাদের সাথে শেয়ার করি। সত্যি কথা বলতে বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা এই ডাইগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আগে কাগজ দিয়ে তোমাদের সাথে অনেক ডাই শেয়ার করেছি। তবে বর্তমানে আমি কার্ডবোর্ড এবং ক্লে এর সাহায্যে ডাই গুলো তৈরি করে শেয়ার করছি। এগুলো করতে একটু অভিজ্ঞতার দরকার পড়ে। আর আস্তে আস্তে আমি এই অভিজ্ঞতাও অর্জন করছি এইগুলো করতে গিয়ে। যাইহোক, আজকে আমি ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে তরমুজ ও পান্ডার একটি ওয়ালমেট তৈরি করেছি। আমি চেষ্টা করেছি ডাই টি সুন্দরভাবে তৈরি করে তোমাদের সাথে শেয়ার করার। এই ডাই টি আমি কিভাবে তৈরি করেছি তা ধাপে ধাপে নিচে শেয়ার করলাম। আশা করি, তোমাদের এটি ভালো লাগবে।

20240324_151429.jpg

প্রয়োজনীয় উপকরণ:

●কার্ডবোর্ড
●ভিন্ন কালারের ক্লে
●এক্রোলিক কালার
●পোস্টার কালার
●টিস্যু
●আঠা
●কাঁচি
●পেন্সিল
●কম্পাস

20240324_131341.jpg



🍉 প্রথম ধাপ 🍉

প্রথম ধাপে, পেন্সিল ও কম্পাসের সাহায্যে একটি কার্ডবোর্ডের উপর বৃত্ত অঙ্কন করে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম। এবার কেটে নেওয়া বৃত্তের উপর আঠা দিয়ে টিস্যু পেপার লাগিয়ে নিলাম এবং অতিরিক্ত টিস্যু পেপার কাঁচির সাহায্যে কেটে নিলাম। এবার হলুদ ও সাদা এক্রোলিক কালারের সাহায্যে গোলাকার কার্ডবোর্ডের উপরে কালার করে নিলাম।

20240324_105059.jpg20240324_105236.jpg20240324_105550.jpg
20240324_105919.jpg20240324_110345.jpg20240324_110533.jpg
20240324_111025.jpg20240324_111734.jpg

🍉 দ্বিতীয় ধাপ 🍉

এবার লাল কালারের ক্লে নিয়ে তরমুজের ভিতরের লাল অংশের মত তৈরি করে নিলাম। এবার সাদা ও সবুজ কালারের ক্লে দিয়ে মিক্সড করে গোল করে পেঁচিয়ে তরমুজের নিচের অংশে লাগিয়ে নিলাম চিত্রের মতন করে। এবার সবুজ পোস্টার কালার দিয়ে তরমুজের নিচের একটি অংশে কালার করে নিলাম।

20240324_112814.jpg20240324_113652.jpg
20240324_114257.jpg20240324_114518.jpg20240324_115547.jpg
20240324_114904.jpg20240324_115638.jpg
20240324_115841.jpg20240324_120114.jpg

🍉 তৃতীয় ধাপ 🍉

এই ধাপে, পান্ডা তৈরির জন্য প্রথমে সাদা কালারের ক্লে নিয়ে তা গোল বলের মতো তৈরি করে চ্যাপ্টা করে নিলাম। এবার কালো কালারের ক্লে নিয়ে কান তৈরি করে সাদা কালারের ক্লে এর উপরে বসিয়ে দিলাম। এখন চোখ ও মুখ লাগিয়ে নিলাম কালো ক্লে এর সাহায্যে। তারপর শরীরের কিছু অংশ ও হাত বানিয়ে মাথার সাথে জোড়া লাগিয়ে পান্ডাটি তৈরি করে নিলাম।

20240324_121441.jpg20240324_121546.jpg20240324_121822.jpg
20240324_121958.jpg20240324_122244.jpg
20240324_122616.jpg20240324_122927.jpg

🍉 চতুর্থ ধাপ 🍉

চতুর্থ ধাপে এসে, প্রথম ধাপে তৈরি করা কার্ডবোর্ড এর উপরে আঠার সাহায্যে তৈরি করা তরমুজ লাগিয়ে নিলাম এবং তরমুজের উপরে পূর্বের ধাপে তৈরি করা পান্ডাটি লাগিয়ে নিলাম। এবার তিনটি ভিন্ন কালারের ক্লে নিয়ে বেলুন তৈরি করে নিলাম। এখন সেগুলো পরপর করে কার্ডবোর্ডের উপরে বসিয়ে নিলাম এবং কালো কালারের ক্লে নিয়ে সুতোর মতো তৈরি করে বেলুনে লাগিয়ে নিলাম চিত্রের মতো করে।

20240324_123024.jpg20240324_123208.jpg20240324_123327.jpg
20240324_125113.jpg20240324_125147.jpg20240324_125620.jpg
20240324_125841.jpg20240324_125934.jpg20240324_130806.jpg

🍉 পঞ্চম ধাপ 🍉

এই ধাপে, কালো ও সাদা কালারের ক্লে নিয়ে অন্য একটি পান্ডার মাথা তৈরি করে নিলাম। তারপর আঠার সাহায্যে সেটিকে তরমুজের উপরে বসিয়ে নিলাম।

20240324_132251.jpg20240324_132521.jpg20240324_132720.jpg
20240324_133049.jpg20240324_133251.jpg20240324_133343.jpg
20240324_133557.jpg20240324_134234.jpg

🍉 ষষ্ঠ ধাপ 🍉

ষষ্ঠ ধাপে, গোলাপি কালারের ক্লে নিয়ে তা লম্বা করে পেঁচিয়ে কার্ডবোর্ডের চারদিকে আঠার সাহায্যে লাগিয়ে নিলাম।

20240324_140753.jpg20240324_140924.jpg
20240324_141220.jpg20240324_141420.jpg20240324_142218.jpg

🍉 সপ্তম ধাপ 🍉

এবার সপ্তম ধাপে, ক্লে দিয়ে হলুদ, লাল ও কমলা কালারের ফুল তৈরি করে নিয়ে ওয়ালমেট এর উপরের বিভিন্ন জায়গায় বসিয়ে নিলাম।

20240324_134807.jpg20240324_134902.jpg20240324_143321.jpg20240324_143347.jpg
20240324_143408.jpg20240324_143552.jpg

20240324_151429.jpg

20240324_151010.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসSamsung Galaxy M31s
ডাই মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে তৈরি করা তরমুজ ও পান্ডার ওয়ালমেট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 4 months ago 

আপনার কাজগুলো যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি ভাইয়া। ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে তরমুজ ও পান্ডার দারুণ ওয়ালমেট তৈরি করেছেন। আপনার কাজগুলো এত নিখুঁত যে দেখে এক নজরে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এভাবে এগিয়ে যান।আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 4 months ago 

আমার শেয়ার করা কাজগুলোর প্রশংসা এবং সেই সাথে সামনে এগিয়ে যাওয়ার জন্য যে শুভ কামনা করেছেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 4 months ago 

ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে দারুন একটি পান্ডা ও তরমুজের ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে ভীষণ চমৎকার লাগছে ।একদম ইউনিক হয়েছে। প্রতিটি ধাপের উপস্থাপন খুবই চমৎকার ছিল।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 4 months ago 

আপু, এই ওয়ালমেট টি আপনার কাছে ইউনিক লেগেছে, জেনে অনেক খুশি হলাম।

 4 months ago 

ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর তরমুজ ও পান্ডার ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া।ওয়ালমেটটি এতো সুন্দর কালারফুল হয়েছে যে চোখ ফেরাতে পারছি না।অনেক ধন্যবাদ ভাইয়া চমৎকার একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

এত সুন্দর প্রশংসা মূলক মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল।

 4 months ago 

ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে তরমুজ এবং পান্ডার ওয়ালমেট তৈরি টা এক কথায় অসাধারণ হয়েছে। ভাইয়া আমি তো মন্তব্য করার ভাষা হারিয়ে ফেলেছি। কি যে কিউট লাগছে বলে বোঝাতে পারবো না। ধন্যবাদ সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে তৈরি তরমুজ এবং পান্ডার ওয়ালমেট টি যে আপনার কাছে কিউট লেগেছে, সেটা জেনে অনেক ভালো লাগলো আপু।

 4 months ago 

ভাইয়া আপনার তৈরি করা পান্ডা এবং তরমুজ এর ডাইটি দেখে মনে হচ্ছে এটা সত্যি কারের। খুবই দক্ষতার সাথে আপনি এটি তৈরি করেছেন এটা আপনার তৈরি করার বিবরণ গুলো দেখলেই বোঝা যাচ্ছে।ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে তরমুজ ও পান্ডার ওয়ালমেট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভাইয়া। আশা করি পরবর্তীতে আপনার থেকে আরো সুন্দর সুন্দর ওয়ালমেট দেখতে পারবো।

 4 months ago 

এত সুন্দর করে আমার কাজের দক্ষতার প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। চেষ্টা করব ভাই, পরবর্তীতেও আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।

 4 months ago 

চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। অনেক সুন্দর হয়েছে দেখতে। ঘরের ওয়ালে দারুণ মাননসই হবে। ক্লে ও কার্ডবোর্ড ব্যবহার করে বেশ দক্ষতার সাথে তৈরি করেছেন ওয়ালমেটটি। তৈরির ধাপ গুলোও গুছিয়ে উপস্থাপন করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 4 months ago 

এটি তৈরির ধাপগুলো আমি গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি আপু। যাইহোক, ওভারঅল আপনার প্রশংসা মূলক এই মন্তব্যটির জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

ভাই বর্তমানে তরমুজের যে দাম মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। তবে আপনি ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে অসাধারণভাবে তরমুজ ও পান্ডার ওয়ালমেট তৈরি করেছেন। এই ওয়ালমেট টি আমার কাছে বেশ ভালো লেগেছে। এ ধরনের ওয়ালমেট ঘরে রাখলে ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ভাই বর্তমানে তরমুজের যে দাম মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে।

এটা কিন্তু ঠিক কথা বলেছেন ভাই, সেই জন্যই ক্লে দিয়ে তরমুজ তৈরি করলাম আর কি! হিহি🤭🤭🍉🍉😂
যাইহোক, আমার শেয়ার করা এই ডাই টি আপনার কাছে বেশ ভালো লেগেছে, জেনে খুশি হলাম ভাই।

 4 months ago 

আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন।ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে অনেক সুন্দর পান্ডা ও তরমুজের ওয়ালমেট তৈরি করেছেন। কালার কম্বিনেশনটাও বেশ দারুন ছিল।আপনি বেশ দক্ষতার সঙ্গে ওয়ালমেটটি তৈরি করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে। আপনার কাজগুলো বরাবরই আমার অনেক ভালো লাগে।ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর এই ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।

 4 months ago 

আমার কাজগুলো আপনার বরাবরই ভালো লাগে, জেনে অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ, আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 months ago 

অনেক সুন্দর একটি অরিগামি করেছেন । এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এটা দেখতে সত্যিই অনেক কিউট লাগছে। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 months ago 

আমার শেয়ার করা এই ওয়ালমেট টি আপনার কাছে কিউট লেগেছে এবং এটি দেখে যে আপনি মুগ্ধ হয়ে গেছেন, তা জেনে অনেক খুশি হলাম আপু।

 4 months ago 

বলতেই হয় অসম্ভব সুন্দর হয়েছে। প্লে এবং কার্ডবোর্ড দিয়ে তরমুজ পাণ্ডার ওয়ালমেটি অসাধারণ হয়েছে। আপনি খুবই চমৎকারভাবে এটি তৈরি করেছেন। এগুলো তৈরি করার ধাপগুলো খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন পাশাপাশি চমৎকার বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আমার শেয়ার করা এই ডাই টি আপনার কাছে অসম্ভব সুন্দর লেগেছে, জেনে অনেক ভালো লাগলো ভাই। আপনার এই প্রশংসামূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64741.88
ETH 3457.21
USDT 1.00
SBD 2.55