স্বরচিত একটি কবিতা "পুরুষ "

in আমার বাংলা ব্লগlast year
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও মোটামুটি ঠিক আছি।

প্রথমেই আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে স্বরচিত একটি কবিতা শেয়ার করব। কবিতাটির নাম "পুরুষ"। সমাজ পরিচালনায় পুরুষের দায়িত্ব অনেক। পরিবার থেকে শুরু করে রাষ্ট্র সবকিছুতেই তার দায়িত্ব পালন করা লাগে। এই পাহাড় সমান দায়িত্ব নিয়ে প্রতিনিয়তই ছুটে চলতে হয় পুরুষ জাতিকে। চলার পথের হাজারো বাধাকে অতিক্রম করে তাকে তার কাজ সম্পন্ন করতে হয়। এই দায়িত্বের বেড়াজাল থেকে মুক্তি পাওয়ার যেন কোন উপায় নেই। যতদিন এই পৃথিবী থাকবে পুরুষ জাতির এই দায়িত্ব যেন কখনোই কম হবে না। সমাজ, পরিবার সবকিছুর এত দায়িত্ব পালন করতে করতে পুরুষ জাতি ক্লান্ত হয়ে পড়েছে। তারা কাজের চাপে শৈশবে কাটানো সুখকেও ভুলে গেছে । এই জন্য এখন তারা শৈশবের সেই পুরনো দিনকে খুঁজে বেড়াচ্ছে যেখানে শান্তির একটু ছোঁয়া পাওয়া যেতে পারে। পুরুষ জাতির সমাজের উপর দায়িত্বভার নিয়েই আজকের কবিতার বিষয়বস্তু সাজানো। তাহলে আর এখন কথা না বাড়িয়ে কবিতাটি দেখে নেওয়া যাক। আশা করি, আজকের শেয়ার করা কবিতাটি তোমাদের ভালো লাগবে।

blogger-gbc0ab420f_640.jpg

ইমেজ সোর্স

পুরুষ



সূর্যের মতো সঞ্চারী পুরুষ,
প্রেমের পথে সবাইকে দেখাচ্ছে রূপকথা।
সমাজের নেতৃত্ব গ্রহণ করে পুরুষজন,
উন্নয়নে আগ্রহী, কর্মে নির্বাহী,
প্রতিষ্ঠিত স্বপ্নের নগরের প্রহরী।
দায়িত্ব-পর্বত সমতুল্য
ভেবে দেখেছি প্রতিটি বার
নেবে কে কাঁধে এ দায়িত্বের পাহাড়।
ভয় নেই, নেই কোন দ্বিধা
দায়িত্বের ভার কাঁধে নিয়েই
পুরুষ হয়েছে জাতির সেরা।
যতদিন রবে ধরিত্রী মাটি আর প্রকৃতি,
ততদিন পুরুষ নেবে দায়িত্বের ভারখানি।
দায়িত্বের বেড়াজালে পুরুষ
ভুলেছে তার সুখের শৈশবকে।
ফিরে যেতে চায় সেই শৈশবে
যদি পাওয়া যায় দায়িত্বের ক্ষণিক ছুটি।



বন্ধুরা আজকের শেয়ার করা স্বরচিত কবিতা "পুরুষ " তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

সত্যি ভাইয়া একজন পুরুষের উপর অনেক দায়িত্ব। নিজের সংসার, পরিবার পরিজন সবার দায়িত্ব নিতে হয়। তবে পুরুষদের পাশাপাশি নারীরাও কিন্তু তাদের কাজে সহায়তা করে। হয়তো পুরুষের দায়িত্বটা অনেক বেশি। কবিতার লাইন গুলো সত্যি দারুন হয়েছে। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।

 last year 

আমার শেয়ার করা কবিতাটি আপনার কাছে দারুন লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু ।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

প্রতিটি পুরুষের কাঁধেই অনেক বড় দায়িত্ব থাকে। পুরো সংসারের দায়িত্ব তাকে সামলাতে হয়। কিন্তু তারা খুব হাসিমুখে এই দায়িত্ব পালন করে সকল কষ্ট লুকিয়ে। সেই বিষয়টি নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন ভাইয়া। কবিতার প্রতিটি লাইন একেবারে বাস্তবসম্মত লেগেছে আমার কাছে।

Posted using SteemPro Mobile

 last year 

আমার শেয়ার করা কবিতাটির লাইন গুলো আপনার কাছে বাস্তবসম্মত লেগেছে এটা জেনে অনেক ভালো লাগলো আপু । ধন্যবাদ এত সুন্দর করে কথাগুলো বলার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56085.77
ETH 2369.58
USDT 1.00
SBD 2.31