ইকো পার্ক থেকে তোলা কিছু ফটোগ্রাফি || পর্ব - ০৩

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা ,

সবাই তোমরা কেমন আছো ? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি।

আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। কয়েকদিন আগে তোমাদের সাথে ইকো পার্কের মধ্যে থেকে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। সেটি ছিল ইকো পার্ক থেকে তোলা ফটোগ্রাফি পর্বের দ্বিতীয়তম পর্ব।
দ্বিতীয় পর্বে আমি জানিয়েছিলাম যে, চিপস এবং কোল্ড ড্রিংকস কিনে আমরা হাঁটতে হাঁটতে বড় লেকের পাড়ে গেছিলাম এবং লেকের পাড়ে গিয়ে সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। সেই লেকের পাড়ে গিয়ে কিন্তু আমরা বেশি সময় দাঁড়ায়নি। ১০ মিনিটের মতো সেখানে দাঁড়িয়ে আবার আমরা বন্ধুরা মিলে প্ল্যান করি পার্কের অন্যান্য জায়গাগুলো আগে আমরা যতটা সম্ভব ভালোভাবে ঘুরে ঘুরে দেখব এবং পড়ন্ত বিকালের দিকে আবার এই লেকের পাড়ে এসে লেকের পাড়ের সৌন্দর্য উপভোগ করব। সেজন্য আমরা সেই লেকের পাড় থেকে পার্কের ভিতরে আবার চলে এসেছিলাম বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য । পার্কের ভিতর ঘুরে দেখার সময় পার্কের মধ্যের সুন্দর আরো কিছু দৃশ্য যা আমার নজরে পড়েছিল তার ফটোগ্রাফি করেছিলাম । তার মধ্যে থেকে কিছু ফটোগ্রাফি আজকের পর্বে শেয়ার করলাম।

20220728_161515.jpg
রাস্তার সাইডে যে সুন্দর গাছটি দেখা যাচ্ছে সেটি হল বকুল ফুল গাছ। গাছটি কে খুব যত্ন সহকারে বড় করা হয়েছিল। এরকম বকুল ফুল গাছ পার্কের বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছিলাম । খুবই সুন্দর লাগছিল এই বকুল ফুল গাছ গুলো দেখতে ।

20220728_161503.jpg

20220728_160512.jpg
পার্কের মধ্যের সমস্ত জায়গায় এরকম সুন্দর করে রাস্তা করা ছিল। এই রাস্তা হয়ে পার্কের বিভিন্ন অংশে খুব সহজে পৌঁছে যাওয়া যায়। এই রাস্তা দিয়ে পার্কের বিভিন্ন অংশে যাওয়ার জন্য মানুষ সাইকেলের ব্যবহার করে থাকে। যদিও আমরা পায়ে হেঁটে এইসব রাস্তা ধরে পার্কের বিভিন্ন অংশে গেছিলাম।

20220728_161511.jpg

20220728_161829.jpg
পার্কের যেখানেই চোখ যাচ্ছিল শুধু সবুজের সমারোহ চোখে পড়ছিল। পার্কের মধ্যে এমন কোন জায়গা পাওয়া দুষ্কর ছিল যেখানে এই সুন্দর সবুজ ঘাস দেখা যাচ্ছিল না। মনোরম সুন্দর এই ঘাসের সমারোহ দেখে মন জুড়িয়ে যাচ্ছিল।

20220728_161831.jpg

20220728_160834.jpg
চলার পথে রাস্তার পাশে এই ল্যাম্পপোস্টি চোখে পড়েছিল যা অনেকটা চাঁদের মত লাগছিল । চলতে চলতে এর একটি ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

20220728_161147.jpg
বৃষ্টির শেষে প্রকৃতির এক সতেজ ভাব লক্ষ্য করা গেছিল সেই দিন। পার্কের একটি জায়গায় বসে সবুজ প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে কয়েকটি ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

20220728_161138.jpg

20220728_161141.jpg

ক্যামেরা: স্যামসাং

মডেল: SM-M317F

ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: ইকো পার্ক, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল।

বন্ধুরা, আজকের শেয়ার করা ইকো পার্কে গিয়ে তোলা তৃতীয় পর্বের ফটোগ্রাফি গুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

🚵‍♀️🚵‍♀️ধন্যবাদ সবাইকে🚵‍♀️🚵‍♀️

Sort:  
 2 years ago 

ইকোপার্ক সম্পর্কে আগের পোস্ট টিও দেখেছিলাম। আজকে ইকো পার্কের আরো কয়েকটি ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। রাস্তার পাশে বকুল ফুল গাছটা আসলে খুব চমৎকার লাগছে দেখতে। পুরো পার্কটি তে সবুজের সমারোহ দেখে মুগ্ধ হয়ে গেলাম। বৃষ্টির পর প্রকৃতি খুব সতেজ হয়ে ওঠে। ল্যাম্পপোস্টিও দেখতে খুব সুন্দর। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ফটোগ্রাফি নিয়ে আমার দেওয়া বর্ণনার পাশাপাশি আপনিও খুব সুন্দর ভাবে বর্ণনা উপস্থাপন করেছেন আমার ফটোগ্রাফির। অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে কমেন্টেটি করার জন্য।

 2 years ago 
আপনার তোলা ইকো পার্কের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে।চারিদিকে সবুজে সমরহ।ইকো পার্কে ভিতরের দৃশ্যগুলো অনেক দেখার মত,দেখে বোঝা যাচ্ছে চারিদিকে খুব মনোরম একটি পরিবেশ।আপনার তোলা ল্যাম্পপোস্টে অনেকটা চাঁদের মতই লাগছে।পার্কের মধ্যে সবুজের সমরোহ আর এর মাঝখানে রাস্তাটা দেখতে বেশ সুন্দর লাগছিল।সব মিলিয়ে অসাধারণ একটি প্রদর্শনীয় স্থান।
 2 years ago 

এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কমেন্টটি করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেই দিনের পরিবেশটাই এত সুন্দর ছিল সব ফটোগ্রাফি বেশ ভালো আসছিল।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67807.24
ETH 2423.65
USDT 1.00
SBD 2.33