ডাই || কার্ডবোর্ড ও ক্লে দিয়ে কিউট একটি ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও অনেক ভালো আছি।

বন্ধুরা, আজকের এই ব্লগে তোমাদের সাথে কিউট একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করবো। বেশ কিছুদিন ধরে এত ব্যস্ত ভাবে আমার সময় যাচ্ছে, যা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি ঠিকঠাক করে খাওয়ার সময়টুকু পাচ্ছি না, এই ব্যস্ততার কারণে। যাইহোক, আমি প্রতি সপ্তাহে তোমাদের সাথে নতুন নতুন ডাই পোস্ট শেয়ার করে থাকি। এই ডাই গুলো আগে ছোটবেলায় অনেক করা হতো কিন্তু বড় হওয়ার পর খুব বেশি করা হয়নি। তবে যখন থেকে আমি আমাদের এই কমিউনিটিতে কাজ করা শুরু করেছি, তখন থেকেই এগুলো আবার নতুন করে করা শুরু করেছি। এই কাজগুলো করতে আসলেই অনেক ভালো লাগে। কাজগুলো করার পর নিজের তৈরি জিনিসগুলো যখন দেখা হয়, আলাদাই একটা ভালোলাগা কাজ করে। আমার আজকের শেয়ার করা এই ডাই টি তৈরি করতে আমার অনেকটাই সময় লেগে গেছে। যাইহোক, আমি চেষ্টা করেছি, এটি যথাসম্ভব সুন্দর করে তৈরি করার জন্য। এটি তৈরির ধাপগুলো নিচে শেয়ার করলাম আমি।

20240415_165735.jpg

প্রয়োজনীয় উপকরণ:

●কার্ডবোর্ড
●বিভিন্ন কালারের ক্লে
●এক্রোলিক কালার
●বিভিন্ন কালারের স্কেচ পেন
●তুলি
●টিস্যু
●পেন্সিল
●কম্পাস
●কাঁচি
●আঠা

20240415_163309.jpg

প্রথম ধাপ

প্রথমে পেন্সিল ও কম্পাসের সাহায্যে কার্ডবোর্ডের উপর বৃত্ত অঙ্কন করে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম। তারপর পুরো কার্ডবোর্ড জুড়ে আঠা লাগিয়ে, কার্ডবোর্ডের উপরে টিস্যু লাগিয়ে নিলাম এবং অতিরিক্ত টিস্যু গুলো কাঁচির সাহায্য কেটে নিলাম।

20240415_134533.jpg20240415_134831.jpg20240415_134945.jpg
20240415_135717.jpg20240415_140132.jpg

দ্বিতীয় ধাপ

এবার কার্ডবোর্ডের উপরে সাদা এক্রোলিক কালার দিয়ে কালার করে নিয়ে, তার উপরে আবার হলুদ এক্রোলিক কালার দিয়ে কালার করে নিলাম।

20240415_140830.jpg20240415_141036.jpg
20240415_141358.jpg20240415_141450.jpg

তৃতীয় ধাপ

এখন একটি সাদা কালারের ক্লে দিয়ে টেডির মাথা ও শরীরের অংশ তৈরি করে নিলাম এবং সেই একই কালারের ক্লে দিয়ে হাত-পা ও কান তৈরি করে নিলাম। তারপর গোলাপি এবং কালো কালারের স্কেচ পেন দিয়ে টেডির চোখ মুখ ও শরীরের বিভিন্ন অংশে অঙ্কন করে নিলাম। অনুরূপভাবে গোলাপি কালারের ক্লে দিয়ে আরও একটি টেডি তৈরি করে নিলাম।

20240415_142251.jpg20240415_143009.jpg20240415_143129.jpg20240415_143157.jpg
20240415_143241.jpg20240415_143528.jpg20240415_143924.jpg
20240415_144023.jpg20240415_145334.jpg
20240415_145459.jpg20240415_152115.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে, কার্ডবোর্ডের উপর টেডি দুটো পর পর বসিয়ে আঠার সাহায্যে লাগিয়ে নিলাম। তারপর পাঁচটি ভিন্ন কালারের ক্লে নিয়ে পাঁচটি বেলুন তৈরি করে আঠার সাহায্যে কার্ডবোর্ডের উপরে অংশে লাগিয়ে, কালো স্কেচ পেনের সাহায্যে বেলুনের নিচে দাগ টেনে নিলাম।

20240415_152302.jpg20240415_152539.jpg
20240415_152838.jpg20240415_153720.jpg20240415_154401.jpg
20240415_154756.jpg20240415_155221.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে, গোলাপী কালারের ক্লে নিয়ে আঠার সাহায্যে কার্ডবোর্ডের চারদিকে লাগিয়ে নিলাম ।

20240415_155334.jpg20240415_155859.jpg
20240415_155608.jpg20240415_160812.jpg

ষষ্ঠ ধাপ

এখন লাল স্কেচ পেনের সাহায্যে কার্ডবোর্ডের কিছু অংশে লাভ অঙ্কন করে নিলাম। তারপর গোলাপি ও নীল কালারের ক্লে দিয়ে ছোট ছোট বল তৈরি করে তা কার্ডবোর্ডের চারিদিকে লাগিয়ে নিলাম চিত্রের মতন করে। এভাবে আমার ডাই তৈরির কাজটি সম্পন্ন করলাম।

20240415_155334.jpg20240415_161415.jpg20240415_162032.jpg20240415_162040.jpg
20240415_161810.jpg20240415_164456.jpg

20240415_165317.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসSamsung Galaxy M31s
ডাই মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা কার্ডবোর্ড ও ক্লে দিয়ে তৈরি করা কিউট এই ওয়ালমেট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 2 months ago 

ভাইয়া আপনি এর আগেও কার্ডবোর্ড দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছিলেন। আজকেও অনেক সুন্দর দুটি পান্ডা সহ একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে ভীষণ ভালো লাগছে। এই ধরনের ওয়ালমেট গুলো ঘরে দেওয়ালে টাঙিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

একদম ঠিক কথা বলেছেন আপু, এই ধরনের ওয়ালমেট গুলো ঘরে দেওয়ালে টাঙিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। আমার শেয়ার করা এই ওয়ালমেট টি আপনার কাছে সুন্দর লেগেছে, জেনে খুশি হলাম আপু।

 2 months ago 

কার্ডবোর্ড ও ক্লে দিয়ে খুব সুন্দর কিউট একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট কি দেখতে আসলেই খুবই কিউট লাগছে। বিশেষ করে পুতুল দুটি খুবই কিউট হয়েছে। দেখে বোঝা যাচ্ছে আপনি খুব ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। সুন্দর একটি ওয়ালমেট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 months ago 

আমার শেয়ার করা এই ওয়ালমেট টি আপনার কাছে খুবই কিউট লেগেছে, জেনে খুব ভালো লাগলো আপু। হ্যাঁ আপু, খুব ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করতে হয়েছিল আমাকে।

 2 months ago 

কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করে। আমাদের মাঝে উপহার দিয়ে চলেছেন। আজকের তৈরীর দারুন ছিল যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে এই ধরনের কিছু তৈরি করে ঘরে সৌন্দর্য বৃদ্ধি করা। যেটা আপনি ধারাবাহিকভাবে করে চলেছেন। ভালো লাগে আপনার করা কাজগুলো।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আপনার এই প্রশংসামূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আমার এই কাজগুলো যে আপনার কাছে ভালো লাগে, জেনে খুশি হলাম ভাই।

 2 months ago 

কার্ডবোর্ড ও ক্লে দিয়ে কিউট একটি ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে, খুবই দক্ষতার সাথে আপনি এই ডাই পোস্ট তৈরি করলেন। আপনার ডাই পোস্ট দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করলেন, দেখে শিখতে পারলাম।

 2 months ago 

কার্ডবোর্ড ও ক্লে দিয়ে তৈরি ওয়ালমেট টি যে আপনার কাছে কিউট এবং অসাধারণ লেগেছে, সেটা জেনে ভালো লাগলো ভাই। চেষ্টা করেছি ভাই, দক্ষতার সাথে এই ডাই টি তৈরি করার জন্য।

 2 months ago 

কার্ডবোর্ড ও ক্লে দিয়ে কিউট একটি ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে, খুবই দক্ষতার সাথে আপনি এই ডাই পোস্ট তৈরি করলেন। আপনার ডাই পোস্ট দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করলেন, দেখে শিখতে পারলাম।

 2 months ago 

ভাই, আপনি হয়তো ভুল করে একই কমেন্ট দুইবার করে ফেলেছেন । আমি আপনার পূর্বের কমেন্টেই রিপ্লাই করে দিয়েছি।

ওয়াও আপনি আজ আমাদের মাঝে কোয়ালিটি সম্পন্ন একটি পোস্ট শেয়ার করেছেন,কার্ডবোর্ড ও ক্লে দিয়ে কিউট একটি ওয়ালমেট তৈরি, এই ধরনের পোস্ট করতে হলে সৃজনশীল এবং দক্ষ হওয়া উচিত। আর আপনি ঠিক দক্ষ ভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন প্রতিটি ধাপ অনেক নিখুঁত ভাবে তৈরি করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি কোয়ালিটির পোস্ট শেয়ার করার জন্য

 2 months ago 

আমার শেয়ার করা পোস্টটি আপনার কাছে কোয়ালিটি সম্পন্ন লেগেছে, জেনে খুব ভালো লাগলো ভাই। আমার কাজ করার দক্ষতার প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 2 months ago 

এক কথায় অসাধারণ হয়েছে দাদা। আপনি দারুন সুন্দর করে আজকের ওয়ালমেটটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ওয়ালমেটটি আমার কাছে দারুন লেগেছে। বেশ সুন্দর করে আপনি প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি ওয়ালমেট শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার শেয়ার করা এই ওয়ালমেট টি আপনার কাছে দারুন লেগেছে, জেনে খুব ভাল লাগলো আপু। প্রশংসামূলক এই মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 2 months ago 

আপনার এধরনের ডাই প্রজেক্ট গুলো আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে। আজকের কাজটি আমার কাছে ইউনিক এবং চমৎকার লেগেছে। এই কাজগুলো নিঃসন্দেহে কষ্টকর এবং সময় সাপেক্ষ কাজ। বেশ সময় নিয়ে গুছিয়ে চমৎকার কাজটি উপহার দিয়েছেন, অনেক ধন্যবাদ ভাই কাজটি উপহার দেয়ার জন্য।

 2 months ago 

সেটা তো অবশ্যই ভাই, এ ধরনের কাজগুলো নিঃসন্দেহে অনেকটা কষ্টকর এবং সময় সাপেক্ষ কাজ। যাইহোক, আমার এই কাজটি যে আপনার কাছে ইউনিক এবং চমৎকার লেগেছে, জেনে খুব ভালো লাগলো।

 2 months ago 

আস্তে আস্তে আপনার প্রতিটা কাজ আমার মন ছুয়ে যাচ্ছে। কাটবোর্ড ও ক্লে দিয়ে কিউট ওয়ালমেট তৈরি করেছেন। দেখতেও বেশ দারুণ লাগতেছে। কালার কম্বিনেশনটা অত্যন্ত সুন্দর ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 months ago 

আমার এই কাজের প্রশংসা করার মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা রইল ভাই।

 2 months ago 

কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। এটা সত্যিই দেখতে অনেক কিউট লাগছে। বিশেষ করে কার্টুন দুটো। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার শেয়ার করা এই ওয়ালমেট টি আপনার কাছে কিউট লেগেছে, জেনে খুব খুশি হলাম আপু। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65160.59
ETH 3545.92
USDT 1.00
SBD 2.43