সাদাকালো ম্যান্ডেলার চিত্রাংকন -০৭ || ১০ জানুয়ারি ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।

আজ তোমাদের সাথে একটি চিত্রাংকন শেয়ার করব। এই চিত্রাংকন টি একটি সাদাকালো ম্যান্ডেলার চিত্র অংকন। অনেকদিন হয়ে গেছে তোমাদের সাথে সাদা কালো ম্যান্ডেলার চিত্রাংকন শেয়ার করা হয় না। আজ সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে, খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়লাম চিত্র অঙ্কন করতে। আমি যেহেতু অনেকদিন ধরেই বিভিন্ন ধরনের ম্যান্ডেলার চিত্রাংকন শেয়ার করে থাকি, সেই জন্য এই কাজ করতে এখন আমার খুব একটা কষ্ট হয় না। প্রথমে কিছুটা সময় ভাবতে যায় কি ধরনের ম্যান্ডেলা করব তাই নিয়ে। তারপর একবার যখন ভাবা কমপ্লিট হয়ে যায় তখন মোটামুটি ত্রিশ মিনিটের মধ্যেই আমি চিত্র অঙ্কন কমপ্লিট করতে পারি। যাইহোক আমি কেমন করে চিত্র অংকন টি করেছি তা ধাপে ধাপে নিচে শেয়ার করলাম।

IMG-20221103-WA0145.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
● একটি কালো কালারের বল পেন
● জ্যামিতিক কম্পাস
● জ্যামিতিক স্কেল

IMG-20221103-WA0152.jpg

🐝🐝 প্রথম ধাপ 🐝🐝

জ্যামিতিক কম্পাস এবং কালো বল পেনের এর সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম।

IMG-20221103-WA0155.jpg

🐝🐝 দ্বিতীয় ধাপ 🐝🐝

এখন বৃত্তটির মধ্যে একটি ত্রিভুজ অঙ্কন করে নিলাম এবং ত্রিভুজের মধ্যে পুনরায় দুটি বৃত্ত অঙ্কন করে নিলাম। ত্রিভুজের বাইরের অংশে তিনটি বৃত্তচাপও অংকন করে নিলাম এই ধাপে।
IMG-20221103-WA0154.jpg

🐝🐝 তৃতীয় ধাপ 🐝🐝

সব থেকে বড় বৃত্তের বাইরের দিকে বৃত্তের পরিধির উপর তিনটি ত্রিভুজের মতো অঙ্কন করে নিলাম।
IMG-20221103-WA0153.jpg

🐝🐝 চতুর্থ ধাপ 🐝🐝

ত্রিভুজের মধ্যে অঙ্কন করা বৃত্ত দুটির মধ্যে বিভিন্ন ধরনের ছোট ছোট করে ডিজাইন করে নিলাম কালো বল পেনের সাহায্যে।
IMG-20221103-WA0151.jpg

🐝🐝 পঞ্চম ধাপ 🐝🐝

ত্রিভুজের মধ্যে যে বাকি অংশগুলো ছিল সেগুলোর মধ্যে এই ধাপে আরও অন্য ধরনের কিছু ডিজাইন করলাম।
IMG-20221103-WA0150.jpg

🐝🐝 ষষ্ঠ ধাপ 🐝🐝

এই ধাপে সব থেকে বড় বৃত্তের মধ্যের জায়গাগুলোতে বিভিন্ন ধরনের ডিজাইন করলাম এবং পরিধির বাইরের অংশে যে ত্রিভুজের মতো অঙ্কন করা হয়েছিল সেগুলোর মধ্যেও বিভিন্ন ছোট ছোট ডিজাইন করে দিলাম।

IMG-20221103-WA0149.jpgIMG-20221103-WA0147.jpg

🐝🐝 সপ্তম ধাপ 🐝🐝

সপ্তম ধাপে চিত্র অংকন শেষে নিজের নাম লিখে নিলাম চিত্রের নিচে।

IMG-20221103-WA0148.jpgIMG-20221103-WA0145.jpg

🐝🐝 অষ্টম ধাপ 🐝🐝

চিত্র অংকন সম্পন্ন করে এবং নিজের নাম লেখার পরে ফাইনাল যে আউটপুট টি পেলাম তার একটি চিত্র এটি।

IMG-20221103-WA0145.jpg

বন্ধুরা আজকে শেয়ার করা সাদাকালো ম্যান্ডেলার সপ্তমতম চিত্রাংকন টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

🐝🐝 ধন্যবাদ সবাইকে🐝🐝

Sort:  
 3 years ago 

ম্যান্ডেলার চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম ভাইয়া। আসলে যখন আপনি কোন কাজ বারবার করবেন তখন সবকিছুই সহজ মনে হবে। এই কাজগুলো করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। আর্ট গুলো খুবই নিখুঁত এবং সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। সাদাকালো হওয়াতে আরো বেশি সুন্দর লাগছে।

 3 years ago 

আপনার এত সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago (edited)

বরাবরের মতো আজকের অঙ্কনটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনার সাদাকালো ম্যান্ডেলা আর্ট টি অনেক সুন্দর হয়েছে দাদা।সাদা কালো হলেও ম্যান্ডলা আর্ট টি আমার কাছে প্রশংসা করার মতো সুন্দর ।খুব নিখুঁতভাবে অংকনটি সম্পন্ন করেছেন।আপনার জন্য অনেক শুভকামনা রইল দাদা।

 3 years ago 

হ্যাঁ আপু চেষ্টা করেছি অনেকটা নিখুঁতভাবে অঙ্কন করার। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

খুবই সুন্দর ম্যান্ডেলা চিত্র অঙ্কন করেছেন। চিত্র অংকনটি দেখে আমার খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাই আমার শেয়ার করা সাদাকালো ম্যান্ডেলা টি আপনার ভালো লেগেছে জেনে বেশ খুশি হলাম।

 3 years ago 

বলতে গেলে এক কথার অসাধারণ ছিল আপনার আজকের এই ম্যান্ডেলা আর্ট। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার এই ম্যান্ডেলা আর্ট। খুবই নিখুঁত ভাবে এই আর্ট সম্পূর্ণ করেছেন আপনি। আমার কাছে খুবই ভালো লাগে, ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে। এত সুন্দর একটি আর্ট সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমার শেয়ার করা সাদাকালো ম্যান্ডেলা আর্ট টি নিয়ে এত সুন্দর ভাবে মন্তব্যটি করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার মেন্ডেলা আর্ট গুলো আমার খুবই ভালো লাগে সব সময়। আজকের ম্যান্ডেলা আর্টটি ও আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মেন্ডেল আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আমার অংকন করা ম্যান্ডেলা আর্ট আপনাকে মুগ্ধ করেছে এটা আমার জন্য বেশ আনন্দের বিষয়।

 3 years ago 

আপনার আকাঁ ম্যান্ডেলা আর্টটি খুব সুন্দর লাগছে। আপনার সবগুলো ম্যান্ডেলা আর্টই আমার কাছে খুব ভালো লেগেছে। আর্টটি দেখে মনে হয় আপনি খুব ধৈর্য্য ও সময় নিয়ে এটি এঁকেছেন। তাই এত সুন্দর হয়েছে। যাই হোক আপনার আর্টটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

এই ধরনের ম্যান্ডেলা আর্ট নিখুঁতভাবে করতে গেলে তা একটু ধৈর্যের প্রয়োজন হয়। আমি অনেকদিন ধরে এমন ম্যান্ডেলা চিত্র অঙ্কন করি তাই আমার খুব বেশি সময়ের প্রয়োজন হয় না এগুলো করতে।

 3 years ago 

আপনি খুবই সুন্দর করে একটি ম্যান্ডেলার তৈরি করেছেন। এইরকম আর্ট করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনার আর্ট টি দেখতে দারুন লাগছে। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ ভাই চেষ্টা করেছি ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করার। শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি নিয়ে আপনার সুন্দর মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো।

 3 years ago 

ভাইয়া আপনার মান্ডালা আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। এর আগেও আপনি অনেক মান্ডালা আর্ট শেয়ার করেছেন সেই আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল।আজকের এই আর্ট আরও বেশি সুন্দর লাগে। আমার কাছেও মান্ডালা আর্ট করতে অনেক ভালো লাগে।ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার আজকে শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি আপনার কাছে সুন্দর লেগেছে এছাড়াও আমার আগে শেয়ার করা ম্যান্ডেলা আর্ট গুলোও আপনার ভালো লেগেছিল সেই কথাগুলো এখানে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

সকাল সকাল আনকমন সুন্দর একটি সাদাকালো ম্যান্ডেলার চিত্রাংকন দেখলাম। বৃত্তের ভিতরে ত্রিভুজ অঙ্কন করেছেন। খুব সুন্দর চিন্তা ভাবনা আপনার। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 3 years ago 

খুব সুন্দর একটি ম্যান্ডেলা চিত্র অংকন করেছেন। আমার কাছে এই ধরনের আর্ট খুব ভাল লাগে। আপনি ত্রিভুজ একে তার চারপাশে বৃত্ত একেছেন এবং ছোট ছোট ম্যান্ডেলা করেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে ।ধন্যবাদ দাদা।

 3 years ago 

এত সুন্দর করে সাজিয়ে মন্তব্যটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.10
TRX 0.32
JST 0.032
BTC 110978.61
ETH 3996.88
USDT 1.00
SBD 0.62