আর্ট || গিটারের ম্যান্ডেলা আর্ট [ ০৩ সেপ্টেম্বর ২০২৪]
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি, বিভিন্ন ধরনের আর্ট তোমাদের সাথে শেয়ার করার। তবে বিভিন্ন ধরনের আর্ট এর মধ্যে ম্যান্ডেলা আর্ট করতে আমি একটু বেশি ভালোবাসি। সেইজন্য আমি অধিকাংশ সময়ই তোমাদের সাথে ম্যান্ডেলা আর্ট গুলোই শেয়ার করি। ম্যান্ডেল আর্ট করার ক্ষেত্রে আমি সবসময় এই বিষয়টা খেয়াল রাখি যে, ম্যান্ডেলা আর্টের ভিন্নতা আনার জন্য। আসলে ম্যান্ডেলা আর্ট বিভিন্ন ভাবেই করা যায়। এই জন্য এর ভেরিয়েশন অনেকভাবেই সম্ভব। আজকে আমি তোমাদের সাথে যে ম্যান্ডেলা আর্টটি শেয়ার করবো ,এটি একটি গিটারের ম্যান্ডেলা আর্ট। ম্যান্ডেলা আর্ট গুলো মূলত অনেক সময় ও ধৈর্য নিয়ে করতে হয়। অনেক সময় ও ধৈর্য নিয়ে এই কাজ না করলে কখনো তা নিখুঁতভাবে করা সম্ভব না। আজকের এই ম্যান্ডেলা আর্টটি করতে আমার অনেকটাই সময় লেগেছে। তাছাড়া আমি চেষ্টা করেছি, আর্টটি নিখুঁত ও সুন্দরভাবে করার জন্য। আর্ট তৈরীর প্রত্যেকটি ধাপ আমি নিচে ধাপে ধাপে শেয়ার করলাম। তোমরা যদি কেউ এই আর্টটি শিখতে চাও তাহলে নিচের ধাপ গুলো অনুসরণ করে শিখে নিতে পারো। যাইহোক, তাহলে আর কথা না বাড়িয়ে নিচে প্রত্যেকটি ধাপ দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
●সাদা আর্ট পেপার
●ভিন্ন কালারের স্কেচ পেন
●কালো জেল পেন
●কম্পাস
●পেন্সিল
প্রথম ধাপ
প্রথম ধাপে, পেন্সিলের সাহায্যে একটি গিটারের চিত্র অঙ্কন করে নিলাম এবং কালো জেল পেনের সাহায্যে গিটারের চিত্রটি হাইলাইটস করে নিলাম।
দ্বিতীয় ধাপ
এই ধাপে পেন্সিল ও কম্পাসের সাহায্যে গিটারের উপর চারটি অর্ধবৃত্ত অংকন করে নিলাম।
তৃতীয় ধাপ
এবার প্রথম দুইটি বৃত্তে কালো জেল পেনের সাহায্যে ডিজাইন করে নিয়ে দুইটি ভিন্ন কালারের স্কেচ পেনের সাহায্যে কালার করে নিলাম।
চতুর্থ ধাপ
এই ধাপে আরও বাকি দুইটি বৃত্তে কালো জেল পেনের সাহায্যে ডিজাইন করে নিয়ে দুটি ভিন্ন কালারের স্কেচ পেনের সাহায্যে কালার করে নিলাম।
পঞ্চম ধাপ
এখন গিটারের উপরের অংশে কালো জেল পেনের সাহায্যে কিছু ডিজাইন করে নিয়ে স্কেচ পেনের সাহায্যে তা কালার করে নিলাম এবং গিটারের নিচের অংশে স্কেচ পেনের সাহায্যে কালার করে নিলাম।
ষষ্ঠ ধাপ
এবার সর্বশেষ ধাপে চিত্রের নিচে নিজের নাম লিখে চিত্র অঙ্কনের কাজটি সম্পন্ন করলাম।
🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
চিত্রকর | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
আপনার মান্ডালা আর্টগুলো বরাবরই বেশ ক্রিয়েটিভ হয়ে থাকে। এবারেও সেটার ব্যতিক্রম ছিল না। গিটারের মান্ডালা আর্ট টা বেশ চমৎকার করেছেন ভাই। দেখতে খুবই চমৎকার লাগছে। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওআর জন্য।।
আমি চেষ্টা করি ভাই, আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট গুলো ক্রিয়েটিভ করার জন্য।যাইহোক, আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার তৈরি করা ম্যান্ডেলা আর্ট গুলো বেশ গর্জিয়াস হয় দেখতে অনেক ভালো লাগে। খুব সুন্দরভাবে গিটারের রঙিন ম্যান্ডেলা আর্ট তৈরি করলেন। দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আমি। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
আমার শেয়ার করা এই ম্যান্ডেলা আর্টের এত সুন্দর প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। এই আর্ট টি দেখে আপনি যে মুগ্ধ হয়েছেন তা জেনে খুব খুশি হলাম আমি।
বেশ চমৎকার একটি গিটার তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে দেখানোর চেষ্টা করেছেন ভাইয়া। আমি প্রায় লক্ষ্য করে থাকি আপনি অনেক সুন্দর সুন্দর আর্ট করে দেখান আমাদের। আজকেও ঠিক তেমন একটি আর্ট করে দেখানোর চেষ্টা করেছেন। খুব সুন্দর হয়েছে আপনার আজকের এই আর্ট করা।
আমার শেয়ার করা আজকের এই আর্ট টি যে আপনার কাছে অনেক সুন্দর লেগেছে, এটা জেনে অনেক ভালো লাগলো আপু আমার।আমার শেয়ার করা আর্টের এত সুন্দর প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
গিটারের চমৎকার সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন দাদা। ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার গিটারের ম্যান্ডেলাটি।অনেক সময় ও ধৈর্য লেগেছে বুঝতে পারছি ম্যান্ডেলাটি দেখে।ধাপে ধাপে ম্যান্ডেলা আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
আমার শেয়ার করা গিটারের এই ম্যান্ডেলা আর্ট টি যে আপনার কাছে ভীষণ চমৎকার লেগেছে, এটা জেনে অনেক খুশি হলাম আমি। হ্যাঁ দিদি, অনেক সময় এবং ধর্য নিয়ে এই আর্ট টি করতে হয়েছিল আমাকে।
ওয়াও ভাইয়া আমারতো একদম মাথাটা ঘুরে গেল। কি আর্ট করলেন আজ আপনি। আপনার প্রতিটি আর্টের মধ্যে একটি শৈলপিকতা থাকে। আপনার আর্টগুলো দেখে মনে হয় আপনি চারুকলার একজন দক্ষ আর্টিস্ট। দারুন এঁকেছেন ভাইয়। আমি সবসময় আপনার আর্টগুলো দেখে মুগ্ধ। আজও ঠিক তাই।
এত সুন্দর ভাবে আমার আর্ট করার দক্ষতার প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। অনেক উৎসাহ পেলাম আপু ,আপনার এই মন্তব্যটি পড়ে।
ভাই আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর ভাবে গিটারের ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। ম্যান্ডেলা আর্ট তৈরি করার শেষে চমৎকার ভাবে রং দিয়েছেন দেখে বেশ ভালো লাগলো। আসলে যে কোন জিনিস তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। এত সুন্দর একটা পোস্ট তৈরি করে আমাদের মাঝে পর্দায়ক্রমে স্টেপ গুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আমার শেয়ার করা এই গিটারের ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
আপনার ম্যান্ডেলা আর্ট গুলো সত্যিই অসাধারণ। বরাবরের মতোই খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। খুব নিখুঁতভাবে প্রত্যেকটা ডিজাইন অঙ্কন করেছেন এবং রং করেছেন। পুরো আর্ট টা পারফেক্ট হয়েছে। আপনাকে ধন্যবাদ এত চমৎকার একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা এই আর্ট টি যে আপনার কাছে নিখুঁত এবং পারফেক্ট মনে হয়েছে, এটা জেনে খুব খুশি হলাম আপু আমি। আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ওয়াও অনেক সুন্দর একটা আর্ট করেছেন আপনি আজকে। দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর করে আর্টটি অংকন করার কারণে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। প্রতিনিয়ত এরকম সুন্দর আর্ট গুলো করার চেষ্টা করলে পরবর্তীতে আরো অনেক সুন্দর আর্ট করতে পারবেন আপনি। আশা করছি এরকম সুন্দর আর্ট আপনি সবসময় শেয়ার করবেন আমাদের মাঝে।
আমার শেয়ার করা এই ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার মাধ্যমে আমাকে অনেক অনেক উৎসাহ প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। অনেক ভালো লাগলো ভাই, আপনার এই মন্তব্যটি পড়ে।
দারুণ একটি আর্ট করেছেন ভাই। গিটারের ম্যান্ডেলা আর্টটি খুবই সুন্দর হয়েছে। আপনার আর্ট করার দক্ষতা আসলেই খুব ভালো। তাছাড়া কালার কম্বিনেশনটা পারফেক্ট হয়েছে। সবমিলিয়ে আর্টটি দেখে বেশ ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার আর্ট করার দক্ষতার এত সুন্দর প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। অনেক খুশি হলাম ভাই, আপনার এই সুন্দর মন্তব্যটি পড়ে।
এই ধরনের আর্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনি খুবই চমৎকার একটি গিটারের ম্যান্ডেলা আর্ট করেছেন ভাইয়া। আপনার গিটারের ম্যান্ডেলা আর্ট টি দেখতে আকর্ষণীয় লাগছে।খুবই নিখুঁতভাবে আর্ট টি উপস্থাপন করেছেন। যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি আপু, আর্ট টি নিখুঁতভাবে করার জন্য। এই আর্ট টি যে আপনার কাছে ভীষণ ভালো লেগেছে তা জেনে খুব খুশি হলাম আমি।