"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -৩৮ || ডাই প্রজেক্ট- "টেবিল ঘড়ি তৈরি "

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও মোটামুটি ঠিক আছি।
প্রথমেই আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজকের ব্লগে আমি একটি ডাই পোস্ট শেয়ার করব। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি আমাদের জন্য প্রায় সময় বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এই প্রতিযোগিতা গুলোর মাধ্যমে আমাদের সৃজনশীল কাজগুলোকে মূলত সবার সামনে আনার সুযোগ হয়। সেই জন্য আমরা সবাই অনেক উৎসাহ নিয়ে এই প্রতিযোগিতাগুলোয় অংশগ্রহণ করি। এই প্রতিযোগিতাগুলো থেকে যে সৃজনশীলতা মূলক কাজগুলো সামনে আসে তা সত্যি অবাক করার মত। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকটা মেম্বার তাদের সমস্ত মেধা দিয়েই কাজগুলো করে থাকে। আমাদের কমিউনিটির সবাই এত ভালো কাজ করতে পারে তা সত্যি প্রশংসার যোগ্য। তবে এক্ষেত্রে অন্যান্যদের তুলনায় আমি একটু পিছিয়ে। বিশেষ করে ডাই তৈরির ক্ষেত্রে। এই কাজগুলো করতে বিশেষ করে মেয়েরা একটু বেশি পারদর্শী হয় । এই জন্য মূলত ছেলেরা এদিক থেকে একটু পিছিয়ে থাকে। যাইহোক বেশি ভালো না পারলেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে এই মানসিকতা সবসময় থাকে। সেজন্য কোন প্রতিযোগিতার আয়োজন করা হলে চেষ্টা করি নিজে যতটুকু পারি তাই করে সবার মাঝে উপস্থাপন করার। এইবারের ৩৮ তম প্রতিযোগিতায় আমাদের ডাই পোস্ট করার জন্য বলা হয়েছিল। এই প্রতিযোগিতায় আমি একটি টেবিল ঘড়ি তৈরি করেছি যার ডায়ালে "স্টিম কয়েন" এর লোগো রয়েছে। এই গরমের মধ্যে এই কাজ করা আমার জন্য যথেষ্ট কঠিন ছিল তারপরও অনেকটা পরিশ্রম দিয়ে কাজটা সম্পন্ন করেছি।

InShot_20230608_181933781.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● বিভিন্ন কালারের কাগজ
● কাঁচি
● আঠা
●কার্ডবোর্ড
●জ্যামিতিক কম্পাস ও পেন্সিল
● স্কেল

InShot_20230608_181440641.jpg

প্রথম ধাপ

যেহেতু টেবিল ঘড়ি তৈরি করব সেই জন্য প্রথমে ঘড়ির ডায়াল তৈরি করার জন্য এক টুকরো রঙিন কাগজকের উপর কম্পাস এবং পেন্সিলের সাহায্যে বৃত্ত অংকন করে নিলাম এবং তা পরে কাঁচির সাহায্যে কেটে নিলাম। গোল করে কেটে রাখা রঙিন কাগজের ভিতরে পেন্সিলের সাহায্যে স্টিম কয়েনের লোগো এঁকে নিলাম এবং তা কাঁচির সাহায্যে কেটে নিলাম যেমনটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ।

InShot_20230608_050554732.jpg

দ্বিতীয় ধাপ

এইবার একটি পেপার থেকে ১ থেকে পর্যায়ক্রমে ১২ পর্যন্ত নাম্বার গুলো কেটে নিলাম যেগুলো ঘড়ির ডায়ালে বসাবো।

InShot_20230608_050725503.jpg

তৃতীয় ধাপ

প্রথম ধাপে করে রাখা রঙিন কাগজের উপর এক থেকে পর্যায়ক্রমে বারো পর্যন্ত নাম্বারগুলো বসিয়ে নিলাম চিত্রে যা স্পষ্ট বোঝা দেখা যাচ্ছে।

InShot_20230608_050817612.jpg

চতুর্থ ধাপ

পূর্বের ধাপে করে রাখা ঘড়ির ডায়ালের নিচে একটি অন্য কালারের কাগজ লাগিয়ে নিলাম।

InShot_20230608_182906813.jpgInShot_20230608_051151091.jpg

পঞ্চম ধাপ

ঘড়ির তিন রকমের কাটা অর্থাৎ সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা সাদা কাগজ থেকে কেটে নিলাম।

InShot_20230608_051302536.jpg

ষষ্ট ধাপ

একটা চারকোনা কার্ডবোর্ডে প্রথমে সাদা কাগজ লাগিয়ে নিলাম আঠার সাহায্যে । এরপর সেই কার্ডবোর্ডের চার কোনায় ত্রিভুজ আকৃতির চারটি রঙিন কাগজ লাগিয়ে নিলাম।

InShot_20230608_184221367.jpg

সপ্তম ধাপ

ষষ্ঠ ধাপে প্রস্তুত করা চারকোনা কার্ডবোর্ডের উপর পূর্বে করে রাখা ঘড়ির ডায়ালটি মাঝ বরাবর বসিয়ে নিলাম। ঘড়ির কাঁটা গুলোও এই ধাপে আঠার সাহায্যে লাগিয়ে নিলাম।

InShot_20230608_183511077.jpgInShot_20230608_183558579.jpg

অষ্টম ধাপ

টেবিল ঘড়ি তৈরির সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার পর সেটিকে টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে একটি ছবি তুলে নিলাম।

InShot_20230608_182029174.jpg


আজকের শেয়ার করা ডাই প্রজেক্ট- "টেবিল ঘড়ি তৈরি " তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আরে বাহ্ খুবই সুন্দর টেবিল ঘড়ি তৈরি করেছেন তো, প্রতিযোগিতা উপলক্ষে। প্রতিযোগিতা উপলক্ষে তৈরি করার টেবিল ঘড়ি দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। সংখ্যা গুলো খুবই সুন্দরভাবে লিখেছেন। সব মিলিয়ে অসাধারণ ভাবে এবং অনেক সময় ব্যবহার করে একটি তৈরি করেছেন আপনি দেখে বোঝা যাচ্ছে। একেবারে বাস্তবিক ঘড়ির মত মনে হচ্ছে এটি দেখতে। সত্যি এই প্রতিযোগিতাটির কারণে সবাই নিজেদের সৃজনশীলতা প্রকাশ করতে পারছে, যা দেখতে ভীষণ ভালো লাগতেছে। সম্পূর্ণটা ভীষণ ভালো লেগেছে। আশা করছি সম্মানীয় একটা স্থান অর্জন করতে পারবেন।

 2 years ago 

আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কথাগুলো বলার জন্য। খুবই ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে।

প্রথমত প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন। তোমার তৈরি করা দেয়াল ঘড়িটি দেখতে বেশ সুন্দর লাগছে। তবে একটু কষ্টও লাগছে যে এটা চলছে না। হা হা হা... যাইহোক তোমার আইডিয়াটা একেবারেই ইউনিক। অবশ্যই শুভকামনা রইল তোমার জন্য।

 2 years ago 

যন্ত্র লাগিয়ে দিলে ঠিকই ঘড়িটা চলবে! পরে যন্ত্র লাগিয়ে অন্য একটি ঘড়ি তৈরি করে দেখাবো। যাই হোক কমেন্ট করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার টেবিল ঘড়ির ডাই প্রোজেক্টটি এককথায় দুর্দান্ত হয়েছে ভাই। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ প্রজেক্টটি তৈরি করেছেন। দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমার শেয়ার করা ডাই পোস্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ এত সুন্দর করে আমার ডাই পোস্টের প্রশংসা করার জন্য।

 2 years ago 

বিভিন্ন কালারের কাগজ দিয়ে এমন সুন্দর জিনিস তৈরি করতে যেমন ভালো লাগে ঠিক তার চেয়ে বেশি ভালো লাগে এগুলো দেখতে। আজ আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে ড্রাই প্রজেক্ট করেছেন যেখানে দেয়াল ঘড়ির দৃশ্য তৈরি করে উপস্থাপন করেছেন, যা দেখি আমার খুবই ভালো লেগেছে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি আমার শেয়ার করা ডাই প্রজেক্টটির প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

অন্যদের তুলনায় আপনিও পিছিয়ে নেই ভাই ,অনেক সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন । আমার তো খুবই পছন্দ হয়েছে টেবিল ঘড়িটি। ভাবছি বাড়িতে নিয়ে এসে টেবিলের উপরে রেখে দেবো, হি হি হি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ঠিক আছে দিদি এটি আপনি আপনার বাড়িতে নিয়ে যেতে পারেন আমার কোন সমস্যা নাই। 🤭🤭

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.036
BTC 102859.74
ETH 3457.62
USDT 1.00
SBD 0.55