রঙিন ম্যান্ডেলার চিত্রাঙ্কন-০৫

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও খুব ভালো আছি।

আপনারা যারা আমার ব্লগ গুলো দেখেন তারা সবাই জানেন আমি মাঝে মাঝেই বিভিন্ন রকম ম্যান্ডেলার চিত্রাংকন শেয়ার করে থাকি । আজকের শেয়ার করা রঙিন ম্যান্ডেলার চিত্রটি আমি কিছুদিন আগে করে রেখেছিলাম কারণ দুর্গাপুজোর সময় ঘোরাঘুরি করতে অনেকটা সময় চলে যাবে তাই অন্য ধরনের ব্লগ হয়তো শেয়ার করতে পারব না সেই কথা ভেবে আগে থেকে রেডি করে রেখেছিলাম। এই ম্যান্ডেলার ক্ষেত্রেও একটু অন্যরকম ডিজাইন এবং কালারের কম্বিনেশন আলাদা দেওয়ার চেষ্টা করেছি। আমি কেমন করে এই নতুন রঙিন ম্যান্ডেলা চিত্রটি অঙ্কন করেছি তা ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের শেয়ার করা রঙিন ম্যান্ডেলাটি আপনাদের ভালো লাগবে।

20220930_051836.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
● বিভিন্ন কালারের পেন
● জ্যামিতিক কম্পাস
●পেনসিল

20220930_051938.jpg

🌟🌼🌟প্রথম ধাপ 🌟🌼🌟

জ্যামিতিক কম্পাস এবং পেন্সিলের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম।

20220930_023716.jpg

🌟🌼🌟 দ্বিতীয় ধাপ 🌟🌼🌟

এখন এই বৃত্তের মধ্যে ওই বৃত্তের থেকে কম ব্যাসার্ধের আরও ছয়টি বৃত্ত অঙ্কন করে নিলাম কম্পাস এবং পেন্সিলের সাহায্য নিয়ে।

20220930_023957.jpg

🌟🌼🌟 তৃতীয় ধাপ 🌟🌼🌟

বিভিন্ন কালারের পেনের সাহায্য নিয়ে এবার ছোট যে বৃত্তগুলো ছিল তার দুটিতে ছোট ছোট করে ডিজাইন করে দিলাম।

20220930_025602.jpg

🌟🌼🌟 চতুর্থ ধাপ 🌟🌼🌟

চতুর্থ ধাপে ছোট দুটিবৃত্তের থেকে তুলনামূলক বড় যে বৃত্তটি ছিল তার মধ্যে আরো কিছু নতুন ডিজাইন করে দিলাম।

20220930_030803.jpg

🌟🌼🌟 পঞ্চম ধাপ 🌟🌼🌟

চতুর্থ ধাপে ডিজাইন করা বৃত্তের তুলনায় যে বড়বৃত্তটি ছিল সেই বৃত্তের মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন করে দিলাম বিভিন্ন কালারের কলমের সাহায্য নিয়ে।

20220930_033433.jpg

🌟🌼🌟 ষষ্ট ধাপ 🌟🌼🌟

ষষ্ঠ ধাপে এসে বৃত্তগুলোর বাকি যে অংশ ডিজাইন করা বাদ ছিল সেইগুলোর মধ্যে ডিজাইন করে নিলাম।

20220930_042604.jpg20220930_045513.jpg

🌟🌼🌟 সপ্তম ধাপ 🌟🌼🌟

রঙিন ম্যান্ডেলার চিত্রটি অঙ্কন করা শেষে চিত্রের নিচে নিজের নাম লিখে দিলাম।

20220930_051635.jpg20220930_051756.jpg

🌟🌼🌟 অষ্টম ধাপ 🌟🌼🌟

চিত্র অংকন শেষে, নিজের নাম লেখার পরে ফাইনাল যে আউটপুট টি পেলাম তার একটি চিত্র এটি।
20220930_051836.jpg

আজকের শেয়ার করা রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন । আপনাদের ভালোবাসা সব সময় পেয়েছি আমার আর্ট গুলো শেয়ার করে । আশা করি এই আর্টের ক্ষেত্রেও আপনাদের ভালোবাসা অবশ্যই পাব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন , সুন্দর থাকেন ,হাসিখুশি থাকেন , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকেন , সবার জন্য এই শুভকামনা রইল।

🌟🌼🌟 ধন্যবাদ সবাইকে 🌟🌼🌟

Sort:  
 2 years ago 

রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। খুবই নিখুঁতভাবে এই চিত্রাঙ্কন করেছেন আপনি। খুবই নিখুঁতভাবে এটি অঙ্কন করে তুলে ধরেছেন আমাদের সকলের মাঝে উপস্থাপনা করে। আমি ভীষণ পছন্দ করি এভাবে ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে।

 2 years ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার আর্টের প্রশংসা করার জন্য।

 2 years ago 

ম্যান্ডেলা আমি অনেক পছন্দ করি, আগে নিজেও ম্যান্ডেলা তৈরি করতাম প্রচুর, অসাধারন ছিল আপনার প্রতিটি ধাপ চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন এর কাজগুলো।

ছোট্ট একটি সাজেশন রাখতে পারি, মোবাইলের CamScanner নামে একটি সফটওয়্যার রয়েছে। সেই সফটওয়্যার দিয়ে যদি আপনি লাস্টের আউটপুট ছবিটি স্ক্যান করতে পারেন আরও বেশ ভাল আউটপুট আসবে ছবি তোলার ক্ষেত্রে। আপনার যদি ভাললাগে এটি ব্যবহার করতে পারেন।

 2 years ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সাজেশন দেওয়ার জন্য। আপনি আগে ম্যান্ডেলা আর্ট করতেন কিন্তু এখন কেন করেন না ?? আমিও মাঝে ভেবেছিলাম করবো না আর ম্যান্ডেলা কারণ এই আর্ট গুলো করে পোস্ট করতে অনেকটা সময়ের প্রয়োজন পড়ে।

 2 years ago 

ভাই আপনি খুব সুন্দর করে একটি মেন্ডেলা আর্ট করেছেন। রঙিন এমন মেন্ডেলা আর্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুবই বুদ্ধিমান ভাইয়া, আপনি ব্যস্ত থাকবেন বলেই আগে থেকেই আর্ট গুলো করে রেখেছেন। এবং এখন পোস্ট করছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

মাঝে মাঝে এমন বুদ্ধিমানের মত কাজ করতে হয় আপু। দুর্গাপুজোর কথা মাথায় রেখে আমি এটা অনেক আগে থেকেই করেছিলাম কারণ পুজোর সময় এত ব্যস্ত থাকতে হয় কোন কিছু করার জন্য সময় পাওয়া যায় না। ব্যস্ততার কারণে তাই এই সপ্তাহে সবার পোস্টে আমার কমেন্ট সংখ্যাও অনেক কম হয়ে গেছে।

 2 years ago 

বাহ খুবই অসাধারণ রঙিন ম্যান্ডেলার চিত্রাঙ্কন বানিয়েছেন। দেখতে একদম অসম্ভব ভালো লাগলো আমার। দুর্গাপূজার ব্যস্ততার কারণে আপনি আগে থেকে খুব সুন্দর করে ম্যান্ডেলাটি তৈরি করে রেখেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। হ্যাঁ আপু দুর্গাপুজোর ব্যস্ততার কথা মাথায় রেখেই এমন কয়েকটা আর্ট করে রেখেছিলাম আগে থেকে।

 2 years ago 

খুব সুন্দর একটি রঙিন মেন্ডালার চিত্র একেছেন ভাই খুবই সুন্দর হয়েছে এবনহ গুছিয়ে প্রতিটা ধাপ গুলো উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ভাই।

 2 years ago 

ম্যান্ডেলা তৈরি করতে হলে প্রথমে আমাদের সময়ের গুরুত্ব দিতে হয়। যত সময় বেশি দিব ম্যান্ডেলা টি তত সুন্দরভাবে তৈরি করতে পারব। আর আপনার তৈরি করা ম্যান্ডেলাডি দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

হ্যাঁ এই ধরনের আর্ট করতে হলে একটু বেশি সময়ের দরকার পড়ে। এত সুন্দর করে আর্ট এবং উপস্থাপনার প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

বরাবরের মতই সুন্দর এবং পারফেক্ট হয়েছে। বিশেষ করে ম্যান্ডেলার কালার কম্বিনেশন অসাধারণ লাগছে।

 2 years ago 

বরাবরের মতো সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59264.94
ETH 2604.33
USDT 1.00
SBD 2.38