কসমস ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে ফটোগ্রাফি মূলক একটি পোস্ট শেয়ার করব। আমার আজকে শেয়ার করা ফটোগ্রাফিটি হলো একটি ফুলের ফটোগ্রাফি। তোমাদের সাথে প্রত্যেকদিনই মূলত বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করে থাকি। আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফিটি হলো কসমস ফুলের ফটোগ্রাফি। এই কসমস ফুল মূলত উজ্জ্বল হলুদ ও কমলা, সাদা, বেগুনি,লাল সহ ইত্যাদি আরও বিভিন্ন রঙের হয়ে থাকে। আজকের কসমস ফুলটি হলো উজ্জ্বল হলুদ রঙের। কসমস ফুল আট পাপড়ি বিশিষ্ট হয়ে থাকে এবং মাঝখানে কমলা রঙের অংশ থাকে। এই কসমস ফুল মেক্সিকো অঞ্চলের হলেও এটি বর্তমানে বিশ্বের সব দেশেই দেখতে পাওয়া যায়। কসমস ফুল বর্ষাকাল ও শরৎকালে সবথেকে বেশি ফোটে। মূলত গরম আবহাওয়া ও পর্যাপ্ত রোদ এই ফুল গাছের জন্য খুবই উপযোগী।এই কসমস ফুল গাছ খুব সহজেই জন্মায় এবং কোন যত্ন ছাড়াই বেড়ে ওঠে এই গাছ। এই গাছগুলো বেশ অনেকটাই লম্বা হয়ে থাকে। এবং গাছের পাতাগুলো ধনে পাতার মতো দেখতে হয়ে থাকে। যাইহোক,আমার আজকের শেয়ার করা এই কসমস ফুল গাছের ফটোগ্রাফি আমি একটি বাড়ির সামনে থেকে করেছি। আজকে সকালে আমার একটি কাজে আমি বেরিয়েছিলাম তখন রাস্তা দিয়ে যাওয়ার পথে একটি বাড়ির সামনে এই কসমস ফুল গাছগুলো দেখতে পাই এবং গাছে অনেক অনেক ফুল ফুটেছিল। তখন আমি সেখান থেকে কিছু ফটোগ্রাফি করে নেই। আর যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার শেয়ার করা আজকের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250714_173547.jpg

IMG_20250714_173554_1.jpg

IMG_20250714_173553_1.jpg

IMG_20250714_173553.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  
 2 months ago 

কসমস ফুলের দারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। দারুন দেখতে এই কসমস ফুলের ফটোগ্রাফি গুলি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার বর্ণনা গুলি পড়ে আরো ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 months ago 

কসমস ফুলের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। কসমস ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। দেখেই মুগ্ধ হয়ে গেলাম। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু কসমস ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

কসমস ফুল আমার ভীষণ ভালো লাগে খুবই সুন্দর হয় দেখতে। ভীষণ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে এবং এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে। ধন্যবাদ।

 2 months ago 

কসমস ফুল অনেক বেশি সুন্দর হয়ে থাকে । এই ফুল আমি অনেক বেশি পছন্দ করি৷ আজকে যেভাবে আপনি এত চমৎকারভাবে এই ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এই ফটোগ্রাফি শেয়ার করার মধ্য দিয়ে আপনি খুবই চমৎকারভাবে ফুলটি আমাদের মাঝে শেয়ার করেছেন৷ একই সাথে এখানে ফুলের পাশাপাশি আপনি খুব সুন্দর বর্ণনাও শেয়ার করেছেন৷

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.28
JST 0.035
BTC 101414.57
ETH 3321.86
USDT 1.00
SBD 0.50