সাউথ কলকাতার একটি পুজো প্যান্ডেল থেকে তুলে নিয়ে আসা কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও বেশ ভালো আছি।আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি।

এবছরের মত আমাদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজো অলরেডি শেষ হয়ে গেছে। এই পুজোতে কলকাতার বিভিন্ন প্যান্ডেল ঘুরে ঘুরে আমি দেখেছিলাম এবং অনেক ফটোগ্রাফি করেছিলাম । সেইসব প্যান্ডেল থেকে তুলে নিয়ে আসা বিভিন্ন ধরনের ফটোগ্রাফি কয়েকটি ব্লগে অলরেডি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। পঞ্চমীর দিন উত্তর কলকাতা ঘুরতে গিয়ে একটি প্যান্ডেল থেকে তুলে নিয়ে আসা কিছু ফটোগ্রাফি গত দিনের ব্লগে শেয়ার করেছিলাম। আজ তোমাদের সাথে দক্ষিণ কলকাতার একটি ফেমাস প্যান্ডেল থেকে তুলে নিয়ে আসা কিছু ফটোগ্রাফি শেয়ার করব। পঞ্চমীর দিনই উত্তর কলকাতার কিছু কিছু প্যান্ডেল ঘুরে ঘুরে দেখা শেষে আমি সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে গেছিলাম কালীঘাট মেট্রো স্টেশনে সাউথ কলকাতার পুজো গুলো দেখার জন্য। কালীঘাট স্টেশন থেকে হেঁটে হেঁটে সাউথ কলকাতার কয়েকটি ফেমাস প্যান্ডেল আমি দেখেছিলাম সেদিন। তার মধ্যে অন্যতম একটি প্যান্ডেল ছিল ত্রিধারা সম্মিলনী এর দুর্গোৎসব প্যান্ডেল।

নিচে এই প্যান্ডেল সম্পর্কে বিস্তারিত কিছু বর্ণনা এবং সেখান থেকে তুলে নিয়ে আসা সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম। এই পুজো প্যান্ডেলটিতে প্রায় সাড়ে পাঁচটা সময় গিয়ে পৌঁছেছিলাম আমি। এই প্যান্ডেলের লাইটিং টা অসাধারণ সুন্দর হয়েছিল কিন্তু আমি পুরোপুরি ভাবে তা দেখতে পাইনি কারণ আমি যখন গেছিলাম দিনের আলো তখনো ছিল ।

🏵🏵 ত্রিধারা সম্মিলনী 🏵🏵



ত্রিধারা সম্মিলনীর এবারের পুজো ছিল ৭৬ তম । সাউথ কলকাতার খুবই ফেমাস এই পুজো প্যান্ডেলটি। প্রতিবছরই তারা নানা ধরনের থিম ব্যবহার করে তাদের পুজো প্যান্ডেলে। এবারের তাদের পুজো প্যান্ডেলের থিম ছিল দৌড়। মানুষ বর্তমান সময়ে দৌড়ের উপরে রয়েছে। জীবনে সাকসেসফুল হওয়ার জন্য মানুষ সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য পাগল কিন্তু মানুষের মধ্যে স্থিরতা নেই। তাদের এই থিমের মাধ্যমে এসব বিষয়গুলো তুলে ধরা হয়েছিল। তারা বিভিন্ন গাড়ির স্টিয়ারিং , সিঁড়ি ,চেয়ার ইত্যাদি ব্যবহার করে প্যান্ডেলটির ভিতরে সাজিয়েছিল। তারা মা দুর্গার প্রতিমাটি পিতল দিয়ে তৈরি করেছিল এবার। তাদের এবারের মা দুর্গার মূর্তিটি খুবই অসাধারণ হয়েছিল। সম্পূর্ণ নতুন কনসেপ্ট ব্যবহার করে তারা এটি করেছিল। তারা পুজো প্যান্ডেলের ডেকোরেশনটি এত সুন্দর করে সাজিয়েছিল যা দেখতে মানুষের ঢল নেমেছিল এই পুজো প্যান্ডেলটিতে। অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর এই পুজো প্যান্ডেলটি দেখার সুযোগ হয়েছিল আমার।

থিম: দৌড়

স্থান: সাউথ কলকাতা , ওয়েস্ট বেঙ্গল।
ফটো তোলার তারিখ: ৩০/০৯/২০২২
সময়: বিকাল সাড়ে পাঁচটা
ক্যামেরা পরিচিতি : SAMSUNG
ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin


20220930_171902.jpg

20220930_171307.jpg

20220930_171433.jpg

থিম: দৌড়।
স্থান: সাউথ কলকাতা , ওয়েস্ট বেঙ্গল।
ফটো তোলার তারিখ: ৩০/০৯/২০২২
সময়: বিকাল সাড়ে পাঁচটা ।

20220930_171446.jpg

20220930_171501.jpg

20220930_171714.jpg

থিম: দৌড়।
স্থান: সাউথ কলকাতা , ওয়েস্ট বেঙ্গল।
ফটো তোলার তারিখ: ৩০/০৯/২০২২
সময়: বিকাল সাড়ে পাঁচটা ।

20220930_171739.jpg

20220930_171910.jpg

20220930_172010.jpg

থিম: দৌড়।
স্থান: সাউথ কলকাতা , ওয়েস্ট বেঙ্গল।
ফটো তোলার তারিখ: ৩০/০৯/২০২২
সময়: বিকাল সাড়ে পাঁচটা ।


বন্ধুরা, আজকের শেয়ার করা ত্রিধারা সম্মিলনী দুর্গোৎসব প্যান্ডেল থেকে তোলা কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

🌼🌼ধন্যবাদ সবাইকে🌼🌼

Sort:  
 2 years ago 

ফটোগ্রাফির তুলনা হইনা অসম্ভব সুন্দর ছিল আপনার পুরো ফটোগ্রাফি। আর অনেক গুছিয়ে সব লিখেছেন ভাল লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য । এই পুজো প্যান্ডেল থেকে আরো অনেক ফটোগ্রাফি করেছিলাম ।সেই ফটোগুলোর মধ্যে বেছে বেছে এই ভালো ফটোগ্রাফি গুলোই আজ শেয়ার করলাম আপনাদের সবার সাথে।

 2 years ago 

পূজা প্যান্ডেলের কিছু গুরুত্বপূর্ণ জিনিস কে ঘিরে আপনি অনেক সুন্দর ভাবে কিছু ফটোগ্রাফি করেছেন। যেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে কমেন্টটি করার জন্য।

 2 years ago 

প্যান্ডেল টি আসলে খুব সুন্দর। চমৎকারভাবে ডেকোরেশন করেছে। তার পাশাপাশি আপনি দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি জাস্ট অসাধারণ হয়েছে।

 2 years ago 

এত চমৎকারভাবে সাজিয়ে গুছিয়ে আমার তোলা ফটোগ্রাফি এবং উপস্থাপনার প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

সাউথ কলকাতার ত্রিধারা সম্মিলনী ক্লাবের পূজো নিয়ে আমি অলরেডি কনটেস্টে একটা পোস্ট করেছি। এই ক্লাবের মারাত্মক রকম ভিড় হয় আর এই বছর তো ক্লাবে ঢোকার মতই অবস্থা ছিল না। অনেক জোরজবস্তি করে ফটো তুলেছিলাম এই বছর। ফটোগ্রাফি গুলো বেশ ভালো হয়েছে।

 2 years ago 

হ্যাঁ আমি আপনার পোস্টটি দেখেছি, খুবই সুন্দর করে সাজিয়েছেন আপনি আপনার পোস্টটি । এখানে অনেক ভিড় হয়ে গেছিল আমি যেদিন গেছিলাম সেদিনও।

 2 years ago 

পূজা মন্ডপের থিমগুলো খুবই চমৎকার দাদা। আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। আসলে কলকাতা শহরে যে সমস্ত পূজা মন্ডপ হয় খুবই মনমুগ্ধকর। অসাধারণ থিম শৈলী। আপনার মাধ্যমে এত সুন্দর একটি ফটোগ্রাফি দেখে নিজেকে ধন্য মনে করছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

হ্যাঁ দাদা কলকাতার পুজো গুলো অনেক বড় করে হয় এবং বিভিন্ন পুজো প্যান্ডেলে প্রতিবছর ভিন্ন ভিন্ন থিম করে দর্শনার্থীদের নজর কেড়ে নেয়।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64182.74
ETH 2768.00
USDT 1.00
SBD 2.66