স্মার্ট বাজারে

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।
কয়েকদিন আগে আমার এক পুরনো বন্ধু ভোপাল থেকে আমাদের এইখানে এসেছে। ভোপালে মূলত সে পড়াশোনা করার জন্যই থাকে। আসার পর থেকেই বিভিন্ন কারণে কয়েকদিন সে খুব ব্যস্ত ছিল। তার ব্যস্ততা শেষ হলে আমি তাকে আমার সাথে একদিন বের হতে বলি। আমি মূলত তাকে বের হতে বলেছিলাম আমার আই টেস্ট করাতে যাব এই জন্য । আমার একটি নতুন চশমা বানাতে হবে তাই চশমা বানানোর আগে একবার টেস্ট করে শিওর হয়ে নিতে চেয়েছিলাম চোখের পাওয়ারের কমবেশি কোন কিছু হয়েছে কিনা এই ব্যাপারটা । নতুন চশমা বানানোর আগে এই ব্যাপার টা মাথায় রাখা উচিত । এজন্যই তাকে সাথে নিয়ে গেছিলাম লেন্সকার্ট নামক একটি চশমার শোরুমে । লেন্সকার্ট বেশ ভালো একটি জায়গা। এখানে গিয়ে ফ্রেম না কিনলেও ফ্রিতে আই টেস্ট টা করে দেয়।

20230217_200824.jpg

20230217_200759.jpg

যাই হোক আমি আমার বন্ধুকে নিয়ে চলে গেলাম আমাদের বাড়ি থেকে মোটামুটি তিন কিলোমিটার দূরের একটি জায়গায় যেখানে লেন্সকার্ট রয়েছে। সেখানে যাওয়ার পর আমরা কিছু কিছু ফ্রেম দেখলাম। দুই একটি পছন্দও হলো তারপর আমরা লেন্সকার্টে থাকা অপটিশনদের বললাম আমাদের আই টেস্ট করাতে হবে। তারা কিছু সময় আমাদের বসতে বলে। তারপর তারা আমাদের কিছুটা সময় দিয়ে আই টেস্ট করিয়ে দেয়। আই টেস্ট করা শেষ হলে দেখা যায় কারোর চশমার পাওয়ারের কোন পরিবর্তন আসেনি। আই টেস্ট সম্পন্ন হলে সেখান থেকে বের হয়ে , আমি আমার বন্ধুকে বলি বারাসাতের আগের বিগ বাজার এখন স্মার্ট বাজার হয়েছে এবং আগের থেকে অনেক সুন্দর করে সাজিয়েছে । আমি আমার বন্ধুকে আরও বলি সেখানে গিয়ে একটু ঘুরে আসলে বেশ ভালো লাগবে আমাদের । যেহেতু লেন্সকার্ট থেকে বেশ খানিকটা হেঁটে যেতে হবে তাই প্রথমে আমার বন্ধু যেতে চাইছিল না। আমি একপ্রকার জোর করেই তাকে সেখানে নিয়ে যাই । প্রথম বার স্মার্ট বাজারে ঢুকে সেও বেশ অবাক হয়ে যায় ।

20230217_200802.jpg

20230217_200923.jpg

তার ভোপালে যাওয়ার আগে এই জায়গাটি এতটা সুন্দর ছিল না এখন যতটা সুন্দর হয়েছে। স্মার্ট বাজারে ঢুকে দেখি সবকিছুতে বেশ অফার চলছিল । সেই অফার গুলো দেখে আমাদের অনেক কিছুই কিনতে ইচ্ছা করছিল কিন্তু সেদিন সেভাবে আমরা কোন প্ল্যান করে যায়নি বাড়ির কোন কিছু কেনার জন্য। যাই হোক আমরা সেখানে ঘুরে ফ্রুট জুসের প্যাকেটে কিছুটা অফার পায়। এই ফ্রুট জুস যদি আমরা বাইরের কোনো দোকান থেকে কিনতে যাই তাহলে এর দাম অনেকটাই বেশি নেয়। এখানে ফিফটি পার্সেন্ট অফারে চলছিল তাই আমি এবং আমার বন্ধু দুজনে মিলে ঠিক করি আমরা দুটি এই ফলের জুস কিনে নিয়ে যাব। তাহলে একটির দামে আমরা দুটি পেয়ে যাব যেহেতু ফিফটি পার্সেন্ট অফ দিচ্ছে সেই জন্য। সেখান থেকে আমরা দুজনের জন্য দুটো ফলের জুস কিনে নি। জুস ছাড়াও আমি আমার নিজের জন্য দুটি ব্রাশও কিনেছিলাম। কয়েকদিন পর ট্যুরে যেতে হবে সেই জন্যই মূলত নতুন ব্রাশ কিনেছিলাম । বাইরে কোথাও গেলে পুরনো ব্রাশ নিয়ে যাওয়া আমার কাছে ভালো লাগে না।

20230217_201011.jpg

20230217_201029.jpg

সেখানে কেনাকাটা শেষ করতে আমাদের বেশি সময় লাগে নি কিন্তু বিল করার সময় আমাদের অনেকটা সময় লেগেছিল কারণ বিল কাউন্টারে বেশ কিছুটা ভিড় ছিল। আমরা আমাদের কেনা জিনিসের বিল করার পরও স্মার্ট বাজারের বিভিন্ন জায়গায় একটু ঘুরে ঘুরে দেখেছিলাম বেশ ভালই লাগছিল। যাই হোক দুই বন্ধু মিলে সেখানে ঘুরাঘুরি শেষ করে আমরা শপিংমলের নিচে এসে টুকটাক একটু ফটোগ্রাফিও করে নি নিজেদের। তারপর সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে বারাসাত স্টেশনে যাই । বাড়ি ফেরার সময় আমরা ট্রেনে করেই বাড়ি ফিরি।

পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল পোস্ট
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।

আজকের শেয়ার করা ব্লগ টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার পোস্ট পড়ে অনেক কিছুই জানতে পারলাম।আপনি ঠিক করেছেন নতুন চশমা বানানোর আগে টেস্ট করে নেওয়াই অনেক ভালো। আসলে ভাইয়া স্মার্ট বাজার অফার গুলো শুনে আমারি মনে চাচ্ছে কিছু কিনতে হা হা হা। আর দিন যতো যায় সব কিছুই উন্নতি হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ স্মার্ট বাজারে কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু আগে থেকে চোখ টেস্ট না করালে যদি পাওয়ার চেঞ্জ হয়ে যায় তাহলে নতুন চশমা বানানো বেকার হয়ে যাবে। এইসব শপিংমলের বাজারগুলোতে বেশ ভালই অফার দেয়। অফার দেখে আমারও অনেক কিছু কিনতে ইচ্ছা করে ।

 3 years ago 

বন্ধুকে নিয়ে বেরিয়েছেন জেনে খুবই ভালো লাগলো।আসলে চোখ অনেক সেনসিটিভ। চোখে কিছু করার আগে ভালো করে টেস্ট করে নেওয়া ভালো। বন্ধু সহ স্মার্ট বাজারে গিয়ে ফ্রুট জুস আর ব্রাশ কিনেছেন । বারাসাত জায়গাটি নাম আমি অনেক আগে শুনেছিলাম। ধন্যবাদ আমাদের সাথে স্মার্ট বাজারে যাওয়ার মুহূর্ত গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

ব্রাশ কেনা জরুরী ছিল আর ফ্রুট জুস অফারে পেয়েছিলাম সেজন্যই কিনেছিলাম।

 3 years ago 

বন্ধুকে নিয়ে স্মার্ট বাজারে গিয়ে তাহলে বেশ ভালো সময় উপভোগ করেছেন। আর এটা ঠিক বলেছেন চোখের চশমা চেঞ্জ করার ক্ষেত্রে আগেই চোখের চেকআপটা করিয়ে নিতে হয়। তাহলে খুব ভালোই হয়। যাইহোক আপনারা দুজনেই সেখানে গিয়ে ফ্রিতে চেকআপ করিয়েছেন এবং তারপর আবার স্মার্ট বাজারে গিয়েছেন। যেহেতু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পেরেছেন তাহলে সেখান থেকে তো ভালোভাবেই কিছু জিনিস শপিং করা যেত। যাই হোক যেহেতু প্রস্তুতি নিয়ে যাননি সেই হিসেবে যা নিয়েছেন সেক্ষেত্রে লাভবান হয়েছেন আশা করি।

 3 years ago 

হ্যাঁ ভাই ফ্রিতে চোখ চেকআপ করানো যায়, এটার জন্য খুব সুবিধা হয় আমাদের। স্মার্ট বাজারে গিয়ে অফারে ফ্রুট জুস কিনে বেশ লাভবান হয়েছিলাম ভাই।

 3 years ago 

আমাদের এদিকে এমন কিছুই নেই। থাকলে তো অনেক বেশি উপকৃত হতাম ধন্যবাদ।

 3 years ago 

স্মার্ট বাজারে বন্ধুর সাথে গিয়ে কেনাকাটা করলেন ফ্রুট জুস আর ব্রাশ।জি একদম ঠিক বলেছেন ভাইয়া,চশমা নেওয়ার ক্ষেত্রে আগে টেস্ট করা জরুরি।ফিফটি পার্সেন্ট অফ,এরকম ছাড় হলে তো বেশ ভালো হয়। সুন্দর পোস্টটি লিখেছেন।ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

চশমা নেওয়ার ক্ষেত্রে, আগে আই টেস্ট করে নেওয়া উচিত কাজ। আপু আমাদের এইখানের শপিংমলগুলোতে মাঝে মাঝে এরকম ভালো অফার পাওয়া যায়।

 3 years ago 

ভাইয়া আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়। লেন্সকার্ট চশমার শোরুমে গিয়ে ফ্রেম না কিনে ফ্রিতে আই টেস্ট টা করে নিলেন। সেখানে থেকে আবার স্মাট বাজারে গিয়ে ঘুরাঘুরি করে সুন্দর সময় কাটিয়েছেন। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

হি হি হি 🤣 এই বুদ্ধি প্রয়োগ করে মাঝে মাঝে ফ্রিতেই আই টেস্ট করিয়ে থাকি আমি।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 114441.87
ETH 4137.22
USDT 1.00
SBD 0.58