সাদাকালো ম্যান্ডেলার চিত্রাংকন -০৫|| ১০ নভেম্বর ২০২২

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।

তোমাদের সাথে কিছুদিন আগে রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন শেয়ার করেছিলাম কিন্তু অনেকদিন হয়ে গেছে সাদাকালো কোন ম্যান্ডেলার চিত্রাংকন শেয়ার করা হয় না । তাই ভাবলাম আজ সাদাকালো ম্যান্ডেলার চিত্রাঙ্গন শেয়ার করা যাক। সাদা কালো ম্যান্ডেলার চিত্রাংকন এবং অন্যটি রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন হিসাবে আমি তোমাদের সাথে পর্বের আকারে ম্যান্ডেলাগুলো শেয়ার করে থাকি। ম্যান্ডেলার চিত্রাংকন গুলো শেয়ার করার পর তোমাদের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাই। তোমাদের অনেক ভালো লাগে জেনে আমি এগুলো নিখুঁতভাবে অঙ্কন করে শেয়ার করার চেষ্টা করি। আমি এই চিত্রাংকন গুলো ধাপে ধাপে শেয়ার করি যার ফলে সবারই বুঝতে সুবিধা হয় আমি কেমন করে চিত্রটি অঙ্কন করেছি। অনেক কথা বলা হল এই বার চিত্রাংকনের ধাপগুলো পরপর দেখে নেওয়া যাক।

IMG-20221103-WA0202.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
● একটি কালো কালারের বল পেন এবং একটি কালো কালারের মার্কার পেন।
● জ্যামিতিক কম্পাস

IMG-20221103-WA0205.jpg

🌲🍀🌲 প্রথম ধাপ 🌲🍀🌲

জ্যামিতিক কম্পাস এবং কালো বল পেনের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম।
IMG-20221022-WA0033.jpg

🌲🍀🌲 দ্বিতীয় ধাপ 🌲🍀

এখন এই বৃত্তের মধ্যে ওই বৃত্তের থেকে কম ব্যাসার্ধের আরও ছয়টি বৃত্ত অঙ্কন করে নিলাম কম্পাস এবং কালো বল পেনের সাহায্য নিয়ে।

IMG-20221103-WA0206.jpg

🌲🍀🌲তৃতীয় ধাপ 🌲🍀🌲

কালো বল পেন এবং কালো মার্কার পেনের সাহায্য নিয়ে সবথেকে ছোট যে বৃত্তগুলো ছিল তার তিনটিতে ছোট ছোট করে ডিজাইন করে দিলাম।
IMG-20221103-WA0203.jpg

🌲🍀🌲 চতুর্থ ধাপ 🌲🍀🌲

চতুর্থ ধাপে ছোট তিনটি বৃত্তের থেকে তুলনামূলক বড় যে
দুটি বৃত্ত ছিল তার মধ্যে আরো কিছু নতুন ডিজাইন করে দিলাম কালো বলপেন এবং কালো মার্কার পেনের সাহায্যে ।

IMG-20221103-WA0204.jpg

🌲🍀🌲পঞ্চম ধাপ🌲🍀🌲

পঞ্চম ধাপে এসে বৃত্তগুলোর বাকি যে অংশ ডিজাইন করা বাদ ছিল সেইগুলোর মধ্যে ডিজাইন করে নিলাম পূর্বে ব্যবহার করা দুই প্রকার পেন এর সাহায্যে।

IMG-20221103-WA0197.jpg

🌲🍀🌲 ষষ্ট ধাপ 🌲🍀🌲

সাদা কালো ম্যান্ডেলার চিত্রটি অঙ্কন করা শেষে চিত্রের নিচে নিজের নাম লিখে দিলাম।

IMG-20221103-WA0201.jpgIMG-20221103-WA0200.jpg

🌲🍀🌲সপ্তম ধাপ🌲🍀🌲

চিত্র অংকন শেষে এবং নিজের নাম লেখার পরে ফাইনাল যে আউটপুট টি পেলাম তার একটি চিত্র এটি।

IMG-20221103-WA0202.jpg

আজকের শেয়ার করা সাদা কালো ম্যান্ডেলার পঞ্চমতম চিত্রাংকনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম। যাইহোক সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

🌲🍀🌲 ধন্যবাদ সবাইকে 🌲🍀🌲

Sort:  
 2 years ago 

ওয়াও অসাধারণ আপনি খুব সুন্দর করে ম্যান্ডেলা চিত্রাংকন বানিয়েছেন। সাদাকালো ম্যান্ডেলা আর্ট আমার কাছে খুব ভালো লাগলো। আমি কিছুদিন আগে একটি মেয়ের ম্যান্ডেলা আর্ট করলাম। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে ম্যান্ডেলা আর্ট উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর করে কথাগুলো বলার জন্য। আপনার অংকন করা একটি মেয়ের ম্যান্ডেলা আর্ট টি আমি যদিও দেখিনি, সময় করে আপনার শেয়ার করা আর্ট টি আমি দেখে নেব।

 2 years ago (edited)

ম্যান্ডেলার ছবিটা খুব সুন্দর হয়েছে। ছবির ধাপ গুলো দেখে বোঝা যাচ্ছে ম্যান্ডেলা আঁকতে অনেক ধৈর্যের দরকার। ধৈর্য না থাকলে এমন ভাবে নিখুঁত ম্যান্ডেলা আঁকা সম্ভব না। ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর ম্যান্ডেলা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চিত্রাংকনের ক্ষেত্রে আমার ধৈর্য নিয়ে এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

সুন্দর একটি সাদা কাল ম্যান্ডালা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। খুব নিখুতভাবে আপনি ম্যান্ডালা আর্টি একেছেন।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আপনার ম্যান্ডেলা চিত্র অঙ্কন দেখে আমি সত্যি খুব মুগ্ধ হলাম। আপনি খুব সুন্দর করে অত্যন্ত নিখুঁতভাবে ভাবে আটিস্টি উপস্থাপন করেছেন। দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার চিত্র অঙ্কনটি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন জেনে বেশ ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ।

 2 years ago 

আপনার আজকের মেন্ডেলাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে এটি মেন্ডেলা হলেও দেখতে কিন্তু থ্রিডি আর্টের মতোই দেখাচ্ছে। এই কাজগুলো করতে খুব বেশি সময় দিয়েই করতে হয়। যার কারণে সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। খুব ভালো লেগেছে ভাইয়া।

 2 years ago 

থ্রিডি একটি ম্যান্ডেলা আর্ট আমি অনেকদিন আগে শেয়ার করেছিলাম, এটি যদিও থ্রিডি ছিল না। হ্যাঁ আপু এই আর্ট গুলো করতে একটু সময় বেশি লাগে।

 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আসলে ম্যান্ডেলা আর্ট তৈরি করতে হলে অনেক সময় এবং দক্ষতার প্রয়োজন হয়। আপনি তো ছোট্ট একটি বৃত্তের মাঝে অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাই দক্ষতা এবং সেই সাথে অনেকটা সময় দরকার পড়ে এই ধরনের আর্ট করতে। সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61098.42
ETH 2470.86
USDT 1.00
SBD 2.64