জেনারেল রাইটিং || সমাজের কল্যাণের জন্য আমাদের যা করণীয়
নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই ভালো আছো। আমিও ভালো আছি। |
---|
আমরা সামাজিক জীব এবং সমাজে দলবদ্ধভাবে আমরা বসবাস করে থাকি। তাই সমাজের উন্নতি করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কারন আমরা তো সমাজের থেকে আলাদা না। সমাজের একটা অংশ, আমরা প্রত্যেকটি মানুষই। সমাজ যত উন্নতির দিকে যাবে অথবা সমাজের যত কল্যাণ হবে, ততই আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো সবাই মিলে। এই সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু দায়িত্ব রয়েছে। আর সেই দায়িত্ব গুলো আমাদের যথাযথভাবে পালন করা উচিত।
প্রথমে বলতে গেলে আমাদের সমাজে উন্নতির জন্য শিক্ষার প্রসার ঘটাতে হবে। শিক্ষা ক্ষেত্রে উন্নতির জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং প্রত্যেকের পরিবার থেকে তাদের সন্তানদের শিক্ষার জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে দিতে হবে। আর যারা পড়াশোনা করার সঠিক সুযোগ পাচ্ছে না, তাদেরকেও সাহায্যের মাধ্যমে এই ব্যবস্থা করে দেওয়া সমাজের মানুষেরই দায়িত্ব। সমাজে ন্যায় প্রতিষ্ঠিত না হলে সমাজ বিশৃংখল হয়ে ওঠে। তাই সমাজ সুন্দর করে পরিচালনা করার জন্য ন্যায় ব্যবস্থার প্রতি আমাদের যত্নশীল হতে হবে। প্রত্যেকেই যেন সমান ন্যায় পায় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। সমাজে প্রত্যেকটি মানুষ সমান এবং সমান অধিকার রয়েছে, এই ব্যাপারে কোন আপোষ করলে চলবে না।
তাছাড়া আমাদের এই সমাজের উন্নতি করার জন্য সমাজের পরিবেশটা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষার জন্য আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাতে পারি। বায়ু দূষণ, জল দূষণ এবং মাটি দূষণ যেন না হয়, সেই ব্যাপারে সচেতনতা বাড়িয়ে তুলতে হবে সবার মধ্যে। কারণ এই সব কিছু নিয়েই আমাদের সমাজ ব্যবস্থা। তাছাড়া আমাদের সমাজের যে দরিদ্র মানুষগুলো রয়েছে, তাদের সহায়তার মাধ্যমে তাদের জীবনটাকে আমারা কিছুটা উন্নত করতে পারি।
সমাজ উন্নতির আরও একটা বড় জিনিস হলো, স্বাস্থ্য ব্যবস্থা। আমাদের সমাজে বসবাসকারী মানুষ যদি কোনো কারণে অসুস্থ হয় আর চিকিৎসা সঠিকভাবে না পায় তাহলে সমাজ ব্যবস্থাই ব্যাহত হবে। তাই প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য যা করণীয়, সেটি নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত ডাক্তার এবং হসপিটাল যেন সমাজে থাকে, সে ব্যবস্থা করা প্রয়োজনীয়। এই ক্ষেত্রে যদিও সরকারের সাহায্যের প্রয়োজন রয়েছে। আমাদের এই সমাজে আমরা স্বেচ্ছাসেবার মাধ্যমে সমাজের বিভিন্ন ছোট বড় দুর্নীতি দমন করতে পারি। সবাই যদি যে যার জায়গায় ভালো হয়ে থাকে, তাহলে সমাজব্যবস্থাটা এমনিই সুন্দর হয়ে উঠবে।
আমাদের সমাজে যেসব অপরাধীরা ঘুরে বেড়ায়, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আসলে শাস্তির আওতায় তাদের না নিয়ে আসলে তারা সমাজটাকে আরও বিশৃঙ্খল করে তুলবে যা আমাদের প্রত্যেকের জন্যই সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের নাগরিক যে দায়িত্ব, সেই সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন হলে আমরা আমাদের সমাজব্যবস্থাটাকে আরও উন্নত, সুন্দর করে তুলতে পারবো। তাছাড়া আমাদের করা সুন্দর কাজ আমাদের পরবর্তী প্রজন্মকেও সুন্দর করে বেঁচে থাকার সুযোগ করে দেবে এই সমাজে।
পোস্ট বিবরণ
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
লোকেশন | বারাসাত , ওয়েস্ট বেঙ্গল। |
সমাজের উন্নয়ন সাধন করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি সমাজের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ কাজ করা আরো বেশি জরুরী। আপনার লেখাগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল ভাইয়া। বেশ ভালো লেগেছে লেখাগুলো পড়ে। অনেক শিক্ষনীয় বিষয় তুলে ধরেছেন।
আমার শেয়ার করা লেখা গুলো যে আপনার কাছে ভীষণ ভালো লেগেছে, সেটা জেনে অনেক খুশি হলাম আপু আমি। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আজকে আপনি খুব সুন্দর একটি মূল্যবান পোস্ট করেছেন। এই সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সবাই কিছু না কিছু দায়িত্ব রয়েছে কথাটি ঠিক বলেছেন। তবে প্রথমে শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে। আর যেসব লোক অপরাধের সাথে জড়িত তাদেরকে সচেতন করতে হবে নয়ত বা বিচারের আওতা আনতে হবে। আর সুস্থ সমাজ যদি গড়ে তুলতে পারে তাহলে সমাজের কল্যাণ আসবে। সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।।
আমার শেয়ার করা এই পোস্টটি যে আপনার কাছে সুন্দর লেগেছে তা আমার জন্য অনেক আনন্দের বিষয় । খুব ভালো লাগলো ভাই, আপনার এই প্রশংসা মূলক মন্তব্যটি পড়ে।
খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে সমাজের কল্যাণের জন্য আমাদের সবসময় এগিয়ে আসা উচিৎ৷ যদি আমরা এই সমাজের কোন কল্যাণে এগিয়ে আসতে না পারি তাহলে কখনোই সমাজের যেসকল কাজগুলো রয়েছে সেগুলো এগিয়ে যেতে পারবেনা ৷ আমাদেরকেই উদ্যোগ গ্রহণ করে সবকিছুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে৷ ধন্যবাদ এই সুন্দর পোস্ট শেয়ার করার জন্য৷
আমার শেয়ার করা এই পোস্টটির প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আপনার এই সুন্দর মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো আমার।
আসলে ভাইয়া আমরাই পারি সমাজকে কল্যাণের দিকে নিয়ে যেতে। তাই আমাদের সবার উচিত সমাজে কিভাবে উন্নতি হয় সেদিকে এগিয়ে যাওয়া ।আমরা যদি সবাই নিজের দায়িত্ব গুলো ঠিক মত পালন করতে পারি তাহলে সমাজ শ্রীর্ঘই উন্নতির দিকে এগিয়ে যাবে।আপনার পোস্ট করে অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।
আমার এই পোস্টটি পড়ে যে আপনার অনেক ভালো লেগেছে, সেটা জেনে অনেক খুশি হলাম আপু আমি। ধন্যবাদ আপনাকে, আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।