ফটোগ্রাফি|| গ্রামে শীতের সকাল

in আমার বাংলা ব্লগ8 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি। আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম।

InShot_20231210_091435314.jpg

বাংলাদেশ ভ্রমণে এসেছি প্রায় এক সপ্তাহের বেশি সময় হয়ে গেছে। এখানে এসে মনের মত করে ঘোরার সুযোগ প্রথম দিক থেকে পাইনি বৃষ্টির কারণে। গতকাল থেকে ওয়েদার টা বেশ ভালো সেই জন্যে টুকটাক চারপাশে ঘোরাঘুরি করার সুযোগ পাচ্ছি একটু। বর্তমানে বাংলাদেশের একটি গ্রামে আমি অবস্থান করছি আমার এক আত্মীয়র বাড়ি, সেটা আগেও জানিয়েছি। যাই হোক আজ সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ছিলাম তবে ঘর থেকে বেরিয়ে বাইরে প্রচন্ড কুয়াশা দেখতে পেয়ে আবার ঘরের মধ্যে চলে যাই। শীতের সকালে কুয়াশা থাকলে শীত শীত ব্যাপারটা ভালো ভাবে মনে হয়। আজ একটু বেশি ঠান্ডাও পড়েছিল এই কুয়াশার কারণে। যাই হোক কিছু সময় পর আবার পুনরায় ঘর থেকে বেরিয়ে যাই এই কুয়াশা মাখা সকালটাকে উপভোগ করার জন্য।

20231210_070727.jpg

বাড়ি থেকে বের হওয়ার আগে মোটা সোয়েটার এবং গলায় মাফলার পরে নি কারণ বেশ ঠান্ডাই লাগছিল । বাড়ি থেকে বের হয়ে প্রথমে এই বাড়ির পুকুর পাড়ে এসে দেখি এই পাড় থেকে অন্য পাড়ের দৃশ্য দেখা যাচ্ছে না এই কুয়াশার কারণে । পুকুরটি অনেকটাই বড় তবে অন্যদিন খুব স্পষ্ট ভাবে এই পাড় থেকে অন্য পাড় ভালোভাবে দেখা যায়। আমি পুকুর পাড়ে এসে সুন্দর করে একটি ফটোগ্রাফি করে নিই।

20231210_071942.jpg

20231210_070747.jpg

তারপর পুকুরপাড় দিয়ে এগিয়ে একটু সামনের দিকে যাই। এই বাড়ির এরিয়ার মধ্যে অনেক বাগান রয়েছে, মানে বিভিন্ন গাছ-গাছালিতে ভরা। বাগানের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেখান থেকে দুটি ফটোগ্রাফি করে নি। দুইদিন আগে বাগানের পাশে অনেকগুলো শিয়াল দেখেছিলাম যা তোমাদের আগের একটি ব্লগে জানিয়েছিলাম।

20231210_074157.jpg

20231210_074230.jpg

20231210_081744.jpg

20231210_073523.jpg

শীতের এই সকালে অন্যরকম একটা ওয়েদার পেয়েছিলাম আজ। শীতের সকালে গ্রামটাকে খুব সুন্দর করে উপভোগ করা যায়। সেই জন্য আমি গ্রামের রাস্তার দিকে বেরিয়ে পড়ি যেখান থেকে গ্রামটাকে ভালো করে দেখতে পারব । তারপর সেখানে গিয়েও কিছু ফটোগ্রাফি করে নি। শীতের সকালে গ্রামের মানুষের ছোটাছুটিও দেখা যাচ্ছিল এই রাস্তায় দাঁড়িয়ে।

20231210_073432.jpg

20231210_073401.jpg

20231210_073354.jpg

20231210_074127.jpg

20231210_074031.jpg

20231210_073727.jpg

রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে খাল। রাস্তার পাশে দাঁড়িয়ে এই খালের দৃশ্য দেখতেও বেশ সুন্দর লাগছিল। এরপর সামনে দিকের ঘেরের পাশে ছিল বিল। এখানে গিয়ে গ্রামের অন্য আর এক সৌন্দর্য দেখা যাচ্ছিল। এখানে জমিতে ধানের চারা করার জন্য ধান ছিটানো ছিল। এছাড়াও উঁচু জমির আলে লাগানো ছিল বিভিন্ন ধরনের সবজি। এখানে আমি অনেকটা সময় কাটাই । বেশ সুন্দর লাগছিল এখান থেকে চারপাশের দৃশ্য । খোলামেলা পরিবেশ, ঠান্ডা হাওয়া, কুয়াশা মাখা সকাল সব কিছু মিলে এক অন্যরকম ব্যাপার হয়ে উঠেছিল । এখানে বেশ কিছুটা সময় আমি থেকে বেশ কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম।



ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: নড়াইল, বাংলাদেশ ।



বন্ধুরা, গ্রামের শীতের সকালের কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো টা কমেন্টে করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 8 months ago 

কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে পুরো পরিবেশটাই কেমন হয়ে গিয়েছিল। কাল থেকে রোদের দেখা পাওয়া গেল! আর শীতের সকালে কুয়াশা ভেজা সবকিছু দেখতেও ভালো লাগে। আপনি উপভোগ করছেন হয়তো। আসলে এসময়ে ঠান্ডা পরিমাণটাও বেশি এজন্য সাবধানে থাকা জরুরি।

 8 months ago 

কয়দিন ধরে সকালে একটু বেশি ঠান্ডা পড়ছে , সেইজন্যে আমি সাবধানেও থাকছি ভাই।

 8 months ago 

বাংলাদেশে আছেন তাহলে তো আপনার সাথে দেখা করতে হয়। যদিও নড়াইল অনেক দূরে।
আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে শীতকালীন দৃশ্যের একদম সব দিক ফুটে উঠেছে। গ্রামের শীতের সকালের সৌন্দর্য উপভোগ করার মত। ফটোগ্রাফি গুলোর মধ্যে শীতের সকালের কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ফুটে উঠেছে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

বাংলাদেশে আছেন তাহলে তো আপনার সাথে দেখা করতে হয়। যদিও নড়াইল অনেক দূরে।

হ্যাঁ আপু, নড়াইল চলে আসেন। গাড়িতে উঠে পড়লে আর দূর মনে হবে না ।

শীতকালীন কিছু দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপু এই ফটোগ্রাফিগুলোর মাধ্যমে। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 8 months ago 

শীতের সকালটা বেশ মজাদার। চারিদিকে থাকে ঘন কুয়াশা। আর গ্রামের শীতের সকালের সৌন্দর্য তো একটু বেশি চমৎকার। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে কেমন যেন বন জঙ্গলের মত লাগছে। শীতের সকালের দারুন ফটোগ্রাফি করেছেন ধন্যবাদ ভাইয়া।

 8 months ago 

আমার শেয়ার করা শীতের সকালের ফটোগ্রাফি গুলো আপনার কাছে দারুন লেগেছে জেনে খুশি হলাম আপু।

 8 months ago 

শীতের সকালে গ্রামটাকে খুব সুন্দর করে উপভোগ করা যায়। আপনি শীতের সকালে গ্রাম থেকে খুব ভালো একটি সকাল উপভোগ করেছেন। শীতের সকালের কুয়াশা মাখা প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ লেগেছে আমার কাছে। সুন্দর সকালের এই মুহূর্তটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 8 months ago 

এটা শতভাগ সত্যি কথা আপু শীতের সকালে গ্রামটাকে খুব সুন্দর করে উপভোগ করা যায় । ধন্যবাদ আপু আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য।

 8 months ago 

ঠিক বলেছেন ভাইয়া শীতের সকালে কুয়াশা দেখলে শীত অনুভব করা যায়। আপনি বাংলাদেশে বেড়াতে প্রাকৃতিক দৃশ্য গুলো ভালোই উপভোগ করছেন বুঝতে পারছি। শীতের সকালের এমন কুয়াশা মাখা প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর মুহূর্ত ও ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 8 months ago 

আমার শেয়ার করা শীতের সকালের এমন প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করেছে জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ আপু এত সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলার জন্য।

 8 months ago 

আমাদের বাংলাদেশে বেড়াতে এসেছেন জেনে অনেক ভালো লাগলো দাদা। বাংলাদেশে আপনার ভ্রমণ শুভ হোক সেটাই চাই। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন শীতের সকালের দেখতে ভীষণ ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আমার বাংলাদেশ ভ্রমণটা কে শুভ করার চেষ্টা করছি ভাই। ধন্যবাদ ভাই এত সুন্দর করে কথাগুলো বলার জন্য।

 8 months ago 

শীতের সকালে আপনি বেশ ভালো একটা সময় কাটিয়েছেন জেনে অনেক ভালো লাগলো। শীতের সকালের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছিল। সত্যি সকালে কুয়াশা মাখা শীতের সকাল দেখতে অনেক ভালো লাগে।আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া শীতের সকালে বেশ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

এটা ঠিক কথা আপু কুয়াশা মাখা শীতের সকাল দেখতে সত্যিই অনেক ভালো লাগে । ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যটির জন্য।

 8 months ago 

শীতের সময়ের সৌন্দর্য আর শীতের মজা বুঝতে হলে অবশ্যই গ্রামে আসতে হবে। আপনি শীতের সময়ে গ্রামে এসে দারুন দারুন ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে বেশ ভালো উপভোগ করেছেন শীতের সকালটা। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 8 months ago 

হ্যাঁ ভাই, ফটোগ্রাফিগুলো করতে করতে শীতের সকালটা বেশ ভালোভাবেই উপভোগ করেছিলাম।

 8 months ago 

আসলে ভাইয়া গ্রামের শীতে সকালে পরিবেশটা অনেক মধুময় হয়ে থাকে। আমাদের এদিকেও এখন প্রচুর ঠান্ডা পড়তেছে। শীতের সকালে বের হলে দেখা যায় পরিবেশটা কতই না সুন্দর। বিশেষ করে ফেনী নদীর ঘাটের ওদিকে গেলে বোঝা যায় চার-পাঁচটা কত সুন্দর। কিছুদিন আগে আমরা সকালবেলা হাঁটতে বেরিয়ে ছিলাম। আর আজকে আপনার ফটোগ্রাফি গুলো দেখে একই দৃশ্য মনে হচ্ছে। আমার কাছে বেশ ভালো লাগলো আপনার ফটোগ্রাফি।

 8 months ago 

শীতের সকালের কোনো কোন তুলনা নেই আপু । শীতের সকালে বের হলে সুন্দর একটা পরিবেশ দেখা যায়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60777.85
ETH 2609.63
USDT 1.00
SBD 2.65