পানিহাটি মোড় দুর্গাপূজো প্যান্ডেল থেকে তোলা কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও বেশ ভালো আছি।

আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগে আমি আমার ঘুরে দেখা একটি পুজো প্যান্ডেল থেকে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব যা আমি পানিহাটি নামক একটি জায়গায় ঘোরাঘুরি করার সময় তুলেছিলাম।

দুর্গাপুজো হলো আমাদের সব থেকে বড় ধর্মীয় উৎসব। এই বছরের পুজো অলরেডি শেষ হয়ে গেছে। পুজোর দুইদিন আগে থেকেই আমি ঘোরাঘুরি শুরু করেছিলাম বিভিন্ন জায়গার পুজো প্যান্ডেল গুলো দেখার জন্য। বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখার সময় বিভিন্ন ফটোগ্রাফি করেছিলাম। পুজোর কয়দিন ঘোরাঘুরির ব্যস্ততার কারণে প্রতিদিনের ফটোগ্রাফি প্রতিদিনে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে ।

আজ তোমাদের সাথে শুভ নবমীর রাতে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব। শুভ নবমীর সন্ধ্যাবেলায় প্রথমে গেছিলাম সোদপুরের দিকে বিভিন্ন প্যান্ডেল ঘুরে দেখার জন্য। তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে পানিহাটির একটি বড় প্যান্ডেল দেখার জন্য যাই কিন্তু সেই জায়গায় অনেক বড় লাইন পড়েছিল ঠাকুর দেখার জন্য তাই সেই জায়গার ঠাকুর না দেখে তার পাশের একটি ছোট প্যান্ডেলে গেছিলাম ঠাকুর দেখার জন্য। এই প্যান্ডেলটি তারা সাজিয়েছিল মাইক্রো ফাইবার দিয়ে। মাইক্রো ফাইবারের ব্যবহার করে তারা বিভিন্ন জিনিসও তৈরি করেছিল । এই প্যান্ডেলটিতে পরী , পঙ্খিরাজ ঘোড়া , পেঁচা ইত্যাদির মূর্তিও দেখতে পেয়েছিলাম প্যান্ডেলের মধ্যে এবং প্যান্ডেলের বাইরে । ছোটখাটোর মধ্যে প্যান্ডেলটি বেশ ভালই ছিল। প্যান্ডেলের লাইটিংও বেশ সুন্দর ছিল। ছোট প্যান্ডেল এবং ভিড় কম থাকায় বেশ ভালোভাবেই দেখতে পেয়েছিলাম প্যান্ডেলের সমস্ত অংশ । প্যান্ডেলটি সুন্দরভাবে ঘুরে দেখার সময় প্যান্ডেলের বিভিন্ন জায়গার অনেকগুলো ফটোগ্রাফি করেছিলাম সেগুলোই এখন নিচে শেয়ার করলাম তোমাদের সাথে।

20221004_200649.jpg

20221004_200643.jpg
একটি পরী হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

20221004_200250.jpg

স্থান: পানিহাটি, পশ্চিমবঙ্গ ।
ফটো তোলার সময়: রাত নয়টা।
তারিখ: ০৪-১০-২০২২
ক্যামেরা পরিচিতি : SAMSUNG
ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin

20221004_200606.jpg
মাইক্রো ফাইবারের ব্যবহার করে ঝাড়বাতি বানানোর চেষ্টা করেছিল।

20221004_200818.jpg

20221004_200556.jpg

স্থান: পানিহাটি, পশ্চিমবঙ্গ ।
ফটো তোলার সময়: রাত নয়টা।
তারিখ: ০৪-১০-২০২২
ক্যামেরা পরিচিতি : SAMSUNG
ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin

20221004_200514.jpg
কিউট একটা পেঁচা যা প্যান্ডেলের বাইরে করেছিল।

20221004_200543.jpg
প্যান্ডেলের মধ্যে প্রবেশ করার পর মা দুর্গার মুখ দর্শন করার সুযোগ হয়েছিল সেই সময় তোলা একটি ফটোগ্রাফি।

20221004_200549.jpg

স্থান: পানিহাটি, পশ্চিমবঙ্গ ।
ফটো তোলার সময়: রাত নয়টা।
তারিখ: ০৪-১০-২০২২
ক্যামেরা পরিচিতি : SAMSUNG
ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin

20221004_200451.jpg
পঙ্খিরাজ ঘোড়া পাশে দাঁড়িয়ে একটি বাচ্চা ছেলে পোজ দিয়ে ফটো তুলছিল সেই সময় নেওয়া তার একটি ফটোগ্রাফি।

20221004_200446.jpg
পঙ্খিরাজ ঘোড়ার একটি ফটোগ্রাফি।

পানিহাটি মোড় দুর্গাপূজো প্যান্ডেল থেকে তোলা কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

🪔🪔ধন্যবাদ সবাইকে🪔🪔

Sort:  
 2 years ago 

আসলেই দুর্গাপূজো অনেক বড় একটি উৎসব। দেখতে দেখতে উৎসবটা শেষ হয়ে গেল। নবমীর দিন রাতে তোলা ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ। আমার কাছে ফুল হাতে পরীটাকে দেখতে ভীষণ ভালো লেগেছে। তার সাথে দেখতে পেলাম অনেক সুন্দর একটি পেঁচা। এই সকল শিল্প গুলো একদম নিখুঁত হাতে করা। যারা এগুলো তৈরি করেন সত্যি ই অনেক গুণী শিল্পী। সব মিলিয়ে আপনার আজকের পোস্ট অনেক ভালো লেগেছে।

 2 years ago 

শিল্পীদের নিখুঁত কাজগুলো ফুটে ওঠে বিভিন্ন পুজো মন্ডপের প্যান্ডেল গুলোতে। তাদের এই অসাধারণ কাজগুলো সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করে নেয় ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.14
JST 0.028
BTC 59117.70
ETH 2597.31
USDT 1.00
SBD 2.43