রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন- ১৮

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।

আমি নিয়ম করে প্রতিদিন একটি করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করে থাকি। আমার শেয়ার করা ব্লগ গুলো প্রতিদিন সন্ধ্যার পরে গিয়ে পোস্ট করি। আজ একটু সকাল সকালই পোস্ট টা শেয়ার করছি। আজ খুব সকালেই ঘুম ভেঙে গেছিল। সকালে উঠে আজ অনেকগুলো কাজও সম্পন্ন করলাম। আজ সকালে উঠে কাজের ফাঁকে ৩০ মিনিটের মত সময় পেয়েছিলাম, সেই সময়টাতে একটি রঙিন ম্যান্ডেলার চিত্র অঙ্কন করেছি ।তোমরা সবাই জানো আমি নিয়মিত বিভিন্ন ধরনের ম্যান্ডেলার চিত্রাংকন শেয়ার করে থাকি। সেই চিত্রাংকন গুলো তোমরা বেশ পছন্দ করো সেই জন্য এই কাজগুলো করার জন্য আমি আরও বেশ উৎসাহ পাই। অন্যান্য দিনের মতো আজকের শেয়ার করা ম্যান্ডেলাটিও ধাপে ধাপে শেয়ার করেছি যেন ম্যান্ডেলাটি কেমন করে করেছি তা তোমরা সহজেই বুঝতে পারো। তাহলে আর কথা না বাড়িয়ে ম্যান্ডেলা চিত্রাংকনটি দেখে নেওয়া যাক।

IMG-20221103-WA0342.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
● দুটি ভিন্ন কালারের স্কেচ পেন
●কালো বল পেন
● জ্যামিতিক কম্পাস
IMG-20221103-WA0346.jpg

🍂🍂প্রথম ধাপ🍂🍂

প্রথমে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম কম্পাস এবং কালো বল পেনের সাহায্যে।

IMG-20221103-WA0297.jpg

🍂🍂 দ্বিতীয় ধাপ 🍂🍂

এখন এই বৃত্তের মধ্যে ওই বৃত্তের থেকে কম ব্যাসার্ধের আরও ছয় টি বৃত্ত অঙ্কন করে নিলাম কম্পাস এবং কালো কলমের সাহায্য নিয়ে।
IMG-20221103-WA0349.jpg

🍂🍂 তৃতীয় ধাপ 🍂🍂

স্কেচ পেন এবং কালো বল পেন এর সাহায্য নিয়ে সব থেকে ছোটো দুটি বৃত্তের মধ্যে ডিজাইন করে দিলাম।

IMG-20221103-WA0348.jpg

🍂🍂 চতুর্থ ধাপ 🍂🍂

চতুর্থ ধাপে ছোট দুটি বৃত্তের থেকে তুলনামূলক বড় যে দুটি ছিল তার মধ্যে কিছু ফুলের এবং অন্যান্য কিছু ডিজাইন করে দিলাম স্কেচ পেন ও কালো বল পেন এর সাহায্যে।

IMG-20221103-WA0347.jpg

🍂🍂পঞ্চম ধাপ 🍂🍂

পঞ্চম ধাপে বাকি বৃত্তের মধ্যে আরও বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম স্কেচ পেন ও কালো বল পেন এর সাহায্যে ।

IMG-20221103-WA0337.jpgIMG-20221103-WA0345.jpg

🍂🍂 ষষ্ঠ ধাপ 🍂🍂

চিত্র অংকন শেষে নিজের নাম লিখে নিলাম চিত্রের নিচে।

IMG-20221103-WA0344.jpgIMG-20221103-WA0343.jpg

🍂🍂 সপ্তম ধাপ 🍂🍂

চিত্র অংকন সম্পন্ন করে এবং নিজের নাম লেখার পরে ফাইনাল যে আউটপুট টি পেলাম তার একটি চিত্র এটি।
IMG-20221103-WA0342.jpg

আজকের শেয়ার করা ১৮ তম রঙিন ম্যান্ডেলার চিত্রাংকনটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করার মাধ্যমে অবশ্যই জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

🍂🍂ধন্যবাদ সবাইকে 🍂🍂

Sort:  
Loading...
 2 years ago 

খুব সুন্দর একটি চিত্রাংকন করেছেন। এটা দেখতে অনেক সুন্দর লাগছে। এটা দেখতে জাস্ট অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

এত সুন্দর করে আপনার মন্তব্য উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

দারুন একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনার আজকের ম্যান্ডেলা আর্ট কিন্তু দারুন রঙিন। আমি তো প্রথমে মনে করেছিলাম একটি বল রেখে দিয়েছেন মাঝখানে। যাইহোক অনেক ধৈর্যশক্তির ব্যাপার এমন ম্যান্ডেলা আর্ট তৈরি করা।

 2 years ago 

হ্যাঁ ভাই তা একটু ধৈর্য শক্তির প্রয়োজন পড়ে এই ধরনের আর্ট করতে গেলে।

 2 years ago 

ভাইয়া আপনার রঙিন ম্যান্ডেলা চিত্র আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুবই চমৎকার একটি ম্যান্ডেলা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ম্যান্ডেলা তৈরির প্রতিটি ধাপ গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।এটা দেখে দেখে যে কেউ সহজেই ম্যান্ডেলাটি আর্ট করতে সক্ষম হবে ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর রঙিন ম্যান্ডেলা পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমার শেয়ার করা ম্যান্ডেলা টি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন জেনে খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি তো দেখি অনেক ফাস্ট। মাত্র ত্রিশ মিনিটের মধ্যে খুব সুন্দর একটি ম্যান্ডেলা এঁকে ফেলেছেন। আসলে আমার আর্ট করতে কিন্তু বেশ সময় লাগে। তাছাড়া কালারফুল মেন্ডেলা হওয়াতে দেখতে ভীষণ ভালো লাগতেছে। ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর। আপনার আগের মেন্ডেলাগুলো ও দেখেছি ভীষণ সুন্দর। আমার কাছে মেন্ডেলা আর্ট দেখতেই ভীষণ ভালো লাগে।

 2 years ago 

অনেকদিন ধরে এই ধরনের আর্ট করি এই জন্য একটু ফাস্ট করতে পেরেছি আপু।

 2 years ago 

বাহ! ৩০ মিনিটে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে ফেললেন ভাইয়া! আসলে সকাল সকাল ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়লে সময়ও পাওয়া যায় বেশি! ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন।

 2 years ago 

সকালে উঠতে পারলে তো বেশ সময় হাতে পাওয়া যায় কিন্তু অন্যান্য দিন তেমন একটা সকালে উঠতে পারি না। আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম বলেই এই কাজটি সকাল-সকাল করতে পেরেছিলাম।

 2 years ago 

রং করা ম্যান্ডেলা গুলো বরাবরই আমার কাছে বেশ ভালো লাগে। আপনারটাও তার ব্যতিক্রম নয় খুব সুন্দর হয়েছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর রঙিন মেন্ডেল আর্ট করার প্রক্রিয়াটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

রং করা ম্যান্ডেলা আর্ট সবার কাছেই বেশ ভালো লাগে । ভাই আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি ৩০ মিনিটের ভিতরে অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন বোঝা যাচ্ছে আপনার ম্যান্ডেলা করার হাত বেশ দক্ষ বলতে হয়।বিভিন্ন কালারের মিশ্রণে অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে।অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

এর আগেও বেশ কয়েকটা ম্যান্ডেলা আর্ট করেছি এই জন্য তাড়াতাড়ি এই ধরনের আর্ট আমি করতে পারি আপু। এই কাজ করতে করতে দক্ষ হয়ে গেছি তা বলতে পারেন।

 2 years ago 

আপনার ম্যান্ডেলার চিত্রাংকন অসাধারণ হয়েছে। বিশেষ করে রং করাতে খুবই সুন্দর দেখাচ্ছে। আপনার চিত্র অঙ্কন দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুবই নিখুঁতভাবে অত্যন্ত চমৎকারভাবে পুরো চিত্র অংকনটি সম্পন্ন করেছেন। এত অসাধারণ ম্যান্ডেলার আর্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

এত সুন্দর ভাবে আমার ম্যান্ডেলা আর্ট টি নিয়ে সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। কালারফুল হওয়াতে দেখতে বেশি চমৎকার লাগছে। আপনি এত অল্প সময়ে একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। প্রতিটি ধাপ সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ম্যান্ডেলা আর্টগুলো কালারফুল হলে তা সত্যিই দেখতে অনেক সুন্দর লাগে এই বিষয়টা আমিও খেয়াল করেছি ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58522.52
ETH 2540.72
USDT 1.00
SBD 2.50