এলোমেলো তোলা কিছু ফটোগ্রাফি || ২২ জানুয়ারি ২০২৩

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা ,

সবাই তোমরা কেমন আছো ? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো।

গতকাল থেকেই টের পাচ্ছিলাম শরীরের জ্বর আসতে চলেছে। তাই গতকাল রাতেই খাবার খাওয়ার পর অ্যাডভান্সড ওষুধ খেয়ে ঘুমিয়ে ছিলাম। যদি আগে থেকে জ্বর প্রতিরোধ করা যায় এইভেবে কিন্তু সকালে ঘুম থেকে উঠার পরেই দেখি শরীরে ১০২ এর উপরে জ্বর। জ্বরে অবস্থা এতটাই খারাপ ছিল একটু নড়াচাড়াও করতে পারছিলাম না, অনেকটা কাঁপুনি দিয়েই জ্বর । সকাল থেকে বিছানা থেকে বাইরে যাওয়ার এনার্জি টুকু পাইনি। সামান্য কিছু খাবার সকালের দিকে খেয়েছিলাম তাও বিছানাতেই বসে। সকালে কিছু খাওয়া দাওয়া করে পুনরায় ওষুধ খেয়ে আবার শুয়ে পরি। সারাদিন ধরেই শরীরে জ্বর ছিল, বিকালের পরে গিয়ে জ্বর কিছুটা কমেছে। একদম হঠাৎ করেই কেন জ্বর চলে আসলো তার সঠিক কারণ তো ঠিক জানিনা, যদিও শুনছি সবারই কম বেশি জ্বর হচ্ছে তাই সবাইকে সাবধান থাকার জন্য অনুরোধ করব। অসুস্থতা সত্যি খুব বাজে একটা জিনিস, এতটা বাজে ফিলিংস হয় তা বলে বোঝানো যায় না। সন্ধ্যার পরে জ্বর একটু কম থাকায় আজকের ব্লগ লিখতে বসলাম ।আজকের ব্লগে তোমাদের সাথে এলোমেলো কিছু ফটোগ্রাফি শেয়ার করব।

20221204_134623.jpg
এই ফটোগ্রাফিটি বেশ কিছুদিন আগে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ভিতর থেকে তুলেছিলাম। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ভিতরটা খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল। কলকাতার বিভিন্ন নামকরা স্থানগুলোর ফটো কয়েকটি দেয়ালে সুন্দর করে টানানো ছিল। এই ফটোগ্রাফিটিতে বেলুড় মঠ, মন্দিরসহ বিভিন্ন নামকরা স্থান দেখানো হয়েছে।

20221204_135005.jpg
এই ফটোগ্রাফিটিও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ভিতর থেকে তোলা হয়েছিল। এই ফটোগ্রাফিটিতে রাতের কলকাতার কিছু দৃশ্য, কলকাতার সব থেকে বড় স্টেডিয়াম এবং অনেক আগের গঙ্গার ঘাটের দৃশ্যের ফটোগ্রাফি দেখা যাচ্ছে।

20221204_135013.jpg
দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ভিতরের কয়েকটি দেয়ালেই বিভিন্ন ধরনের ফটোগ্রাফি প্রদর্শন করা ছিল যা প্রথমে শেয়ার করা ফটোগ্রাফিটির ক্ষেত্রেও বললাম। এই ফটোগ্রাফিটিও সেখান থেকে নেওয়া হয়েছিল। এখানে কলকাতার নামকরা কিছু সেতুর ফটোগ্রাফি দেখানো হয়েছে তার মধ্যে হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর ব্রিজ অন্যতম।

20221123_143843.jpg
এটি আমাদের ইউনিভার্সিটি'র সংগীত ভবনের ফটোগ্রাফি। আমাদের ইউনিভার্সিটির নাম হল রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। কিছুদিন আগে একটা ইম্পর্টেন্ট কাজে আমি আমার ইউনিভার্সিটিতে গেছিলাম। সেখানে গিয়ে এই ফটোগ্রাফিটি করেছিলাম। ডিজাইনগত দিক থেকে এই বিল্ডিংটি অন্যান্য বিল্ডিং এর তুলনায় অনেকটাই আলাদা ছিল।

20221212_143350.jpg
এই উঁচু বিল্ডিং গুলোর ফটোগ্রাফি আমার পূর্বের কলেজের কাছ থেকে তুলেছিলাম । কয়েক মাস আগে পূর্বের কলেজে বন্ধুর একটা কাজে গেছিলাম। সেখানে গিয়ে বসে থাকার সময় জানালার ফাঁক দিয়ে এই উঁচু বিল্ডিং আমার চোখে পড়েছিল। সেখান থেকেই এই ফটোগ্রাফিটি করে নিয়েছিলাম।

20221208_161733.jpg
কয়েক মাস আগে একটি কেকের দোকান থেকে তুলেছিলাম ফটো টি। আমার এক বান্ধবীর বার্থডে ছিল তার জন্য এই কেক টা অর্ডার করেছিলাম ।কেক কাটার আগে এই ফটোগ্রাফিটি করেছিলাম আমি। ম্যাংগো ফ্লেভাররের কেকটি খেতেও বেশ দারুন ছিল।

20221225_203349.jpg
দুটি ভিন্ন ফ্লেভারের ছোট ছোট কেকের ফটোগ্রাফি।কয়েকদিন আগে আমি আমার এক বন্ধুর সাথে গিয়ে এই কেক খেয়েছিলাম। বেশ সুস্বাদু ছিল কেক দুটি খেতে।

20221225_203624.jpg
ভিন্ন ফ্লেভার এর এই দুটি অ্যালোভেরা জুসের হেলথ বেনিফিটের কথা অনেক শুনেছিলাম তাই প্রথমবার টেস্ট করেছিলাম। এগুলোর টেস্ট যথেষ্টই ভাল ছিল। জুস খাওয়ার আগে বোতল দুটি দেখে আমার খুব ভালো লেগেছিল তাই একটি ফটোগ্রাফি করে নিয়েছিলাম জুস দুটের।

20230105_231129.jpg
নিজের হাতে তৈরি করা পিজ্জা। কয়েক দিন আগে বাড়িতে ট্রাই করেছিলাম এই ভেজ পিজ্জা টি । আমি মাঝে মাঝেই বাড়িতে পিজ্জা বানিয়ে খেতে বেশ ভালোবাসি। পিজ্জা টি হয়ে যাওয়ার পর ওটিজি ওভেনের মধ্যে থাকা অবস্থায় ফটোগ্রাফিটি করেছিলাম।


আজকের ব্লগে এই ফটোগ্রাফিগুলোই শেয়ার করার ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

অনেক গুলো সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলাম। বিশেষ করে কয়েকটা ফটোগ্রাফি খুব ভাল লেগেছে। একটি হলো পিৎজা,কেক,হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর ব্রিজ, উঁচু বিল্ডিং গুলোর ফটোগ্রাফি। সব গুলো ছবির সাথে ধারুন বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এত সুন্দর গুছিয়ে মন্তব্যটি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57726.29
ETH 2446.50
USDT 1.00
SBD 2.39