য়িন এবং য়াং -এর ম্যান্ডেলা চিত্রাংকন

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও খুব ভালো আছি।আজ আমি আপনাদের সাথে আমার অঙ্কন করা একটি চিত্রাংকন শেয়ার করব।

আপনারা যারা নিয়মিত আমার ব্লগ পড়েন তারা জানেন আমি মাঝে মাঝেই আপনাদের সাথে বিভিন্ন রকম ম্যান্ডেলার চিত্র অংকন শেয়ার করে থাকি। আজ আমি য়িন এবং য়াং -এর ম্যান্ডেলা চিত্রাংকন শেয়ার করব। আমি কেমন করে এই য়িন এবং য়াং -এর ম্যান্ডেলা চিত্রটি অঙ্কন করেছি তা ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের শেয়ার করা ম্যান্ডেলাটি আপনাদের ভালো লাগবে।
য়িন এবং য়াং একটি চীনা দার্শনিক ধারণা । এর মাধ্যেমে আন্তঃসংযুক্ত বিপরীত শক্তিকে বর্ণনা করা হয়।

20220726_184729.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
● পেন্সিল
● কালো কালারের পেন
● রাবার
● জ্যামিতিক কম্পাস

20220726_185115.jpg

○● প্রথম ধাপ ●○

প্রথমে জ্যামিতিক কম্পাস এবং পেন্সিলের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম।
20220726_162657.jpg

○● দ্বিতীয় ধাপ ●○

এবার পেন্সিলের সাহায্যে য়িন এবং য়াং -এর মত অংকন করে নিলাম।
20220726_164010.jpg

○● তৃতীয় ধাপ ●○

দ্বিতীয় ধাপে কলমের সাহায্যে পূর্বের অঙ্কন করা অংশটুকু কে হাইলাইট করে নিলাম এবং নতুন কিছু ডিজাইন করে নিলাম এর মধ্যে।
20220726_170419.jpg

○● চতুর্থ ধাপ ●○

চতুর্থ ধাপে এসে য়িন এবং য়াং-এর মধ্যে ছোট ছোট করে কিছু ডিজাইন করে নিলাম কলমের সাহায্য।
20220726_174006.jpg

○● পঞ্চম ধাপ ●○

এই ধাপে আরও কিছু ডিজাইন করলাম।
20220726_174905.jpg

○● ষষ্ঠ ধাপ ●○

ষষ্ঠ ধাপে এসে য়িন এবং য়াং -এর মধ্যে আরো ভিন্ন কিছু নতুন ডিজাইন করে নিলাম এবং সমস্ত প্রকার ডিজাইনের প্রসেস কমপ্লিট করে নিলাম।
20220726_180731.jpg

○● সপ্তম ধাপ ●○

চিত্রাংকন সম্পন্ন করে চিত্রাংকনের নিচে নিজের নাম লিখে দিলাম।
20220730_133542.jpg

○● অষ্টম ধাপ ●○

চিত্রাংকন এবং চিত্রাংকন শেষে চিত্রের নিচে নাম লেখা সমস্ত প্রসেস কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।
20220726_184729.jpg

আজকের শেয়ার করা য়িন এবং য়াং -এর ম্যান্ডেলা চিত্রাংকন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন । সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন , সুন্দর থাকেন ,হাসিখুশি থাকেন , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকেন , সবার জন্য এই শুভকামনা রইল।

●○ধন্যবাদ সবাইকে○●

Sort:  
 2 years ago 

য়িন এবং য়াং এর ম্যান্ডেলা চিত্রাংকনটি আপনার সুনিপুণ হাতের ছোঁয়ায় খুবই সুন্দরভাবে অংকন করেছেন যা দেখতে খুব অসাধারণ লাগছে। এত সুন্দর একটি ম্যান্ডেলা অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে প্রশংসা করার জন্য।

 2 years ago 

চমৎকার একটি ম্যান্ডেলা অঙ্কন আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো। এই অংকন করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় আমি কয়েকবার অঙ্কন করতে গিয়েছিলাম কিন্তু ধৈর্যের অভাবে অঙ্কন করতে পারিনি। সুন্দর এই অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর করে কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটি করতে একটু বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় এটি সত্যি।

 2 years ago 

য়িন এবং য়াং কি জিনিস তা বুঝতে পারিনি তবে মান্ডালা টি যথেষ্ট ভালো হয়েছে। খুব সুন্দর কাজ করেছেন ভিতরে। আপনার অনেক ধৈর্য আছে বুঝাই যাচ্ছে খুবই দক্ষতার সাথে সম্পন্ন চিত্রটি শেষ করেছেন ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু আমার চিত্রাঙ্গনের প্রশংসা করার জন্য।

 2 years ago 

এই য়িন এবং য়াং এর কিন্তু একটি গভীর অর্থ আছে।অর্থটি অনেক সুন্দর আর গভীর জ্ঞানের।আপনার চিত্র কর্মটিও সেই অর্থর মতই অসাধারণ সুন্দর হয়েছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই এত চমৎকার ভাবে কমেন্টটি করার জন্য।

 2 years ago 

য়িন এবং য়াং -এর ম্যান্ডেলা চিত্রাংকন দেখেই আমি মুগ্ধ হয়ে গেছি। আসলে অনেক দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন চিত্র অংকটি। ধাপগুলো বেশ সুন্দর ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি মেন্ডেলা চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার চিত্রাংকন টি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে বেশ ভালো লাগলো।

 2 years ago 

খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট দেখতে পেলাম। আর্ট একদমই সচ্ছ আর পরিষ্কার দেখতে খুবই ভালো লাগছে। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এত সুন্দর ভাবে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

য়িন ও য়াং চীনা দার্শনিক ধারণা নতুন একটি তথ্য জানতে পারলাম দাদা। যায়হোক, আপনার ম্যান্ডেলা আর্ট কিন্তু সুন্দর হয়েছে। ধাপে ধাপে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।

 2 years ago 

আমার চিত্রাংকনের প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমি আর্থ পোস্টের টাইটেলটির নাম একদমই বুঝতে পারিনি ভাইয়া।যদিও আপনি ব্যাখ্যা দিয়েছেন।যাই হোক বেশ সুন্দর চিত্রাংকন করেছেন। নিখুঁতভাবে মেন্ডেলা ডিজাইনটি সম্পন্ন করেছেন। এই ডিজাইনগুলো নিখুঁত করতে চাইলে অনেক সময় নিয়ে এবং ধৈর্যের সাথে করতে হয়। ধন্যবাদ এত সুন্দর ধাপ ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে চমৎকার পোস্টটি শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে একটি কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

য়িন এবং য়াং -এর ম্যান্ডেলা চিত্রাংকন দারুন হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে। এ সকল কাজ করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয় সেটা আপনার আছে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এটা সত্যি ভাই এই ধরনের কাজ করতে একটু ধৈর্যের প্রয়োজন হয়। কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65910.66
ETH 2696.65
USDT 1.00
SBD 2.88