ইউনিক ফ্রুট কাটিং ডিজাইন || আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা -৩১

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।
আমার আজকের ব্লগে প্রথমে সবাইকে স্বাগতম জানাই । আজকের ব্লগে আমি আমাদের কমিউনিটি "আমার বাংলা ব্লগ" আয়োজিত ৩১ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। এই প্রতিযোগিতায় আমি ইউনিক ফ্রুট কাটিং করে দেখানোর চেষ্টা করব। সত্যি কথা বলতে গেলে জীবনে ফ্রুট এমন ভাবে কাটিং করে খাইনি। খাওয়ার সময় নরমাল ভাবেই কেটে খেয়েছি, কোন প্রকার সাজিয়ে গুছিয়ে খাওয়া হয় না সাধারণত। এই প্রথমবার ফ্রুটগুলো কেটে একটু সাজানোর ট্রাই করলাম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। দুপুর থেকে অনেকটাই কষ্ট হয়েছে এই কাজ করতে গিয়ে। প্রথমবার কোন কাজ করতে গেলে যা হয় আর কি! এই প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা যখন আমাদের কমিউনিটির এডমিন মডারেটরদের কাছ থেকে এসেছিল, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে করেই হোক এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করব। যাই হোক অনেকটা পরিশ্রম করেই কাজটি সম্পন্ন করেছি । কোন প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের কমিউনিটির সকল এডমিন এবং মডারেটরদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

InShot_20230222_181744904.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● আপেল
● কমলা লেবু
● আঙুর দুই প্রকার
● বেদানা
● গাজর
● টমেটো

InShot_20230222_154307120.jpg

🍒প্রথম ধাপ🍒

প্রথমে আপেল দিয়ে একটি পেঁচা তৈরি করবো সেই জন্য ছুটির সাহায্যে আপেলটাকে দুই টুকরো করে নিলাম।
InShot_20230222_174942256.jpg

🍒 দ্বিতীয় ধাপ🍒

এইবার ওই দুই টুকরো থেকে আরো কিছু কিছু অংশ কেটে নিয়ে সেগুলোকে স্লাইস করে কেটে নিলাম।
InShot_20230222_175115970.jpg

🍒 তৃতীয় ধাপ 🍒

দুই টুকরো করা আপেলের অংশ দুটো সামনাসামনি করে বসিয়ে দিলাম চিত্রের মত করে এবং এর পাশে স্লাইস করে কেটে রাখা আপেলের অংশগুলো একের পর এক সাজিয়ে দিলাম।
InShot_20230222_175313526.jpg

🍒 চতুর্থ ধাপ🍒

এই ধাপে বড় গাজর থেকে কিছু অংশ কেটে নিলাম এবং কমলালেবুর একটা খুয়া বের করে দুই টুকরো করে পেঁচার পা তৈরি করে নিলাম । কেটে রাখা গাজরের অংশ পেঁচার পায়ের নিচে দিয়ে দিলাম।
InShot_20230222_175550283.jpg

🍒 পঞ্চম ধাপ🍒

এই ধাপে সবুজ প্রকারের আঙ্গুর এবং কমলালেবু কে মাঝ বরাবর করে কেটে কেটে নিলাম। কালো আঙ্গুরগুলোকে আড়াআড়ি ভাবে কেটে হার্টের মতো করে নিলাম।
InShot_20230222_175817421.jpg

🍒 ষষ্ঠ ধাপ🍒

তৈরি করা হার্ট গুলো প্লেটের তিন সাইডে সাজিয়ে দিলাম এবং অন্য একটি সাইটে কেটে রাখা কমলা লেবু গুলো দিয়ে একটি ফুল তৈরি করে নিলাম সুন্দর করে। আঙ্গুর দিয়ে ফুলের দুই পাশে পাতার মত করে নিলাম।
InShot_20230222_180101160.jpg

🍒সপ্তম ধাপ🍒

এই ধাপে বেদানা থেকে দানাগুলো বের করে নিলাম এবং সেইগুলো প্লেটের বিভিন্ন জায়গায় সাজিয়ে দিলাম।
InShot_20230222_180254603.jpg

🍒অষ্টম ধাপ🍒

এই ধাপে টমেটোর একটা স্লাইস কেটে গ্রীন আঙ্গুর দিয়ে করা পাতার উপরে দিয়ে দিলাম। এতে ফুলের সাইডের পাতা দেখতে একটু বেশি ভালো লাগবে। এই ভাবে হয়ে গেল আমার আজকের করা ইউনিক ফ্রুট কাটিং ডিজাইন।
InShot_20230222_173727569.jpg

InShot_20230222_181744904.jpg


🍎পোস্ট বিবরণ🍎


শ্রেণীফ্রুট কাটিং ডিজাইন
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত , ওয়েস্ট বেঙ্গল।

ফ্রুট কাটিং করা নিয়ে শেয়ার করা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last year 

আপনার করা ইউনিক ফ্রুট কাটিং ডিজাইন দেখে বেশ ভালো লাগলো। খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বিভিন্ন ফল দিয়ে খুব সুন্দর ডিজাইন তৈরি করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আমার করা ইউনিক ফ্রুট কাটিং ডিজাইন আপনার ভালো লেগেছে যেনে অনেক খুশি হলাম ভাই। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

আমার খুবই ভালো লাগলো আপনার এত সুন্দর একটি ফ্রুট কাটিং ডিজাইন দেখে। আপনি অনেকগুলো ফলের সমন্বয়ে এ কাজ সম্পন্ন করে দেখিয়েছেন আমাদের। আর যে প্লেটে আপনি এই কাজ করে দেখেছেন সে প্লেটটাও বেশ সুন্দর যার জন্য এভিউ অতি চমৎকার হয়েছে।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্যটি করার জন্য। সত্যি কথা বলতে এই কাজ আগে আমি কোনদিনও করিনি আজই প্রথমবার করলাম তাই অনেক কষ্ট হয়েছে এটি করতে।

 last year 

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়ার জন্য। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা নতুন নতুন ফ্রুট কাটিং ডেকোরেশন দেখতে পারছি। আপনি খুবই সুন্দর করে ফ্রুট কাটিং ডেকোরেশন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখে খুব ভাল লাগলো। আপনি বেশকিছু ফল দিয়ে কাটিং করে সুন্দর একটি ডিজাইন শেয়ার করেছেন। খুব সুন্দর হয়েছে।আপনাকে অভিনন্দন অংশগ্রহন করার জন্য।

 last year 

এতো সুন্দর করে কথাগুলো বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

ভাইয়া আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা -৩১ এ অংশগ্রহন করে ইউনিক কিছু ফ্রুট কাটিং ডিজাইন শেয়ার করেছেন। কমলা লেবু,আঙ্গুর, আর আপেলের ডিজাইন গুলো ধারুন হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 last year 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 66364.33
ETH 3077.03
USDT 1.00
SBD 3.68