ভিডিওগ্রাফি || ষাট ফুটের গৌরাঙ্গ
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
আমি পূর্বেও কয়েকবার মায়াপুর এবং নবদ্বীপ ভ্রমণে গেছি। তবে সেই সময়গুলোতে গিয়ে এত ঘোরাঘুরি করার সুযোগ পাইনি, এইবার ঘোরাঘুরি করতে গিয়ে যতটা পেয়েছিলাম। যেহেতু হাতে সময় নিয়ে গেছিলাম সেজন্য এইসব জায়গায় যে দর্শনীয় স্থানগুলো ছিল তার প্রায় সবগুলোই দেখে এসেছিলাম। আমাদের ঘোরাঘুরির একদিন আমরা গেছিলাম নবদ্বীপের বিখ্যাত ষাট ফুট উচ্চতার গৌরাঙ্গ দর্শন করার জন্য। পূর্বে ইউটিউবে এই সম্পর্কে আমি ভিডিও দেখেছিলাম নবদ্বীপ যাওয়ার আগে। সেজন্য এখানে যেতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি, খুব সহজেই চিনে গেছিলাম। যাইহোক, ষাট ফুটের গৌরাঙ্গ নিকট থেকে দেখার জন্য টিকিট কাটতে হয় প্রথমে। জন প্রতি এখানে টিকিট মূল্য ১০ টাকা করে । আমরা চারজন ছিলাম, তাই আমরা চারজনের জন্য টিকিট কেটে নি। আমাদের একটা কৃত্রিম গুহার ভেতর দিয়ে প্রবেশ করতে হয়েছিল, নিকট থেকে এই ষাট ফুটের গৌরাঙ্গ দেখার জন্য যা তোমরা ভিডিওগ্রাফির প্রথমেই দেখতে পাবে।
কৃত্রিম গুহার ভিতর দিয়ে যাওয়ার পর নজরে চলে আসবে ৬০ ফুট উচ্চতার এই মূর্তিটি । এটি সত্যিই অনেক বড় ছিল। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে কিনা জানিনা, তবে সামনে থেকে দেখতে বেশ বড়ই লাগছিল। এই জায়গায় আরো বাগানের মত করা ছিল, যেখানে কৃষ্ণ লীলার বিভিন্ন দৃশ্য মূর্তির মাধ্যমে ধারণ করা ছিল। ভিডিওগ্রাফির এক অংশে রঙ্গিন মাছের কিছু দৃশ্যও তোমরা দেখতে পাবে। ছোট বড় বিভিন্ন সাইজের রঙিন মাছগুলো সেইখানে থাকা একটা জলাশয়ের মধ্যে দেখতে পেয়েছিলাম। যাইহোক, সেদিন যে ভিডিওগ্রাফিটি করেছিলাম, এই ষাট ফুট উচ্চতার গৌরাঙ্গ দর্শন করতে গিয়ে তা নিচে শেয়ার করলাম।
ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন...
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | ভিডিওগ্রাফি |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ভিডিওগ্রাফার | @ronggin |
লোকেশন | নবদ্বীপ, ওয়েস্ট বেঙ্গল। |
ওয়াও দাদা কি বলবো আসলে আমি শুধু দেখছিলাম দাদা ৷ আসলে ভারত মানেই মন্দির আর সৌন্দর্য ময় জায়গা ৷ তবে সবচেয়ে ভালো আপনার মাধ্যমে আজকে মায়াপুর নবদ্বীপের ষাট ফুট উচ্চতার গৌরাঙ্গ দর্শন পেলাম ফোনের মাধ্যমে ৷ বিষয়টা সত্যি অনেক ভালো লাগলো ৷
অসংখ্য ধন্যবাদ দাদা অনেক সুন্দর একটি ভিডিও শেযার করার জন্য ৷
আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।
ষাট ফুট উচ্চতার গৌরাঙ্গ দর্শনের মুহূর্ত টা আসলেই অসাধারণ ছিল। বিশেষ করে আপনি অনেক সুন্দর করে ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং ভিডিওর কোয়ালিটি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার কাছে খুব ভালো লেগেছে।
আমার শেয়ার করা এই ভিডিওগ্রাফিটির প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে।
আপনার ভিডিওগ্রাফিটা বেশ দারুন ছিল। আজকে প্রথম দেখলাম ৬০ ফুটের গৌরাঙ্গ। দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে এবং চারিপাশে আপনি বেশ সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন দাদা।
আমার এই ভিডিওগ্রাফিটি আপনার কাছে দারুন লেগেছে, জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ, আপনার সুন্দর এই মন্তব্যের জন্য।
ষাট ফুটের গৌরাঙ্গ দর্শনের ভিডিওগ্রাফির প্রত্যেকটি বিষয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ।সবথেকে ভালো লেগেছে ভিডিও একপর্যায়ে দেখতে পাওয়া ওই মাছগুলো। আর এরকম গুহা গুলোর ভেতর দিয়ে যেতে দিনের বেলাতেও অনেক বেশি ভালো লাগে। ষাট ফুট গৌরাঙ্গ নিকট থেকে দেখার জন্য টিকিট মূল্য মাত্র ১০ টাকা করে চারজনেই নিয়েছিলেন। টিকিট মূল্য যথারীতি অনেক কমই মনে হচ্ছে। যাইহোক সেটা বিষয় না বিষয়টি হচ্ছে আপনারা গৌরাঙ্গ দর্শন করেছিলেন। আর সেটি আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন তার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম ভাইয়া।
হ্যাঁ ভাই, টিকিটের মূল্য কমই ছিল। যাইহোক, আমার শেয়ার করা এই ভিডিওগ্রাফির প্রত্যেকটি বিষয় আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে, জেনে খুশি হলাম।
https://twitter.com/ronggin0/status/1770407813183070502?t=crLkz4k2D6SymmJyQdLkYA&s=19