রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন- ১৬

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।

শীতের প্রভাবটা কমে যাওয়ায় বেশ ভালই হয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠা সম্ভব হচ্ছে এখন। আজ সকাল মোটামুটি আটটার দিকেই ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে সকালের সমস্ত কাজ কমপ্লিট করে ভাবছিলাম আজ আমাদের কমিউনিটিতে পোস্ট করার জন্য কি দেওয়া যায়। তখন হঠাৎ মনে পড়ল দুপুর থেকে কিছুটা রাত পর্যন্ত আজ আমাকে বাইরে থাকতে হবে তাই তখন ভালো কিছু পোস্ট করার সুযোগ পাবো না। সকালে যেহেতু হাতে একটু সময় ছিলো তাই ভাবলাম একটা ম্যান্ডেলা আর্ট করে রাখি যা রাতে এসে সবার সাথে শেয়ার করতে পারবো। তাই তখন কিছুটা সময় নিয়ে একটি রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন করেছিলাম। ম্যান্ডেলা আর্ট গুলো করার ক্ষেত্রে আমি সবসময় যে বিষয়গুলো খেয়াল রাখি এটির ক্ষেত্রেও তাই করেছি। ডিজাইনগত দিক থেকে এটিও আলাদা করার চেষ্টা করেছি। নিচে ধাপে ধাপে চিত্রাংকনটি শেয়ার করলাম । আশা করি তোমাদের ভালো লাগবে।

IMG-20221103-WA0374.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
● দুটি ভিন্ন কালারের স্কেচ পেন
●কালো বল পেন
● জ্যামিতিক কম্পাস

IMG-20221103-WA0367.jpg

❄️❄️ প্রথম ধাপ❄️❄️

প্রথমে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম কম্পাস এবং কালো বল পেনের সাহায্যে।
IMG-20221103-WA0371.jpg

❄️❄️ দ্বিতীয় ধাপ❄️❄️

এইবার এই বৃত্তটির মধ্যে এবং বাইরে কয়েকটি ভিন্ন পরিধির বৃত্ত অঙ্কন করে নিলাম এবং সব থেকে ছোট বৃত্তের মধ্যে ফুলের মতো একটু ডিজাইন করে নিলাম।
IMG-20221103-WA0362.jpg

❄️❄️ তৃতীয় ধাপ ❄️❄️

সব থেকে ছোট বৃত্তের থেকে তুলনামূলক যে বড় বৃত্তটি ছিল, সেটির মধ্যেও ভিন্ন রকম করে ফুলের ডিজাইন করে নিলাম।
IMG-20221103-WA0377.jpg

❄️❄️ চতুর্থ ধাপ ❄️❄️

পূর্বের ধাপে করা বৃত্তের থেকে তুলনামূলক যে দুটি বৃত্ত বড় ছিল তার মধ্যেও কিছুটা ইউনিক ধরনের ডিজাইন করে নিলাম । এক্ষেত্রে কালো বলপেন এবং ভিন্ন কালালের স্কেচ পেনের সাহায্য নিয়েছি।
IMG-20221103-WA0368.jpg

❄️❄️ পঞ্চম ধাপ ❄️❄️

এই ধাপটিতে অন্য যে বৃত্তগুলো ডিজাইন করতে বাদ ছিল সেগুলোর মধ্যে আলাদা আলাদা ভাবে কিছু ডিজাইন করে নিলাম এবং সব থেকে বড় বৃত্তের পরিধির বাইরের অংশের দিকেও কিছুটা ডিজাইন করে নিলাম।

IMG-20221103-WA0376.jpgIMG-20221103-WA0369.jpg

❄️❄️ ষষ্ঠ ধাপ ❄️❄️

চিত্র অংকন শেষে নিজের নাম লিখে নিলাম চিত্রের নিচে।

IMG-20221103-WA0375.jpgIMG-20221103-WA0370.jpg

❄️❄️ সপ্তম ধাপ ❄️❄️

চিত্র অংকন সম্পন্ন করে এবং নিজের নাম লেখার পরে ফাইনাল যে আউটপুট টি পেলাম তার একটি চিত্র এটি।
IMG-20221103-WA0374.jpg

আজকের শেয়ার করা ১৬ তম রঙিন ম্যান্ডেলার চিত্রাংকনটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

❄️❄️ ধন্যবাদ সবাইকে❄️❄️

Sort:  
 2 years ago 

কেন যেন ম্যান্ডেলা আমার খুব ভালো লাগে, একটা সময় প্রচুর মেন্ডেলা তৈরি করতাম তাই মেন্ডেলার প্রতি একটা ভালোবাসা কাজ করে আমার, আপনিও সেই ভালোলাগার বা ভালবাসার জায়গা থেকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন নিখুঁত ভাবে, চমৎকার লাগছে আজকের মেন্ডেলাটি।

 2 years ago 

ভাই এত সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এক সময় আপনি অনেক ম্যান্ডেলা আর্ট করতেন জেনে বেশ ভালো লাগলো।

 2 years ago 

আপনার ম্যান্ডেলার চিত্রাংকন দুর্দান্ত হয়েছে। বিশেষ করে রং করার মাধ্যমে আরো ফুটিয়ে তুলেছেন। চিত্র অঙ্কন করার দক্ষতা অনেক বেশি দেখে বুঝা যাচ্ছে। আপনি অত্যন্ত নিখুঁতভাবে এই মেন্ডেলা চিত্র অঙ্কনটি সম্পূর্ণ করেছেন এবং আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের এত প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভাইয়া আপনার আজকের রঙিন ম্যান্ডেলার আর্টটি বেশ সুন্দর হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আপনার আর্ট গুলো সব সময়ই খুব সুন্দর হয় ।আজকের আর্ট টিও তার ব্যতিক্রম নয়। রঙিন মেন্ডেলাগুলো দেখতে বেশি সুন্দর লাগে। আর আপনাদের ওখানে শীত কমে গিয়েছে কিন্তু আমাদের এখানে তো শীত বেশ ভালই পড়ছে। যাই হোক আপনার ম্যান্ডেলা আর্ট টি বেশ ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

আমার শেয়ার করার রঙিন ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। হ্যাঁ আপু আমাদের এইখানে কয়েকদিন ধরে শীত কম পড়ছে, কয়েকদিন পর থেকে একটু বেশি শীত পড়বে বলে মনে হচ্ছে।

 2 years ago 

সকাল সকাল ঘুম থেকে উঠে চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করে রেখেছেন ৷ রঙ্গিন ম্যান্ডেলা আর্টটি খুবই সুন্দর হয়েছে ৷ আসলে ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার খুবই ভালো লাগে ৷ যদিও এগুলো করতে অনেক সময় লাগে ৷ আপনি নিখুঁত ভাবে ম্যান্ডেলা আর্টটি করছেন ৷ ভালো লাগলো দেখে ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

হ্যাঁ ভাই চেষ্টা করেছি সুন্দর একটা রঙিন ম্যান্ডেলা আর্ট করার।এটি দেখে আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

ঠিকই বলেছেন শীতের ভিতরে সকাল সকাল ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না শীত না থাকলে তাও একটু সকালে ওঠা যায়। সকালে উঠলে অনেক কাজ করে ফেলা যায়। আপনার ম্যান্ডেলা আর্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে, অনেক আনকমন সুন্দর সুন্দর ডিজাইনের আর্ট করেন। আজকের আর্টটিও কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক নিখুঁত করে আপনি আর্টটি করেছেন ভালো লাগলো বেশ।

 2 years ago 

হ্যাঁ আপু শীতের সকালে ওঠা একটু কষ্টকর। যদিও কয়েকদিন ধরে শীতের প্রভাব কম থাকায় সকালে ওঠা সম্ভব হচ্ছে এখন। ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আপনি বৃত্তাকার দেখতে দারুন একটি মেন্ডেলা তৈরি করেছেন। রং করার কারণে মেন্ডেলের দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আসলে রং করলে ম্যান্ডেলা গুলো দেখতে এমনিতেই অনেক বেশি সুন্দর লাগে। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর ম্যান্ডেলা আর্ট করার প্রক্রিয়াগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ম্যান্ডেলা আর্টের মধ্যে রং করলে তা বেশ ভালই লাগে এই ব্যাপারটা আমিও লক্ষ্য করে দেখেছি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76530.78
ETH 3054.36
USDT 1.00
SBD 2.63