কেনাকাটার জন্য নয়, একটু ঘোরাঘুরির জন্য গেছিলাম শপিংমলে!

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও ঠিকঠাক আছি।

আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজ বিকেলের দিকে বেরিয়ে একটু শপিংমলে গেছিলাম কেনাকাটার জন্য নয় , জাস্ট ঘোরাঘুরি করার জন্য তাই নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। শপিং মলে যে শুধু শপিং করতেই যেতে হবে এর কোন ধরা বাধা নিয়ম নাই। যখন একটু অবসর সময় পাই আমি বন্ধুবান্ধব অথবা একাই চলে যাই শপিংমলে । সব দিন কোন কিছু কিনতে হবে এই উদ্দেশ্য নিয়ে যাই না । এমনি ঘুরতে ঘুরতে যাই তারপর যদি কোন জিনিস ভালো লাগে তাহলে তাই কিনে নিয়ে চলে আসি বাড়ি। বিগত আট বছর ধরে এমন ভাবেই চলে আসছে।

20220610_192420.jpg

আজ বিকালে একা একাই বেরিয়েছিলাম আমাদের নিকটবর্তী বারাসাত স্টেশন এর পাশের একটি জায়গাতে। জায়গাটির নাম হল চাঁপাডালির মোড়। চাঁপাডালির মোড়ের বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে বড় একটি শপিং মল। কয়েক বছর আগেও এখানে প্রচুর পরিমাণে আসতাম কিন্তু এই শপিং মলের থেকে বড় আরেকটি শপিংমল আমাদের বাড়ির কাছাকাছি নতুন হওয়ায় এখানে একটু কমই আসা হয়। মাঝেমধ্যেই বাড়ির কাছের সেই শপিং মলটিতে যেয়ে থাকি তাই ভাবলাম আজ এই শপিং মল টিতে যাই। আজকে বের হয়ে পরিবেশটাও বেশ সুন্দর পেয়েছিলাম। এখন গরম অনেকটাই কমে গেছে শীতের আগমনের হাওয়া বোঝা যাচ্ছে। যাইহোক সেখানে পৌঁছানোর পর শপিংমলের সবকিছু ভালোভাবে ঘুরে ঘুরে দেখি। পোশাকের জায়গা থেকে শুরু করে খাবারের জায়গা কোন কিছুই বাদ দেয়নি ঘুরতে আজকে।

20220610_164706.jpg

এইসব ঘোরাঘুরি শেষ করে যাই বসে খাবার খাওয়ার জন্য একটি জায়গা রয়েছে সেখানে। সেইখানে গিয়ে কিছু একটা খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেখানে নতুন সিস্টেম চালু হয়েছে সরাসরি টাকা পে করে খাওয়া যাবে না। তাদের একটি নির্দিষ্ট কার্ডে টাকা ভরে তারপর সেটা দিয়ে পে করে খেতে হবে। এরকম জটিল নিয়মের কারণে সেইখানে গিয়ে আর খাওয়া হয়নি আমার। কয়েকটি ফটোগ্রাফি করে আবার নিচে চলে আসি। নিচে আসার পরে আবার একটু ইলেকট্রনিক্সের দোকানগুলোতে যাই একটু মোবাইল দেখার জন্য । সেখানে গিয়ে নতুন নতুন আসা কয়েকটি মোবাইল দেখি । আমার মোবাইল যথেষ্ট ভাল রয়েছে তারপরও জাস্ট ঘুরতে গেছিলাম তাই একটু দেখে আসলাম। এইভাবে শপিংমলের মধ্যে কমবেশি সব জায়গায় ঘোরাঘুরি করার পরে বাইরে বেরিয়ে আসি। মোটামুটি দেড় ঘন্টার মত সময় আমি এই শপিংমলের মধ্যেই ঘোরাঘুরি করে কাটিয়েছিলাম। আজ কয়েকটা জিনিস বেশ পছন্দই হয়েছিল কিন্তু দাম একটু বেশি ছিল তাই আর কিনি নি । ডিসেম্বর মাসের দিকে এই সব জিনিস একটু অফারে পাওয়া যাবে তাই সেই সময় গিয়ে কিনে নিয়ে আসব এই ভেবে রেখেছি। এভাবে আজ শপিংমলে গিয়ে শুধুমাত্র ঘোরাঘুরি করে কোন কিছু না কিনেই বাড়ি ফিরেছি।

20220610_164735.jpg
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: চাঁপাডালি মোড়, বারাসাত, ওয়েস্ট বেঙ্গল।

20220610_191618.jpg

20220610_191628.jpg

20220610_163800.jpg
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: চাঁপাডালি মোড়, বারাসাত, ওয়েস্ট বেঙ্গল।

20220610_163806.jpg

বন্ধুরা, শপিংমলে ঘোরাঘুরি নিয়ে করা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই শেয়ার করো আমার সাথে । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

🛒🛒 ধন্যবাদ সবাইকে 🛒🛒

Sort:  
 2 years ago 

ভাই আপনি ঠিকই বলেছেন শপিং মলে যে শুধু শপিং করতে হবে এমন কোন কথা নেই ।আসলে মাঝে মাঝে একটু ঘোরাঘুরির জন্য যেতেও বেশ ভালো লাগে । তবে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে কোন একটা জিনিস পছন্দ হয়ে গেলে সেটা কেনার মধ্যে অন্যরকম আনন্দ আছে । আজকে শুধু কেনাকাটা করতে যাব এমন একটা মন মানসিকতা নিয়ে না যাওয়ার মধ্যে অন্যরকম আনন্দ রয়েছে । তবে আপনি বেশ খানিকটা সময় শপিংমলে কাটিয়েছেন এবং ভালো একটা সময় উপভোগ করেছেন জেনে ভালো লাগলো । তবে খাবারের জায়গাটার সিস্টেমটা আমার কাছেও একটু অন্যরকম লাগলো ।ভালোই করেছেন ওখান থেকে না খেয়ে । বেশ ভালো ছিল আপনার পোস্ট টি ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর সাজিয়ে গুছিয়ে কমেন্টটি করার জন্য। খাবারের জায়গাতে প্রথমে তাদের কার্ডের মধ্যে টাকা পে করে, সেই কার্ডের মাধ্যমেই খাবার গুলো কিনতে হতো যা একটা জটিল প্রসেস আমার কাছে মনে হয়েছিল। এই জন্য সেখানে গিয়ে আর খাওয়া হয়নি।

 2 years ago 

মলটা বেশ ভাল লাগলো আমিও আপনার মতো ভাই মাঝে মাঝে চলে যায় শপিং মলে ঘুরার জন্য।হাহাহা দারুন উপভোগ করলাম।উপস্থপনা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আমাদের মত এরকম অনেক মানুষই আছে যারা শুধুমাত্র শপিংমলে কেনাকাটার জন্য না , একটু ঘোরাঘুরি করার জন্যও যায় । মাঝে মাঝে লোকের কেনাকাটা দেখতে বেশ ভালই লাগে।

 2 years ago 

মানুষের মন যদি আতাল পাতাল করে তাহলে যেখানে গেলে তার শান্তি মিলে সেখানেই চলে যায়। তাছাড়া এমন কোন কথা না যে যে কোন জায়গায় গেলে সেই জায়গার জিনিসটাই আমাদের কিনতে হবে। শপিং মলে আপনার ঘুরাঘুরি সময়টুকু পড়ে অনেক ভালো লাগলো ভাই।

আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আমার শপিংমলে ঘোরাঘুরির ব্লগটি পড়ার জন্য। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ভাইয়া আপনি ঠিক বলেছেন, শুধু শপিং করলেই শপিং মলে যেতে পারবে আর শপিং না করলে যেতে পারবে না এমন তো কোন নিয়ম নেই। আজকে দেখে ভাল লাগলে আগামী কাল গিয়েও আনা যাবে। বিলপে প্রবলেমের কারনে আপনার খাওয়া টা হলো না সেটার জন্য খারাপ লাগলো। তাতে কি হয়েছে অন্য একদিন গিয়ে খাবেন। শপিং মলে ঘুরাঘুরি করে একটি লাভ হয়েছে সেটা হলো একটি পোষ্ট হয়ে গেল হা হা হা হা। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সেটাই নতুন সিস্টেম চালু হওয়ার কারণে আর খাওয়া হলো না আমার । হ্যাঁ এটা তো একটা বড় লাভ হল ঘুরতে গিয়ে একটা পোস্ট এর কনটেন্ট পেয়ে গেলাম যা আপনাদের সাথে শেয়ার করেছি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64349.87
ETH 2775.11
USDT 1.00
SBD 2.65