ডাই পোস্ট: কাগজ দিয়ে তৈরি ভিন্ন ভিন্ন কালারের পাপড়ি যুক্ত দুটি ফুল
নমস্কার সবাইকে,
| তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি। |
|---|
আজকের ব্লগে আমি তোমাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করতে যাচ্ছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে যোগদান করার পর থেকেই নিজের সৃজনশীলতা প্রকাশ করার চেষ্টা করে যাচ্ছি নিয়মিত। ভিন্ন ভিন্ন ধরনের সৃজনশীলতা মূলক কাজ আমি বিভিন্ন সময় উপস্থাপন করে থাকি। তার মধ্যে আর্ট, গল্প , ফটোগ্রাফি, কবিতা, বিভিন্ন ডাই পোস্ট উল্লেখযোগ্য। এই ধরনের কাজ করতে করতে এখন বেশ ভালই লাগে। কাজ করার মধ্যে একটা আনন্দ খুঁজে পাই। বিশেষ করে অবসর সময় বিভিন্ন ডাই পোস্ট করতে আমার বেশ ভালই লাগে। কিছুদিন আগে অবসর সময়ে বসে রঙিন কাগজ কেটে দুটি ফুল তৈরি করেছিলাম। আমি ফুল তৈরি করার ধাপগুলো নিচে উপস্থাপন করলাম। আশা করি এই ডাই পোস্টটি তোমাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
● কয়েকটি ভিন্ন কালারের রঙিন কাগজ
● কাঁচি
● আঠা
● পেন্সিল
● টেপ
প্রথম ধাপ
পেন্সিল এবং টেপের এর সাহায্যে রঙিন কাগজের উপর গোল গোল করে অংকন করে নিলাম এবং তা কাঁচির সাহায্যে কেটে নিলাম।
![]() | ![]() |
|---|
দ্বিতীয় ধাপ
গোল গোল করে কেটে রাখা রঙিন কাগজ গুলোকে মাঝ বরাবর ভাঁজ করে নিলাম যা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ।
![]() | ![]() | ![]() |
|---|
তৃতীয় ধাপ
দুটি ভিন্ন কালারের গোল করা কাগজ যে গুলো ভাঁজ করা ছিল টা আঠার সাহায্যে পাশাপাশি লাগিয়ে নিলাম।
![]() | ![]() |
|---|
চতুর্থ ধাপ
বিভিন্ন ধরনের কালারের ভাঁজ করা কাগজ গুলোকে আঠা দিয়ে লাগানোর পর চিত্রের মত একটা ফুলের আকার পাবো।
![]() | ![]() |
|---|
পঞ্চম ধাপ
পূর্বের ধাপগুলো অনুকরণ করে একই রকম আরো একটি ফুল তৈরি করে নিলাম। ফুল দুটি তৈরির সম্পূর্ন প্রক্রিয়া সম্পন্ন করার পর ফুলের ফাইনাল যে আউটপুট টি পেলাম টা তোমরা নিচের চিত্রে দেখতে পাচ্ছ।
![]() | ![]() |
|---|












ঠিক বলেছেন ভাইয়া এই ধরনের কাজের মধ্যে আমরা বেশ আনন্দ খুঁজে পাই। নতুন নতুন জিনিস তৈরি করতে সক্ষম হলে বেশ ভালো লাগে। আপনি বিভিন্ন রঙের রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর দুটি ফুল বানিয়েছেন ভাইয়া। পাপড়িগুলো একেকটা একেক কালার হওয়াতে বেশি ভালো লাগছে।
আপু আপনিও এই ধরনের কাজ করে আনন্দ খুঁজে পান জেনে ভালো লাগলো। নতুন নতুন জিনিস তৈরি করা সত্যিই আনন্দের ব্যাপার। আপনার সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে ভিন্ন ভিন্ন কালারের চমৎকার দুটি ফুল তৈরি করেছেন ভাইয়া ।পাপড়ি গুলো ভিন্ন ভিন্ন কালার হওয়ায় দেখতে আরো বেশি ভালো লাগছে । আসলে রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালো লাগে । ধন্যবাদ আপনাকে ।
এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আমার শেয়ার করা কাগজের ফুল দুটির প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
আমার শেয়ার করা রঙিন কাগজের ফুল আপনার কাছে সুন্দর লেগেছে জেনে খুশি হলাম। আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা রইল আপু।
হাতের কাজে আপনি সবসময় ভীষণ দক্ষতার পরিচয় দেন ভাই। আপনার কাজের ফিনিশিং গুলো সব থেকে বেশি সুন্দর হয়। আজকের ডাই প্রজেক্টটা দেখছিলাম আর ভাবছিলাম সত্যি সত্যি কোন ফুল যদি এরকম থাকতো যার পাপড়িগুলো এক একটা এক এক রকমের রঙে মোড়ানো থাকবে! কালার কম্বিনেশন টা ভীষণ ভালো হয়েছে ভাই। নতুন কোন চমক এর অপেক্ষায় থাকলাম।
বরাবরের মতো আমার হাতের কাজের দক্ষতার প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। অবশ্যই ভাই সামনে আরো নতুন নতুন চমক দেখতে পাবেন।
ঠিকই বলেছেন কাজ করার ভিতরে আমরা একটা আনন্দ পাই দেখেই রংবেরঙের জিনিস বানাতে পারি এবং আনন্দ সহকারে কাজ করে যেতে পারছি। বিভিন্ন কালারের পাপড়ি যুক্ত ফুলটি কিন্তু ভালোই বানিয়েছেন অনেক আকর্ষণীয় লাগছে ফুলটি। আমার কাছে অনেক ভালো লেগেছে।
হ্যাঁ আপু আমরাও সবাই অনেক আনন্দের সাথে এই কাজগুলো করে থাকি। আমার শেয়ার করা রঙিন কাগজের ফুল আপনার কাছে আকর্ষণীয় লেগেছে জেনে অনেক ভালো লাগলো।
রঙিন কাগজ দিয়ে কি সুন্দর দুটো ফুল শেয়ার করলেন।পাপড়ি গুলো ভিন্ন ভিন্ন হলেও খুব ভালো লেগেছে।আপনি ধাপগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
হ্যাঁ আপু এই ফুলটিতে পাপড়িগুলো ভিন্ন ভিন্ন কালারের দিয়েছি । একটু অন্যরকম ভাবে ফুলটি করার চেষ্টা করলাম আর কি।
রঙিন কাগজের তৈরি ডাই পোস্টগুলো আমার কাছে খুবই ভালো লাগলো। রঙিন কাগজ কেটে সুন্দর দুটি ফুল তৈরি করেছে। দেখতে খুবই সুন্দর লাগছে। ভিন্ন ভিন্ন কালারের পাপড়ি দেওয়াতে ফুল দুটি আরো বেশি ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাইআমাদেরকে উপহার দেওয়ার জন্য।
রঙিন কাগজ দিয়ে তৈরি করা পোস্টগুলো আপনার ভালো লাগে জেনে আমারও ভালো লাগলো। যাই হোক আমার শেয়ার করা ডাই পোস্টের প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
কাগজ দিয়ে তৈরি পাপড়ি যুক্ত ফুল দুটি দেখতে খুব সুন্দর লাগছে ভাই। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে। আশা করি সামনে আরো সুন্দর সুন্দর অরিগ্যামি আপনার কাছ থেকে দেখতে পাবো। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার শেয়ার করা রঙিন কাগজের ফুল দুটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। হ্যাঁ ভাই সামনে আরো এরকম জিনিস দেখতে পারবেন। সব সময় চেষ্টা করব ক্রিয়েটিভ কিছু তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার।