রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন -০৯
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি। |
---|
বন্ধুরা , বেশ কিছুদিন পর আজ তোমাদের সাথে একটি চিত্র অঙ্কন শেয়ার করব। এই চিত্র অঙ্কনটি একটি ম্যান্ডেলার চিত্র অংকন। আজ তোমাদের সাথে রঙিন ম্যান্ডেলার নবমতম চিত্রাংকনটি শেয়ার করব। ম্যান্ডেলা চিত্রাংকনের ক্ষেত্রে আমি চেষ্টা করি কিছুটা ভিন্নতা প্রদান করার। আজকের শেয়ার করা রঙিন ম্যান্ডেলার ভিতরে ফুলের মত ডিজাইন করে ম্যান্ডেলাটি করেছি। ম্যান্ডেলাটিতে আজকে দুটি কালার ব্যবহার করে সমস্ত প্রকার ডিজাইন করেছি। নিচে আমি ধাপে ধাপে চিত্রাংকনের প্রসেস গুলো শেয়ার করলাম। তোমরা যদি কেউ এমন ধরনের ম্যান্ডেলার চিত্রাংকন করতে চাও তাহলে খুব সহজে আমার শেয়ার করা ধাপগুলো ফলো করেই করতে পারবে। তাহলে চলো আজকের শেয়ার করা রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন টি দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
● সাদা খাতা
● দুটি ভিন্ন কালারের কলম
● জ্যামিতিক কম্পাস
🍁🌸🍁 প্রথম ধাপ 🍁🌸🍁
জ্যামিতিক কম্পাস এবং কালো কালারের কলমের সাহায্যে প্রথম একটি বৃত্ত অঙ্কন করে নিলাম।
🍁🌸🍁 দ্বিতীয় ধাপ 🍁🌸🍁
এবার বৃত্তের মধ্যে ফুলের মত আকৃতির একটি ডিজাইন করে নিলাম এবং সেটির কিছু অংশে রঙিন পেনের সাহায্যে একটু কালার করে নিলাম।
🍁🌸🍁 তৃতীয় ধাপ 🍁🌸🍁
ফুলের মত অংশের ভিতরে সুন্দর আরো কিছু ডিজাইন করে দিলাম এবং ফুলটির বিভিন্ন জায়গায় রঙিন পেনের সাহায্যে কালার করে নিলাম।
🍁🌸🍁 চতুর্থ ধাপ 🍁🌸🍁
ফুলের যে অংশটি ছিল ,সেই অংশের সাথে আরো কিছু পাঁপড়ির মতো ডিজাইন অঙ্কন করে নিলাম। সেইসব পাঁপড়ির মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন করার মাধ্যমে ফুলটিকে সুন্দর করে তুললাম।
🍁🌸🍁 পঞ্চম ধাপ 🍁🌸🍁
ডিজাইন করা ফুলের বাইরের অংশে রঙিন পেন এবং কালো কালারের পেনের সাহায্যে অনেক সুন্দর ডিজাইন অংকন করে নিলাম।
🍁🌸🍁 ষষ্ঠ ধাপ 🍁🌸🍁
ম্যান্ডেলা চিত্রাংকন টি অঙ্কন করা শেষে চিত্রাংকনের নিচে নিজের নাম লিখে নিলাম।
🍁🌸🍁 সপ্তম ধাপ 🍁🌸🍁
ম্যান্ডেলা চিত্রাংকনের সমস্ত প্রসেস কমপ্লিট করার পরে ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।
ওয়াও ভাইয়া আপনার ম্যান্ডেলা চিত্রাংকনটি দেখে মনে হচ্ছে প্রিন্ট করা। সত্যিই অসাধারণ চিত্রাংকন করেছেন। আমি তো দেখি একদম মুগ্ধ হয়ে গেলাম। খুব নিখুঁতভাবে কাজটি ফুটিয়ে তুলেছেন। ডিজাইনটি সত্যিই অসাধারণ হয়েছে। প্রশংসনীয় একটি কাজ। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ম্যান্ডেলা চিত্রাংকন আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে আমার আজকের শেয়ার করা ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য।
বাহ বেশ সুন্দর একটি মান্ডালা আর্ট করেছেন। আপনার এই রঙিন মান্ডালা আর্ট আমার অনেক ভালো লেগেছে। নিশ্চয়ই এই আর্ট করতে অনেক সময় লেগেছে। এই ধরনের আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু এই আর্ট টি করার জন্য অনেকটা সময়ের দরকার পড়েছিল আমার। এত সুন্দর ভাবে আমার আর্টের প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি খুব সুন্দর করে ম্যান্ডেলার চিত্রাংকন করেছেন। দেখে খুব ভালো লাগলো। আসলে আপনার চিত্র অঙ্কনটি বেশ দুর্দান্ত হয়েছে। এতো নিখুত ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার চিত্রাংকন নিয়ে আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ভাই আপনি খুব সুন্দর করে একটা কালারফুল মেন্ডেলা আর্ট করেছেন। আপনার কালার ফুল ম্যান্ডেলা আর্ট টি সত্যি খুব সুন্দর হয়েছে। এটি আলপনার কাজ হিসেবে ব্যবহার করা যাবে। আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর এই মেন্ডেলা আর্ট এর জন্য।
হ্যাঁ আপু আলপনার কাজে ব্যবহার করা যেতে পারে এই ধরনের ম্যান্ডেলা আর্টের ডিজাইন। ম্যান্ডেলা আর্ট এর প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রঙ্গিন ম্যান্ডেলা চিত্র অংকনটি খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই দক্ষ তার সাথে এই ম্যান্ডেলা চিত্রাংকন করলেন। আসলে ম্যান্ডেলার গুলো দেখতে খুবই ভালো লাগে।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ম্যান্ডেলা আর্টটির এত প্রশংসা করার জন্য আপনাকে ।
রঙ্গিন ম্যান্ডেলা চিত্র অংকনটি খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই দক্ষ তার সাথে এই ম্যান্ডেলা চিত্রাংকন করলেন। আসলে ম্যান্ডেলার গুলো দেখতে খুবই ভালো লাগে।
ভুল করে মনে হয় একই কমেন্টে দুই বার হয়ে গেছে ভাই।
অনেক ভালো লাগলো আপনার এই আর্টটি দেখে ৷খুব নিখুঁত ভাবে সম্পূর্ণ করেছেন এই আর্ট এর কাজ ৷ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট এত সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
আমার আর্ট টি দেখে আপনার ভালো লাগলো শুনে বেশ খুশি হলাম আমি । আমার শেয়ার করা আর্ট এর এত প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
দুটি কালার দিয়ে ম্যান্ডেলার অঙ্গনটি করার জন্য দেখতে খুবই সুন্দর লাগছে। ঠিকই বলেছেন আপনি এরকম চিত্র কেউ অঙ্কন করতে চাইলে খুব সহজে আপনার ধাপগুলো অবলম্বন করে অঙ্কন করতে পারবে । কারণ ধাপগুলো এত সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন। আর্টটি খুবই নিখুঁতভাবে করেছেন জন্যই সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু চিত্রাংকন টি ধাপে ধাপে শেয়ার করার কারণ হলো যদি কেউ আমার মত করে চিত্র অঙ্কনটি করতে চাই তাহলে সে খুব সহজেই করতে পারবে। আমার শেয়ার করা আর্টের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।