লাইফ স্টাইল || টিভি কিনতে গিয়ে
নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের এই কমিউনিটিতে বিভিন্ন সময় আমি বিভিন্ন রকমের পোস্ট শেয়ার করে থাকি। আসলে আমাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, সারাদিনের কাজকর্ম, কেনাকাটা ইত্যাদি বিভিন্ন বিষয় এখানে সবাই শেয়ার করে থাকে। তাছাড়া সবাই এখানে তাদের সৃজনশীল কাজগুলোও তুলে ধরে। যাইহোক, আজকের এই ব্লগে আমি কেনাকাটা রিলেটেড একটি পোস্ট তোমাদের সাথে শেয়ার করবো। এই পোস্টে আমি টিভি কিনতে যাওয়ার কিছু ঘটনা এখানে শেয়ার করবো।
আসলে বেশ কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর সাথে টিভি কিনতে গেছিলাম কারণ তাদের একটি বড় টিভির প্রয়োজন ছিল । তাদের বাড়িতে আসলে ২২ ইঞ্চির একটি টিভি ছিল। কিন্তু দূর থেকে এই টিভিতে কোন প্রকার সিনেমা বা সিরিয়াল দেখতে তাদের নাকি অসুবিধা হয়ে যেতো। সেজন্য তারা সিদ্ধান্ত নিয়েছিল একটি বড় স্ক্রিনের টিভি কিনবে। আর এই সম্পর্কে আমার সেই বন্ধু আমার সাথে পরামর্শ করে। তারপর আমি তাকে আমাদের এখানকার একটি বড় ইলেকট্রনিক্সের দোকান "খোসলা ইলেকট্রনিক্সের" সন্ধান দিই। তবে তাকে সন্ধান দিলেই শুধু হয় না, তার সাথে আমাকে যেতেও বলে একদিন। যাইহোক, বন্ধুর কথায় আমি রাজি হয়ে যাই। তারপর দুই বন্ধু হাঁটতে হাঁটতে চলে যাই এই খোসলা ইলেকট্রনিক্সের দোকানে একদিন। এইখানে আসলে বিভিন্ন ধরনের টিভি ছিল। বিভিন্ন নামিদামি ব্রান্ডের টিভি গুলো আমরা এখানে গিয়ে দেখতে পাই।
ছোট থেকে শুরু করে বড় সব ধরনের টিভি এখানে দেখতে পেয়েছিলাম। এখানে অনেক ধরনের টিভি থাকার কারণে কোন টিভির পিকচার কোয়ালিটি ভালো, সেটা আমরা ভালো করে বুঝতে পারছিলাম। আসলে একসাথে অনেক টিভি থাকলে তুলনা করা যেমন সহজ হয়, তেমনি কোন ক্রেতার জন্য সিলেকশন করাও অনেকটা সহজ হয়ে যায়। তাছাড়া টিভি কেনার ক্ষেতে টিভির পিকচার কোয়ালিটি না দেখে তো আবার কেনা যায়না। যাইহোক, আমরা একটু সময় নিয়ে সব কিছু ঘুরে ঘুরে দেখি প্রথমে। এখানে যখন আমরা টিভি গুলো দেখছিলাম, দুইজন শপের কর্মচারী এসে এই ব্যাপারে আমাদের সাহায্য করছিল। আসলে টিভি সম্পর্কে খুব বেশি নলেজ আমারও ছিল না। তবে ওইখানে গিয়ে তিরিশ মিনিটের মধ্যে মনে হয় অনেক ধারণা নিতে পেরেছিলাম। তারা স্যামসাং,সনি, এলজি, এইসব নামি দামি কোম্পানির টিভিগুলোর সব ফিচার্স গুলো আমাদের সামনে তুলে ধরে।
বিভিন্ন কোম্পানির টিভির দামেরও বেশ খানিকটা পার্থক্য দেখা যায়। এখানে গিয়ে আমি বুঝতে পারি সনি টিভির সব থেকে বেশি দাম এইখানে যে কয়েকটা ব্র্যান্ড ছিল তার মধ্যে। আর আমার বন্ধুর টিভি কেনার বাজেট অনেকটাই ছিল। সেইজন্য সে একটা সনি কোম্পানির টিভি পছন্দ করে। সে ৪৩ ইঞ্চি একটি টিভি পছন্দ করেছিল । এই টিভিটির দাম মোটামুটি ৪৪ হাজার টাকার মতো লেগেছিল সবকিছু দিয়ে। যদিও তার বাজেট ছিল ৫০ হাজারের মধ্যে। যেহেতু তার বাজেটের ভিতর হয়ে গেছিল টিভি কেনা, এটাই ভালো ব্যাপার ছিল। আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, এইখানে গিয়ে টিভি কেনার পূর্বে আমরা একই ধরনের ভিডিও সবগুলো টিভিতে চালাতে বলি। তারপর আমরা কম্পেয়ার করে দেখি সনি টিভির পিকচার কোয়ালিটি সব থেকে বেস্ট। সেই হিসেবেই আমরা সনি টিভি টি পছন্দ করেছিলাম।
আমরা সেদিন টিভি কিনবো বলে পকেটে করে টাকাও নিয়ে গেছিলাম। সেজন্য নগদ ক্যাশ দিয়ে আমরা টিভি টি সেদিন কিনে নিই। আসলে টিভির দাম ৪৬ হাজারের মতো ছিল। তবে দোকানের এক কর্মচারী আমাদেরকে অফার দিয়ে দুই হাজার টাকার মতো কম করিয়ে দেয়। এইভাবে সেদিন দুই বন্ধুর টিভি কেনার পর্ব সম্পন্ন হয়। তারপর আমরা বাড়ির দিকে টোটো রিজার্ভ করে টিভি নিয়ে রওনা করি । টোটোতে করে আসার সময় আমি আমার বাড়ির কাছাকাছি একটি জায়গায় নেমে যাই এবং আমার বন্ধু টোটোতে করে তার বাড়িতে টিভিটি নিয়ে চলে যায়। এই ছিল আমার টিভি কেনার পুরো ঘটনা।
পোস্ট বিবরণ
শ্রেণী | লাইফ স্টাইল |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত , নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
টিভি কিনা সম্পর্কে আপনার খুব বেশি নলেজ না থাকলেও এখন অনেকটাই হয়েছে নিশ্চয়ই। বিভিন্ন নামিদামি ব্রান্ডের টিভির ফিচারগুলো সম্পর্কে জেনেছেন। যাচাই-বাছাই করে বাজেটের মধ্যেই বেশ ভালো একটা টিভি কিনেছেন আপনারা। ভালো লাগলো আপনাদের টিভি কিনার মুহূর্তগুলো দেখে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আমার এই টিভি কেনার মুহূর্ত গুলো দেখে আপনার যে ভালো লেগেছে, সেটা জেনে আমারও ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে, আপনার এই সুন্দর মন্তব্যের জন্য।
আপনিসহ আপনার বন্ধুর জন্য টিভি কিনতে গিয়েছিলেন দেখে অনেক ভালো লাগলো। ৪৩ ইঞ্চির একটি টিভি ৪৬ হাজার টাকা। আমার তো মনে হয় টিভিটা অনেক বেশি ভালো হবে। অফার দিয়ে ২০০০ টাকা কমিয়ে রেখেছিল আপনাদের থেকে, এটা জেনে তো আরো ভালো লেগেছে। এবার তাহলে ওনারা দূর থেকেও ভালোভাবে টিভি দেখতে পারবেন। টিভি কেনার এত সুন্দর একটা মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখেই আমার কাছে খুব ভালো লেগেছে।
হ্যাঁ আপু, ঠিক কথা বলেছেন, এবার থেকে তারা দূর থেকেও ভালোভাবে টিভি দেখতে পাবে।
ভাইয়া আমি আপনার বন্ধুর সাথে টিভি কিনতে গিয়েছিলেন জেনে ভালো লাগলো। অনেকে ছোট টিভিতে ভালোভাবে দেখতে পারেনা। আর কারো কাছে ভালো লাগে না। তাই বড় টিভি কেনার চেষ্টা করে। আপনার বন্ধুর পরিবারের লোকদেরও তেমনটা হয়েছে ভাইয়া।
হ্যাঁ আপু, ঠিক কথা বলেছেন আপনি। যাইহোক, আপনার এই মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার বন্ধুর সাথে টিভি কিনতে যাওয়ার সময়টা বেশ ভালো কেটেছে। আসলে বাড়ির জন্য বড়ো টিভি হলেই ভালো হয়।সনি টিভি তো ভালো অনেক।টিভি কেনার বিস্তারিত সব জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।
আমার শেয়ার করা এই পোস্টটি যে আপনার কাছে সুন্দর লেগেছে তা জেনে অনেক খুশি হলাম দিদি আমি। ধন্যবাদ আপনাকে, আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।