রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন- ১৯

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।

আজ সকাল সাতটায় ঘুম থেকে উঠেছি। আজ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে তা হলো আজ একটু বাইরে ঘুরতে যাব। সকালে ঘুম থেকে উঠে বাড়ির অনেকগুলো কাজ বাকি ছিল যা এতদিন অসুস্থতার কারণে করতে পারিনি সে কাজগুলো কমপ্লিট করেছি । আজ ঘুরতে বারো মন্দির ঘাট নামক একটি জায়গায় যাব। এই জায়গাটি আমার সত্যি খুব ভালো লাগে । এইখানে গিয়ে নদীর পাড়ে বসে সময় কাটানো যায় আর নদীর পাড়ে বসে থাকতে আমার খুবই ভালো লাগে। আজ ঘুরতে যাবো বলে, সকালে ঘুম থেকে উঠে একটি রঙিন ম্যান্ডেলার আর্ট করে নিয়েছি। বাইরে ঘোরাঘুরি করতে গেলে ব্লগিং লেখার সময় পাওয়া যাবে না তাই জন্য আজ সকাল সকাল কাজটা করে নিয়েছি। আমি নিচে ধাপে ধাপে চিত্র অঙ্কনের প্রসেস গুলো শেয়ার করছি। আশা করি রঙিন ম্যান্ডেলার এই চিত্রাংকনটি তোমাদের ভালো লাগবে।

IMG-20221103-WA0225.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
● দুটি ভিন্ন কালারের পেন
● জ্যামিতিক কম্পাস

IMG-20221103-WA0448.jpg

🎀🎀 প্রথম ধাপ🎀🎀

জ্যামিতিক কম্পাস এবং কালো কলম এর সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম।

IMG-20221103-WA0199.jpg

🎀🎀দ্বিতীয় ধাপ🎀🎀

এখন এই বৃত্তের মধ্যে ওই বৃত্তের থেকে কম ব্যাসার্ধের আরও ৪ টি বৃত্ত অঙ্কন করে নিলাম কম্পাস এবং কালো কলমের সাহায্য নিয়ে।

IMG-20221103-WA0198.jpg

🎀🎀 তৃতীয় ধাপ🎀🎀

কালো এবং রঙিন বল পেন এর সাহায্য নিয়ে সব থেকে ছোটো দুটি বৃত্তের মধ্যে ফুলের মত করে এবং অন্যান্য কিছু ডিজাইন করে নিলাম।

IMG-20221103-WA0449.jpg

🎀🎀চতুর্থ ধাপ🎀🎀

চতুর্থ ধাপে ছোট দুটি বৃত্তের থেকে তুলনামূলক বড় যে দুটি বৃত্ত ছিল তার মধ্যে ছোট বড় সাইজের নতুন কিছু ডিজাইন করে দিলাম কালো ও রঙ্গিন পেন এর সাহায্যে।

IMG-20221103-WA0228.jpg

🎀🎀 পঞ্চম ধাপ🎀🎀

পঞ্চম ধাপে বৃত্তগুলোর মধ্যে যে ফাঁকা অংশটি ছিল তার মধ্যে ছোট সাইজের কিছু ডিজাইন করে নিলাম।

IMG-20221103-WA0227.jpg

🎀🎀ষষ্ট ধাপ🎀🎀

ষষ্ট ধাপে চিত্র অংকন শেষে নিজের নাম লিখে নিলাম।

IMG-20221103-WA0212.jpgIMG-20221103-WA0226.jpg

🎀🎀 সপ্তম ধাপ🎀🎀

চিত্র অংকন সম্পন্ন করে এবং নিজের নাম লেখার পরে ফাইনাল যে আউটপুট টি পেলাম তার একটি চিত্র এটি।
IMG-20221103-WA0225.jpg

আজকের শেয়ার করা ১৯ তম রঙিন ম্যান্ডেলার চিত্রাংকনটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানালে আমার বেশ ভালো লাগবে । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

🎀🎀ধন্যবাদ সবাইকে 🎀🎀

Sort:  
 2 years ago 

সত্যিই কোথাও যদি ঘুরতে যাওয়া হয় তাহলে ব্লগ লেখা তেমন একটা সুযোগ পাওয়া হয় না কারণ ঘোরাঘুরি করতে করতে এই দিন শেষ হয়ে যায়। বরাবরই আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর মান্ডালা অংকন শেয়ার করে যাচ্ছেন আপনার অঙ্কন গুলো আমার কাছে খুবই ভালো লাগে। এ ধরনের অংকন করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় আর আপনি খুবই চমৎকারভাবে ধৈর্য সহকারে এগুলো অঙ্কন করেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এত সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালো করে কোনো কাজ করতে গেলে সময় এবং ধৈর্য দুটি জিনিসেরই খুব দরকার পড়ে। আমার শেয়ার করা চিত্রাংকন আপনার খুব ভালো লাগে জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

অসাধারণ হয়েছে দাদা ম্যান্ডালাটি। অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন তাই তো আউটপুট এর সুন্দর।কালো, লাল রঙের কারনে আরো ফুটে উঠেছে।আশা করি মন্দির ভ্রমণের ব্লগ পাব শীঘ্রই।ধন্যবাদ দাদা চিত্রকর্ম টি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর করে কথাগুলো বলার জন্য।

 2 years ago 

রঙিন মেন্ডেলার চিত্র অঙ্কন ধাপ ১৯ অতিক্রম করে ফেলেছেন। এই ধারাবাহিকতা আপনার কাজের কোয়ালিটি বাড়িয়ে তুলেছে। আপনি খুব সুন্দর করে মেন্ডেলার চিত্র অঙ্কন করেন এর আগেও আমি দেখেছি। অনেক ভালো লাগে আপনার মেন্ডেলার চিত্র অঙ্কন গুলো।

 2 years ago 

হ্যাঁ ভাই অনেকগুলো ম্যান্ডেলা আর্ট শেয়ার করে ফেলেছি অলরেডি। নিয়মিত করতে করতে কোয়ালিটির দিক থেকেও ভালো হচ্ছে চিত্রাংকন গুলো।

 2 years ago (edited)

সত্যি বলতে ভাই ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় ও দক্ষতার প্রয়োজন হয়। আর সময় দক্ষতা দুটোই যদি সমন্বয় ঘটানো যায়, তাহলে দারুন ম্যান্ডেলা আর্ট করা সম্ভব।আপনি খুব চমৎকারভাবে রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন করেছেন, যেটি অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সেটা তো অবশ্যই এই ধরনের আর্ট করতে গেলে সময় ও দক্ষতা দুটি জিনিস এর বেশ প্রয়োজন হয়। আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

আসলে ভাই আপনার মেন্ডেলাটি খুবই চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে আমার মন্তব্যের গোছানো একটি ফিডব্যাক দেওয়ার জন্য।

 2 years ago 

খুবই চমৎকার একটা রঙিন ম্যান্ডেলা আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আমি কিছুদিন পূর্বে এ ধরনের আর্ট তৈরি করতাম যার কারণে আমি জানি এগুলো অঙ্কন করার জন্য অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়।

 2 years ago 

আপনি কিছুদিন পূর্বে এ ধরনের আর্ট করেছেন জেনে বেশ ভালো লাগলো। আমার আর্টটির প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

দাদা বিকালে ঘুরলেই তো ভালো লাগে 😁। এতো সকাল সকাল সব কিছুই ফাকাঁ থাকে বলতে গেলে! সকাল সাতটায় উঠে চমৎকার ম্যান্ডেলা আর্ট করে ফেললেন দেখছি। সুন্দর হয়েছে 🌼

 2 years ago 

ঘোরাঘুরির জন্য বিকালের টাইমই সবথেকে ভালো। হ্যাঁ ভাই চেষ্টা করেছি সকালে উঠে সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করার।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন।দেখতে খুবই অসাধারণ লাগছে। আপনার এটি আকঁতে অনেক সময় ও ধৈর্য্য লেগেছে। যাই হোক আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত,সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টটি আপনার কাছে অসাধারণ লেগেছে এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই।

 2 years ago 

সকাল সকাল ঘুম থেকে বেশ সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন ৷ রঙিন ম্যান্ডেলা আর্ট গুলো একটু বেশিই সুন্দর লাগে ৷ আপনার এই ম্যান্ডেলা আর্টটি খুবই সুন্দর হয়েছে ৷ ভীষণ ভালো লাগলো আমার ৷ ধন্যবাদ আপনাকে ম্যান্ডেলা আর্ট পর্ব ১৯ শেয়ার করার জন্য ৷

 2 years ago 

চেষ্টা করেছি ভাই সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করার। আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি আপনার ভীষণ ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি মান্ডালা আর্ট করেছেন। আপনার এই মান্ডালা আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। হালকা কালার করাতে দেখতে অনেক সুন্দর লাগছে। ধাপগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট এর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

অসুস্থ ছিলেন এখন সুস্থ হয়েছেন জেনে অনেক খুশি হলাম দাদা। তবে আপনার অঙ্কন করা ম্যান্ডেলা আর্ট দেখতে খুবই সুন্দর লাগছে। কালারফুল হওয়ায় দেখতে বেশি সুন্দর লাগছে। আপনার আর্ট করার দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টটির প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68650.88
ETH 2429.74
USDT 1.00
SBD 2.37