এলোমেলোভাবে তোলা পাঁচটি ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো । সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও মোটামুটি ভাল আছি।

প্রথমেই আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। অনেকদিন পর আজ তোমাদের সাথে একটি এলোমেলো ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি বেশ ভালবাসি। বিভিন্ন জায়গায় গিয়ে আমি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করে রাখি, সেই ফটোগ্রাফি গুলো স্মৃতির পাতায় থেকে যায়। মাঝে মাঝে যখন আমি সেই ফটোগ্রাফি গুলো দেখি বেশ ভালো লাগে। আজকে ফোনের গ্যালারি দেখার সময় সেরকম কিছু ফটোগ্রাফি আমার সামনে পড়ে। যাই হোক সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক।

InShot_20230601_211917682.jpg

এটি একটি কচি কুমড়ার ফটোগ্রাফি। কিছুদিন আগে আমি এই ফটোগ্রাফিটি আমাদের ছাদ থেকে তুলেছিলাম। আমাদের ছাদে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে । সবজিগুলোর মধ্যে মিষ্টি কুমড়াও রয়েছে। আমাদের এই নতুন গাছে কয়েকটি কচি কুমড়াও হয়েছিল। সেখান থেকে একটি কচি কুমড়ার ফটোগ্রাফি করেছিলাম আমি ছাদে গিয়ে। এই কুমড়া তখন বেশ ছোট ছিল । যদিও ফটোগ্রাফিতে দেখে একটু বেশি বড় মনে হচ্ছে।

স্থান : বারাসাত, নর্থ ২৪ পরগনা।



InShot_20230603_171219125.jpg

এটি একটি চাল কুমড়ার ফটোগ্রাফি। খুবই ছোট অবস্থায় রয়েছে চাল কুমড়া টি। এই বছরেই এই চাল কুমড়ার গাছ লাগানো হয়েছে। এই চাল কুমড়াটি খাওয়ার উপযোগী হতে আরো কয়েক মাস সময় লাগবে। এই ফটোগ্রাফিটিও কিছুদিন আগে বাড়ির ছাদ থেকে তুলেছিলাম।

স্থান :বারাসাত, নর্থ ২৪ পরগনা।



20230524_180316.jpg

এই ফটোগ্রাফিটি কলকাতার একটি রাস্তা থেকে তোলা। কলকাতায় একটি বিশেষ কাজে আমি গেছিলাম আমার এক বন্ধুর সাথে। বন্ধুর অনেকগুলো কাজ ছিল আর আমি তার সাথে গেছিলাম তার একা যেতে হচ্ছিল সেই কারণে। এই ফটোগ্রাফিটিতে যে খয়রি কালারের বিল্ডিং দেখা যাচ্ছে এমন বিল্ডিং কলকাতায় গেলে বিভিন্ন জায়গায় দেখা যায়। এই বিল্ডিংগুলো সাধারণত বেশ পুরনো হয়ে থাকে। কলকাতায় গিয়ে পুরনো এমন বিল্ডিং দেখতে আমার বেশ ভালো লাগে।

স্থান : কলকাতা , ওয়েস্ট বেঙ্গল।



20230514_191141.jpg

এই ফটোগ্রাফি টা হল বার্থডে কেকের। কয়েক মাস আগে আমার বার্থডে পালনের জন্য আমার এক বন্ধু আমাকে নিয়ে গেছিল একটা রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টে গিয়ে কেক কাটার আগে আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম। বার্থডে রিলেটেড কোন কিছুই আমাদের কমিটিতে আমি শেয়ার করিনি আগে। তাই আজ সেই দিনের তোলা কেকের এই ফটোগ্রাফিটি শেয়ার করলাম।

স্থান : মধ্যমগ্রাম , নর্থ ২৪ পরগনা।



20230412_224422.jpg

এটি একটি সুন্দর পেইন্টিং এর ফটোগ্রাফি। আইটিসি রয়্যাল বেঙ্গল নামক একটি ফাইভ স্টার হোটেলে আমার এক দাদার বার্থডে সেলিব্রেশন করতে গেছিলাম। বার্থডে সেলিব্রেশন শেষে হোটেল থেকে বের হওয়ার আগে, হোটেলের একটি দেওয়ালে এই পেইন্টিংটা আমার চোখে পড়ে। অসাধারণ সুন্দর লাগছিল এই পেইন্টিংটি। পেইন্টিংটিতে হাওড়া ব্রিজের কাছ থেকে কলকাতা শহরটিকে দেখা যাচ্ছে। পেইন্টিংটি আমার এত ভালো লেগেছিল তখন এই ফটোগ্রাফিটি আমি করে নিয়েছিলাম।

স্থান : আইটিসি রয়্যাল বেঙ্গল,কলকাতা , ওয়েস্ট বেঙ্গল।



ক্যামেরা পরিচিতি : SAMSUNG
ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin



আজকে শেয়ার করা এলোমেলো কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  

আমাদের বাড়ির ছাদে যে মিষ্টি কুমড়া, চাল কুমড়ো হয়েছে এটা তো আমি আজ জানলাম। আসলে এক মাসের বেশি হয়ে গেছে ছাদে যাওয়া হয় না। যাইহোক সব ফটোগ্রাফি গুলোই খুব সুন্দর হয়েছে দেখতে।

 last year 

আপনাদের দুজনের ছাদ এক হলো কিভাবে, আপনারা কি দুই ভাই ? আপনাদের নিজের ছাদ বাগানে এত সুন্দর সুন্দর সবজি রয়েছে সেটা আপনি আজ প্রথম জানলেন জেনে হাসি পেল আমার। ভাগ্য ভালো উনি শুনে ছবিগুলো দিয়েছিলেন তার মাধ্যমে আপনি জানতে পারলেন।

আপনাদের দুজনের ছাদ এক হলো কিভাবে, আপনারা কি দুই ভাই ?

হ্যা আপু। সবাই জানে তো। আপনি জানেন না....?🤭

আসলে আমি বাড়ির ছাদে খুব বেশি একটা যাইনা, এই জন্য দেখিনি।

 last year 

না ভাইয়া জানতাম না আজ জানলাম।
ধন্যবাদ ভাইয়া।
আর এখন যে গরম ছাদে যাওয়াই কষ্টকর।

 last year 

বিকালের আগে ছাড়া ছাদে যাওয়া অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আপু।

 last year 

হ্যাঁ আপু আমরা দুই ভাই। আমাদের কমিউনিটির অন্যান্য সবাই যদিও জানে ব্যাপারটা। আপনি এতদিন পরে জানলেন শুনে আমিও অবাক হলাম।

 last year 

ছাদে গেলেই বিভিন্ন ধরনের সবজি দেখা যাবে। যাই হোক ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য ধন্যবাদ।

 last year 

প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে ভাই। আপনাদের বাড়ির ছাদ থেকে তোলা কচি কুমড়োর ফটোগ্রাফি অনেক সুন্দর লাগছে। কুমড়োটি ছোট হলেও ছবিতে দেখতে বেশ বড়ই লাগছে। ছাদের ওপর থেকে তোলা কচি চাল কুমড়ার ফটোগ্রাফিটি ও খুব সুন্দর হয়েছে। কলকাতায় গিয়ে এরকম পুরনো বিল্ডিং গুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে । আপনার বার্থডেতে দেখছি আপনার বন্ধু খুব সুন্দর একটা কেক নিয়ে গিয়েছিল। আইটিসি রয়েল বেঙ্গল নামক ফাইভ স্টার হোটেলে গিয়ে পেন্টিং এর সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখছি।

 last year 

অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলার জন্য। শেয়ার করা ফটোগ্রাফি গুলোর প্রশংসা শুনে অনেক খুশি হলাম।

 last year 

খুবই চমৎকার ফটোগ্রাফি করেছেন ভাই‌। আপনি ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন। প্রতিটি ফটোগ্রাফি অনেক দৃষ্টিনন্দন হয়েছে। বিশেষ করে আমার কাছে বার্থডে কেকের আলোকচিত্র খুবই ভালো লাগলো। চাল কুমড়া টি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে‌‌। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আমার আজকের শেয়ার করা এলোমেলো ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 last year 

বাহ! ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল ঠিক বলছেন যখন ফটোগ্রাফি গুলো ফোনের গ্যালারিতে জমা রাখা হয় পরবর্তীতে দেখে শেয়ার করার সুযোগ হয়। তবে কচি মিষ্টি কুমড়া এবং কচি চাল কুমড়ার ফটোগ্রাফি অসাধারণ ছিল। এছাড়া কেকের ফটোগ্রাফি শেয়ার করলেন ইচ্ছে করতেছে খেতে। অন্যান্য ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিল।

 last year 

শেয়ার করা ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। আপু কেকের ফটো দেখে আমারও কেক খেতে ইচ্ছা করছিল কিন্তু এই কেক তো অনেক আগেই খেয়ে শেষ করে ফেলেছি তাই আর খাওয়ার অপশন নেই।

 last year 

অন্যান্য ফটোগ্রাফি গুলো যেমনই হোক না কেন ভাই একদম সামনের টাইটেলের ফটোগ্রাফিটা আপনি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল অসাধারণ। আপনার ডিভাইসটা যেহেতু অনেক ভালো তাই প্রত্যেকটা ফটোগ্রাফি একদম ক্লিয়ার। সব মিলিয়ে খুব ভালো লাগলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন অসংখ্য ধন্যবাদ।

 last year 

শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফির প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 last year 

দাদা, মিষ্টি কুমড়া এবং চাল কুমড়া আমাদের বাড়িতে অনেক আছে । আজকে আপনি খুব সুন্দর ভাবে পাঁচটি ফটোগ্রাফি করেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগলো। বিশেষ করে চাল কুমড়ার ফটোগ্রাফি এবং রাস্তার ফটোগ্রাফি দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার শেয়ার করা পাঁচটি ফটোগ্রাফিই আপনার পছন্দ হয়েছে সেটা জেনে অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ এত সুন্দর করে ফটোগ্রাফিগুলোর প্রশংসা করার জন্য।

 last year 

আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো ভাই। প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। বিশেষ করে প্রথম ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার শেয়ার করা এলোমেলো ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার শেয়ার করা সুন্দর মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.031
BTC 86390.02
ETH 3257.29
USDT 1.00
SBD 2.93