পেন্সিল আর্ট : একটি মহিলা হাতে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এমন দৃশ্যের চিত্রাংকন।

in আমার বাংলা ব্লগ10 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমি খুব বেশি ভালো নেই কারণ গতকাল থেকে আমার জ্বর হয়েছে। এই জ্বরের মধ্যে কাজ করা বেশ চ্যালেঞ্জিং একটা বিষয়।

বন্ধুরা, তোমরা যারা নিয়মিত আমার ব্লগ গুলো ফলো করো তারা জানো যে আমি চিত্রাঙ্কন করতে অনেক ভালোবাসি এবং প্রতি সপ্তাহে তোমাদের সাথে কোন কোন চিত্রাংকন শেয়ার করে থাকি। তবে গত সপ্তাহে অনেক ব্যস্ততার কারণে তোমাদের সাথে কোনো চিত্রাংকন শেয়ার করতে পারিনি কারণ চিত্রাংকন করতে গেলে অনেকটা ধৈর্য নিয়ে বসতে হয়। আর অনেক ব্যস্ততার কারণে এই ধৈর্য অর্জন করে আমি চিত্র অঙ্কন করতে পারিনি তাই তোমাদের সাথে আর্ট শেয়ার করার সুযোগ হয়নি। অধিকাংশ সময় আমি ম্যান্ডেলা আর্ট শেয়ার করে থাকি তবে এইবার একটু ভিন্ন ধরনের আর্ট শেয়ার করব। এটি একটি পেন্সিল আর্ট। একটি মহিলা প্রদীপ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এমন দৃশ্য ফুটিয়ে তুলেছি পেন্সিল এর মাধ্যমে। দীপাবলি অর্থাৎ কালী পুজোর সময় এরকম দৃশ্য দেখার সুযোগ হয় বাস্তবে। যাই হোক আমি আর্ট টি কেমন করে অঙ্কন করেছি তা ধাপে ধাপে শেয়ার করলাম নিচে।

20230217_224609.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
● পেন্সিল
● রাবার
● জ্যামিতিক স্কেল

20220803_121701.jpg

প্রথম ধাপ

একটি মহিলার হাতের কিছু অংশ প্রথম ধাপে অংকন করে নিলাম, সেই সাথে হাতে প্রদীপ ধরে রয়েছে এমন দৃশ্যও অঙ্কন করে নিলাম।
20220803_110043.jpg

দ্বিতীয় ধাপ

দ্বিতীয় ধাপে এসে মহিলাটির মাথা সহ শরীরের আরও কিছু অংশ পেন্সিলের সাহায্যে অঙ্কন করে নিলাম যেমনটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ।

20220803_110749.jpg20220803_111539.jpg

তৃতীয় ধাপ

এইবার জ্যামিতিক স্কেল এবং পেন্সিলের সাহায্যে মহিলাটির পাশের অংশে গ্রিলের মতো অংশ অঙ্কন করে নিলাম।
20220803_112325.jpg

চতুর্থ ধাপ

তৃতীয় ধাপে অঙ্কন করা গ্রিলের মত অংশের উপরে বেশ কিছু প্রদীপ অঙ্কন করে নিলাম এবং প্রদীপের সামনের অংশে লতানো কিছু ফুল অঙ্কন করে নিলাম।
20220803_114051.jpg

পঞ্চম ধাপ

পেন্সিলের সাহায্যে মহিলাটির শাড়ি এবং ব্লাউজের কিছু অংশে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম পঞ্চম ধাপে এসে।
20220803_115651.jpg

ষষ্ঠ ধাপ

এই ধাপে চিত্রাংকনটির কিছু কিছু অংশে পেন্সিলের সাহায্যে একটু শেড দিয়ে দিলাম এবং চিত্রের নিচে নিজের নাম লিখে নিলাম।
20230217_224520.jpg

সপ্তম ধাপ

চিত্রাংকনের সকল প্রসেস শেষ করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।

20230217_224609.jpg



বন্ধুরা, আজকের শেয়ার করা পেন্সিল আর্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 10 months ago 

বাহ চমৎকার এঁকেছেন আপনি দেখে মুগ্ধ হলাম। আসলে এগুলো সবার পক্ষে সম্ভব না। আর এই আর্ট করতে অনেক সময় লাগে তার পাশাপাশি মেধা ও লাগে। ভাই আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ হলাম। ধন্যবাদ ভাইয়া। আপনার উপস্থাপনা ও অনেক সুন্দর হয়েছে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আমার শেয়ার করা চিত্র টি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন এটা জেনে অনেক ভালো লাগলো আপু।

 10 months ago 

খুবই সুন্দর একটি দৃশ্যের চিত্র অঙ্কন করেছেন আপনি। আপনার এই চিত্র অংকনের ক্ষেত্রে বিশেষ করে মহিলার চিত্র অংকনটি খুবই সুন্দর হয়েছে। একই সাথে মহিলার হাতের প্রদীপটি দেখতেও বেশ সুন্দর লাগছে। চমৎকার একটি চিত্র অংকনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

এত সুন্দর করে আমার শেয়ার করা চিত্রটির প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 10 months ago 

এত দারুন দক্ষতা খাটিয়ে ভাইয়া মহিলা হাতে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এমন দিচ্ছে অঙ্কন করেছেন। এগুলো করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয় এবং আপনি একজন দক্ষতা সম্পন্ন মানুষ বলে মনে হচ্ছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন ভাইয়া এবং মেয়েটির হাতের ছবিটি আমাকে মুগ্ধ করলো

 10 months ago 

তা একটু ধৈর্যের প্রয়োজন হয় ভাই আর্ট করতে গেলে এটা সত্যি কথা । চিত্রাংকন করার ক্ষেত্রে আমার দক্ষতার প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 10 months ago 

ভাইয়া সব সময় আপনার মেন্ডেলা আর্ট দেখি। আজকে ভিন্ন ধরনের একটি আর্ট দেখেও ভীষণ ভালো লাগলো। আসলে এই আর্ট গুলো করতে একটু সময়ের প্রয়োজন হয়। ব্যস্ততা থাকলে আর্টগুলো করা যায় না। তার পরেও আপনি সময় করে আর্টটি করেছেন দেখে ভালো লাগলো ।একটি মহিলা প্রদীপ হাতে দাঁড়িয়ে আছে দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। কালার করলে মনে হয় দেখতে আরো বেশি আকর্ষণীয় দেখাতো ।ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

এত সুন্দর করে গুছিয়ে আপনার মন্তব্যটা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 10 months ago 

থিমটা যেন চমৎকার ঠিক তেমনি আপনার হাতের কাজ, প্রদীপ হাতে একজন মহিলা দাঁড়িয়ে আছে অসম্ভব রকম সুন্দর ভাবে আপনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আপনার মনের ভাবটি।

 10 months ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যটা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 10 months ago 

অনেক সুন্দর একটি আর্ট করেছেন। এটা দেখে মনে হচ্ছে এটা করতে অনেক সময় লেগেছে।আপনি অনেক ধৈর্য সহকারে আর্ট টা সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 10 months ago 

এটি করতে খুব বেশি সময় লেগেছে সেটা বলবো না আপু। তবে যতটুকু সময় লেগেছে বেশ ধৈর্য ধরেই করতে হয়েছে আর্ট টি।

 10 months ago 

হাতে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে থাকার চিত্রাংকন অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর চিত্র অংকন ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আমার শেয়ার করা চিত্র অঙ্কনটি আপনাকে মুগ্ধ করেছে এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60315.45
ETH 2606.97
USDT 1.00
SBD 2.53