"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫৩ || স্পেশাল বাদাম শুক্তো রেসিপি তৈরি

in আমার বাংলা ব্লগ4 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও বেশ ভালো আছি।

আমাদের এই কমিউনিটি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে। আমি সবসময় চেষ্টা করি, এই প্রতিযোগিতা গুলোয় অংশগ্রহণ করার জন্য। এইবার যখন এনাউন্সমেন্টে ইউনিক শুক্তো রেসিপি প্রতিযোগিতার নাম দেখলাম তখন আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম, শুক্তো রেসিপি কিভাবে করব তাই ভেবে। কারণ শুক্তো রেসিপি খুব বেশি খাওয়া হয় না আর বাড়িতে আমি এর আগে কোনো দিন এই শুক্তো রেসিপি তৈরি করার ট্রাইও করিনি। যাইহোক, যেহেতু প্রতিযোগিতার টপিকস এটা নির্ধারণ করা হয়েছে , তাই ভাবা শুরু করলাম কি করে এই রেসিপিটা তৈরি করা যায়। বাড়িতে সাধারণত যেভাবে শুক্তো রেসিপি করা হয় তার থেকে আলাদা কি করে করা যায় সেই চিন্তাই বারবার করছিলাম।

InShot_20240306_022120211.jpg

InShot_20240306_033435626.jpg

দুইদিন ধরে ভাবার পর বাদাম শুক্তো রেসিপি করার প্ল্যান মাথায় আসে। এর আগে কেউ কখনো এই রেসিপিটি করেছে কিনা সেই সম্পর্কে আমি সত্যিই জানিনা। আমি এই রেসিপিটি নিজেই তৈরি করেছি এবং এর আইডিয়াটাও নিজে থেকেই বের করেছি। এই বাদাম বাদাম শুক্তো রেসিপিটি প্রথমবার আমি তৈরি করলেও খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। আমি তো কল্পনাও করতে পারিনি, এত টেস্ট হতে পারে এই শুক্তো রেসিপি! তবে আরেকটা বিষয় এই শুক্তো রেসিপি দেখতে কিন্তু খুব বেশি একটা ভালো লাগেনা। যাইহোক, দেখতে যেমনই হোক শুক্তো খেতে ভালো হলেই হবে। রেসিপিটি আমি খুব বেশি গর্জিয়াস ভাবে পরিবেশন করিনি। একদম সিম্পিল ভাবেই পরিবেশন করেছি শেষ ধাপে গিয়ে। যাইহোক, আর কথা না বাড়িয়ে এবার ধাপে ধাপে রেসিপিটি তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক।



প্রয়োজনীয় উপকরণ :


উপকরণপরিমাণ
আলু২ টি
গাজর৩ টি
শিমকিছু সংখ্যক
কাঁচকলা১ টি
বেগুন১ টি
করলা২ টি
সজনে ডাটা১ টি
কাজু বাদামকিছু সংখ্যক
আমন্ড বাদামকিছু সংখ্যক
চিনা বাদামকিছু পরিমাণ
সর্ষেকিছু পরিমাণ
পাঁচ ফোড়নপরিমাণ মত
শুকনো লঙ্কা৩ টি
মসুর ডালহাফ কাপ
সয়াবিন তেলপরিমাণ মত
লবণ২ চামচ
হলুদ১/২ চামচ
শুকনো লঙ্কার গুঁড়ো২ চামচ
সয়া বড়িকিছু পরিমাণ

InShot_20240306_033150277.jpg

⏩ প্রস্তুত প্রণালী ⏪

🌺 প্রথম ধাপ 🌺

প্রথমে গাজর, শিম, সজনে ডাটা, করলা, কাঁচকলা , বেগুন ও আলু গুলোকে কেটে নিলাম।

20240305_120259.jpg

🌺 দ্বিতীয় ধাপ 🌺

এবার আমন্ড,কাজু ও চিনা বাদাম এই তিনটে উপকরণ একসঙ্গে বেটে নিলাম এবং সর্ষেও বেটে নিলাম।

20240305_123452.jpg20240305_125037.jpg20240305_125555.jpg
20240305_123141.jpg20240305_125610.jpg

🌺 তৃতীয় ধাপ 🌺

এবার একটি পাত্রে ঠান্ডা জলে সয়া বড়ি গুলোকে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে তারপর এগুলোর জল ঝরিয়ে তুলে নিলাম। এরপর প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে, জল ঝরিয়ে রাখা সয়া বড়ি গুলো দিয়ে তাতে স্বাদমতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নিলাম।

20240305_125622.jpg20240305_130022.jpg20240305_130117.jpg
20240305_130207.jpg20240305_130257.jpg

🌺 চতুর্থ ধাপ 🌺

এবার প্যানে আবারও সামান্য তেল দিয়ে কেটে রাখা করলা গুলো দিয়ে তা ভালো করে ভেজে তুলে নিলাম।

20240305_131040.jpg20240305_131524.jpg20240305_132309.jpg

🌺 পঞ্চম ধাপ 🌺

প্যানে আবারও কিছু পরিমাণ তেল দিয়ে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে তাতে কেটে রাখা গাজর ও আলু দিয়ে দিলাম। এবার স্বাদমতো লবণ যোগ করে দিলাম। তারপরে গাজর ও আলু গুলো সুন্দর করে ভেজে নিলাম।

20240305_132509.jpg20240305_132543.jpg20240305_132627.jpg
20240305_132724.jpg20240305_132843.jpg
20240305_133244.jpg20240305_134108.jpg

🌺 ষষ্ঠ ধাপ 🌺

প্যানে আবারও পরিমাণ মতো তেল দিয়ে তাতে কাঁচকলা, বেগুন, সজনে ডাটা দিয়ে স্বাদ মত লবণ ও হলুদ দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা শিম দিয়ে সমস্ত উপকরণ গুলো সুন্দর করে ভেজে তুলে নিলাম।

20240305_134334.jpg20240305_134452.jpg
20240305_134525.jpg20240305_134544.jpg
20240305_134633.jpg20240305_135427.jpg
20240305_140251.jpg20240305_141003.jpg

🌺 সপ্তম ধাপ 🌺

এবার প্যানে আবারও কিছু পরিমাণ তেল দিয়ে তার মধ্যে বেটে রাখা সর্ষে ও বেটে রাখা বাদাম দিয়ে দিলাম। তারপর তাতে পরিমাণ মতো লবন, হলুদ গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর তাতে হাফ কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে তা ভালোভাবে সেদ্ধ করে নিলাম।

20240305_140416.jpg20240305_140452.jpg
20240305_140540.jpg20240305_140609.jpg
20240305_140636.jpg20240305_141146.jpg
20240305_141333.jpg20240305_142439.jpg

🌺 অষ্টম ধাপ 🌺

এবার ভেজে নেওয়া সমস্ত উপকরণ গুলো প্যানে দিয়ে সেগুলো ভালো করে মিক্সড করে, দুই মিনিট মতো জ্বাল দিয়ে নামিয়ে নিলাম।

20240305_142529.jpg20240305_142609.jpg
20240305_142737.jpg20240305_142957.jpg

🌺 নবম ধাপ 🌺

এই ধাপে তৈরি করা শুক্তো প্লেটে নামিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে নিলাম।

InShot_20240306_031047945.jpg

InShot_20240306_031203805.jpg


🥀পোস্ট বিবরণ🥀

শ্রেণীরেসিপি প্রতিযোগিতা
ডিভাইসSamsung Galaxy M31s
রেসিপি মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা আমার স্পেশাল "বাদাম শুক্তো রেসিপি" টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 4 months ago 

ভালো লাগলো ভাইজান আপনার এই কনটেস্টে অংশগ্রহণ করা দেখে। কনটেস্টে অংশগ্রহণ করার পাশাপাশি আপনি দারুন উপস্থাপনা করেছেন রেসিপি তৈরি করা সমস্ত প্রক্রিয়া। প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ দারুন ভাবেই কাজ সম্পন্ন করেছেন।

 4 months ago 

আমার শেয়ার করা এই রেসিপিটির উপস্থাপনা আপনার কাছে দারুন লেগেছে, এটা জেনে খুব খুশি হলাম ভাই। ধন্যবাদ, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনার রেসিপি দেখে সকাল সকাল লোভ লেগে গেল। আসলে আমি এমন রেসিপি আগে কখনো খায়নি তৈরি তো দুরের কথা।আপনার রেসিপি নিশ্চয় অনেক মজার হয়েছিল।ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

তাই তো দেখছি নিজের আইডিয়া কাজে লাগিয়ে দারুন একটা রেসিপি তৈরি করেছেন । আসলে এই ধরনের রেসিপি তৈরি করার মধ্যে আলাদা মজা রয়েছে । প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই নিজের সার্থকতা। আপনার বাদাম শুক্তো রেসিপি ভিন্ন একটা রেসিপি । যেটা খুব সুন্দর করে তৈরি করেছেন খেতেও দারুণ হয়েছিল ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 4 months ago 

হ্যাঁ ভাই , এই ধরনের রেসিপি তৈরি করার মধ্যে আলাদা একটা মজা রয়েছে। রেসিপিটি আপনার কাছে দারুণ লেগেছে, জেনে অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 4 months ago 

স্পেশাল বাদাম শুক্তো রেসিপি তৈরি অসাধারণ হয়েছে। দেখে যেন খেতে ইচ্ছা করছে। আপনি খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করলেন। এই রেসিপি পরিবেশন আবার অনেক বেশি ভালো লেগেছে, শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

এই রেসিপিটা আপনার কাছে ইউনিক লেগেছে, জেনে অনেক খুশি হলাম । রেসিপিটি দেখে খেতে ইচ্ছা করলে, একটু কষ্ট করে বাড়িতে তৈরি করে খেতে হবে ভাই ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

নিজের থেকেই আইডিয়া বের করে নিজে নিজেই স্পেশাল বাদাম শুক্তো রেসিপি তৈরি করেছেন। খেতে জাস্ট অসাধারণ হয়েছিল শুনেই তো, আমার এটা খাওয়ার প্রতি অনেক বেশি লোভ লেগে গিয়েছে। আপনি অনেক মজাদার ভাবে শুক্তো রেসিপি তৈরি করে ৫৩ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এই রেসিপিটা আমার আগে কখনোই খাওয়া হয়নি। বাদাম শুক্তো রেসিপি কথা আজকে প্রথমবারের মতো শুনলাম তাও আবার আপনার মাধ্যমে। নিশ্চয়ই আপনার হাতের তৈরি করা এই রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল। ভালো লাগলো আপনার অংশগ্রহণ টা দেখে।

 4 months ago 

হ্যাঁ আপু, রেসিপিটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ, আপনার সুন্দর মন্তব্যটির জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

প্রথমেই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাদামের স্পেশাল শুক্তো তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার রেসিপিটা অনেক ইউনিক লেগেছে আমার কাছে। বাদাম দিয়ে এবং অনেক সবজি দিয়ে খুবই সুন্দর করে আপনি শুক্তো রেসিপি তৈরি করেছেন। দেখে অনেক বেশি লোভনীয় লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।

 4 months ago 

আমার শেয়ার করা এই রেসিপিটা যে আপনার কাছে ইউনিক এবং সেই সাথে লোভনীয় লেগেছে, সেটা জেনে খুব খুশি হলাম আপু। শুভকামনা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

স্পেশাল বাদাম শুক্তো রেসিপি তৈরি করে কখনো খাওয়া হয়নি৷ এই প্রথম আপনার কাছ থেকে এরকম একটি রেসিপি দেখতে পেলাম। আপনি যেভাবে এই রেসিপি এখানে তৈরি করেছেন তা একদম ইউনিক একটি রেসিপি৷ যেভাবে আপনি এই রেসিপি তৈরি করেছেন তা একেবারে অসাধারণ ও লোভনীয় মনে হচ্ছে৷ ইচ্ছা করছে যেন এখনই এইখান থেকে এই রেসিপি খেয়ে ফেলি। বাদাম দেওয়ার কারণে এটি অনেক বেশি পরিমাণে সুস্বাদু হবে বলে আমার মনে হয়৷ অনেক ধন্যবাদ৷

 4 months ago 

আমার শেয়ার করা এই বাদাম শুক্তো রেসিপিটি যে আপনার কাছে ইউনিক লেগেছে, সেটা জেনে খুব খুশি হলাম । হ্যাঁ ভাই, বিভিন্ন ধরনের বাদাম দেওয়ার কারণেই রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছিল।

Posted using SteemPro Mobile

 4 months ago 

এটা জেনে নিজের কাছে অনেক বেশি ভালো লাগলো যে আপনি এই রেসিপিটি নিজেই তৈরি করেছেন আর এই রেসিপি- আইডিয়া নিজে উদ্ভাবন করেছেন। স্পেশাল বাদাম শুক্তো রেসিপি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল যদিও এরকম রেসিপি এর আগে কখনো খাইনি। চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন,শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 4 months ago 

স্পেশাল বাদাম সুক্ত রেসিপি টা খুব সুন্দর ছিল আপনি আমার বাংলা ব্লগ প্রতিযোগিতাই অংশগ্রহণ করে নিজের জন্য একটা সম্ভাবনাময় জায়গার ভাগীদার হতে যাচ্ছেন ইনশাল্লাহ। আশা করি আপনি অনেক ভাল কিছু করবেন ধন্যবাদ।

 4 months ago 

আপনি আমার বাংলা ব্লগ প্রতিযোগিতাই অংশগ্রহণ করে নিজের জন্য একটা সম্ভাবনাময় জায়গার ভাগীদার হতে যাচ্ছেন ইনশাল্লাহ।

শুভকামনা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

এই ইউনিক রেসিপির প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ দেখে সত্যি খুবই ভালো লেগেছে আমার কাছে। অনেক ভাবনা চিন্তা করার পর বাদাম শুক্তো রেসিপি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন আপনি। আর অনেক মজাদার ভাবেই বাদাম শুক্তো রেসিপি তৈরি করে নিয়েছিলেন। আপনার বাদাম শুক্তো রেসিপি টা দেখেই তো লোভনীয় লাগতেছে। তিন রকমের বাদাম দিয়ে আপনি এই শুক্তো রেসিপি তৈরি করেছেন দেখে আমার খাওয়ার ইচ্ছে হচ্ছে। সেই সাথে আপনি অনেক রকমের সবজি ও ব্যবহার করেছেন। সব মিলিয়ে আপনার তৈরি করা এই রেসিপিটা ছিল এক কথায় অসাধারণ। আপনি চেষ্টা করেছেন বলেই এরকম মজাদার একটা রেসিপি তৈরি করতে পেরেছেন।

 4 months ago 

আমার শেয়ার করা এই রেসিপিটা যে আপনার কাছে লোভনীয় এবং অসাধারণ লেগেছে, তা জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ, আমার শেয়ার করা এই রেসিপিটির এত সুন্দর প্রশংসা করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57020.43
ETH 3081.72
USDT 1.00
SBD 2.41