রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন- ০৪

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও খুব ভালো আছি।

আপনারা যারা যারা আমার ব্লগ গুলো নিয়মিত দেখেন তারা সবাই জানেন আমি মাঝে মাঝেই বিভিন্ন রকম ম্যান্ডেলার চিত্রাংকন শেয়ার করে থাকি । ম্যান্ডেলা গুলো দেখলে হয়তো প্রথমবারের মনে হবে প্রায় একই ধরনের কিন্তু ম্যান্ডেলার ভিতরের ডিজাইন গত দিক থেকে অনেক পরিবর্তন করা হয় যা খুব ভালোভাবে দেখলেই বোঝা যাবে। বিভিন্ন সময় বিভিন্ন কালারের ব্যবহার করা হয় । নতুন নতুন ম্যান্ডেলা আর্ট করতে অনেকটা সময়েরও প্রয়োজন হয় কিন্তু এই ম্যান্ডেলা আর্ট গুলো করলে কনসেনট্রেশন বাড়ে তাই এই কাজ করতে আমার বেশ ভালো লাগে। আজ নতুন একটি রঙিন ম্যান্ডেলার আর্ট শেয়ার করব আপনাদের সাথে। আমি কেমন করে এই রঙিন ম্যান্ডেলা চিত্রটি অঙ্কন করেছি তা ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের শেয়ার করা ম্যান্ডেলাটিও আপনাদের ভালো লাগবে।
20220820_135246.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
● বিভিন্ন কালারের পেন
● জ্যামিতিক কম্পাস
20220820_135433.jpg

■☆■ প্রথম ধাপ ■☆■

জ্যামিতিক কম্পাস এবং কালো কলম এর সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম।

20220820_093625.jpg

■☆■ দ্বিতীয় ধাপ ■☆■

এখন এই বৃত্তের মধ্যে ওই বৃত্তের থেকে কম ব্যাসার্ধের আরও ৮ টি বৃত্ত অঙ্কন করে নিলাম কম্পাস এবং কালো কলমের সাহায্য নিয়ে।

20220820_094825.jpg

■☆■ তৃতীয় ধাপ ■☆■

বিভিন্ন কালারের কলমের সাহায্য নিয়ে এবার ছোট যে বৃত্তগুলো ছিল তার কয়েকটিতে ছোট ছোট করে ডিজাইন করে দিলাম।
20220820_101152.jpg

■☆■ চতুর্থ ধাপ ■☆■

চতুর্থ ধাপে ছোট বৃত্তের থেকে তুলনামূলক বড় যে বৃত্তগুলো ছিল তার কয়েকটিতে আরো কিছু নতুন ডিজাইন করে দিলাম।

20220820_104603.jpg

■☆■ পঞ্চম ধাপ ■☆■

এই ধাপে বৃত্তগুলোর প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ জায়গায় বিভিন্ন রকমের ডিজাইন করে দিলাম বিভিন্ন কালারের কলমের সাহায্য নিয়ে।
20220820_114800.jpg

■☆■ ষষ্ট ধাপ ■☆■

ষষ্ট ধাপে চিত্রাংকনের প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন করে নিলাম বিভিন্ন রকম ডিজাইন দেওয়ার মাধ্যমে।
20220820_130332.jpg

■☆■ সপ্তম ধাপ ■☆■

সপ্তম ধাপে এসে বৃত্তগুলোর বাকি যে অংশ ডিজাইন করা বাদ ছিল সেইগুলোর মধ্যে ডিজাইন করে নিলাম।

20220820_132221.jpg20220820_134724.jpg

■☆■ অষ্টম ধাপ ■☆■

চিত্র অংকন শেষে, নিজের নাম লেখার পরে ফাইনাল যে আউটপুট টি পেলাম তার একটি চিত্র এটি।

20220820_135246.jpg

আজকের শেয়ার করা রঙিন ম্যান্ডেলার চিত্রাংকনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন । সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন , সুন্দর থাকেন ,হাসিখুশি থাকেন , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকেন , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

রঙিন ম্যান্ডেলা আর্টটি দারুন হয়েছে ভাইয়া। আমার কাছে ম্যান্ডেলা আর্ট অনেক ভালো লাগে। কালার দেওয়ার কারণে সুন্দর টা একটু বেশি ভালো হয়েছে। বিশেষ করে বৃত্তগুলো আঁকানো টা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর

 2 years ago 

ওভারঅল এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

ম্যান্ডেলা সাধারণত এক কালারের রঙে দেখেছি কিন্তু আপনার এই রঙিন মেন্ডেল্যা আর্ট দেখে খুব ভালো লাগলো এবং সত্যি কথা বলতে আপনি খুবই সুন্দর ভাবে আর্টটি অঙ্কন করেছেন । ধন্যবাদ সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।।

 2 years ago 

সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59404.52
ETH 2610.92
USDT 1.00
SBD 2.41