সাউথ কলকাতার "দেশপ্রিয় পার্ক" পুজো প্যান্ডেল থেকে তুলে নিয়ে আসা কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও অনেক ভালো আছি।আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি।

বিগত কয়েকদিন ধরেই আমি কলকাতার বিভিন্ন পুজো প্যান্ডেল ঘুরে তুলে নিয়ে আসা বিভিন্ন ফটোগ্রাফি তোমাদের সাথে শেয়ার করছি। আজও তেমন একটি পুজো প্যান্ডেল থেকে তুলে নিয়ে আসা কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করব। তোমরা সবাই জানো যে, এবছরের মত আমাদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজো অলরেডি শেষ হয়ে গেছে। এই বছর কলকাতার পুজো দেখতে পঞ্চমীতেই গেছিলাম কিন্তু দিনের বেলায় গেছিলাম। হাতে অনেকটা সময় নিয়ে যাওয়ার কারণে কয়েকটি ফেমাস পুজো প্যান্ডেল দেখার সুযোগ হয়েছিল আমার। গত দিনের ব্লগে আমি তোমাদের সাথে সাউথ কলকাতার "ত্রিধারা সম্মিলনীর" পুজো প্যান্ডেল থেকে তুলে নিয়ে আসা কিছু ফটোগ্রাফি শেয়ার করেছিলাম কিন্তু ওই প্যান্ডেলে যাওয়ার আগে আমি যে প্যান্ডেলটিতে গেছিলাম সেটি হল "দেশপ্রিয় পার্কের" পুজো প্যান্ডেল। আজ এই পুজো প্যান্ডেল সম্পর্কে কিছু কথা এবং সেই স্থান থেকে তুলে নিয়ে আসা কিছু ফটোগ্রাফি শেয়ার করব।



💫💫দেশপ্রিয় পার্ক দুর্গোৎসব কমিটি 💫💫



সাউথ কলকাতায় প্রতিবছর যেসব বড় বড় দুর্গোৎসব প্যান্ডেল করা হয় তার মধ্যে দেশপ্রিয় পার্কের পুজো প্যান্ডেল অন্যতম। এই বছর তারা ৮৫ তম বর্ষ পালন করল। এই জায়গার পুজো প্যান্ডেল কমিটি প্রতিবছরই নানান ধরনের থিম তৈরি করে মানুষকে চমক লাগিয়ে দেয়। এই বছরেও তারা অসাধারণ সুন্দর একটি থিমের আয়োজন করে দুর্গোৎসব পালন করেছিল। তাদের এবারের থিম ছিল একটি রাজবাড়ী। রাজবাড়ীটি এত সুন্দর করে তারা করেছিল যার সাথে অরজিনাল রাজবাড়ির সাথে কোন পার্থক্যই ছিল না। এই পুজো প্যান্ডেলটিতে সুন্দর লাইটিং এর আয়োজন করা হয়েছিল। সেই কারণে রাতের বেলাতে প্রচন্ড ভিড় হয়ে যাচ্ছিল এই স্থানে। এই ভিড়ের কথা বিবেচনা করে আমি এইখানে গেছিলাম বিকেলের দিকে সেই জন্য লাইটিং এর পুরোটা আমি উপভোগ করতে পারিনি গিয়ে। তারপরও দিনের আলোতে খুবই সুন্দর লাগছিল এই রাজবাড়ীটি। পুজো মন্ডপের ভিতর প্রবেশ করার পর আমি দেখতে পেলাম এরা ভিতরের ডেকোরেশনটিও খুবই সুন্দর করে করেছিল যা আমার ফটোগ্রাফি দেখলে তোমরা বুঝতে পারবে। এবার তাদের প্যান্ডেলের ঝাড়বাতি টি অনেক বড় এবং অনেক সুন্দর ছিল। প্রতিবছরের মত এবছরও তারা মা দুর্গার প্রতিমাটি অসাধারণ সুন্দরভাবে তৈরি করেছিল।

থিম: একটি রাজবাড়ী

স্থান: সাউথ কলকাতা , ওয়েস্ট বেঙ্গল।
ফটো তোলার তারিখ: ৩০/০৯/২০২২
সময়: বিকাল পাঁচটা
ক্যামেরা পরিচিতি : SAMSUNG
ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin


20220930_165256.jpg

20220930_164645.jpg

20220930_164855.jpg
থিম:একটি রাজবাড়ী ।
স্থান: সাউথ কলকাতা , ওয়েস্ট বেঙ্গল।
ফটো তোলার তারিখ: ৩০/০৯/২০২২
সময়: বিকাল পাঁচটা ।

20220930_165638.jpg

20220930_165831.jpg

20220930_165838.jpg

20220930_165916.jpg
থিম:একটি রাজবাড়ী ।
স্থান: সাউথ কলকাতা , ওয়েস্ট বেঙ্গল।
ফটো তোলার তারিখ: ৩০/০৯/২০২২
সময়: বিকাল পাঁচটা ।

20220930_165930.jpg

বন্ধুরা, আজকের শেয়ার করা দেশপ্রিয় পার্ক দুর্গোৎসব কমিটির দ্বারা আয়োজিত দুর্গোৎসব প্যান্ডেল থেকে তোলা কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

🌼🌼ধন্যবাদ সবাইকে🌼🌼

Sort:  
 2 years ago 

দেশপ্রিয় পার্কের পুজোর থিমের ফটোগ্রাফি আগেও বেশ কয়েকজনের পো দেখেছি মনে হয়। সত্যি রাজবাড়ীর আদলে থিমটা দারুণ তৈরি করেছে। ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। ৮৫ তম বর্ষ পালন করল এরা। বোঝাই যাচ্ছে বিশাল ব‍্যাপার।।

 2 years ago 

হ্যাঁ ভাই এর আগেও অনেকে এই জায়গার অনেক ফটোগ্রাফি শেয়ার করেছে। আমরা যারা কলকাতাবাসী আছি তারা সবাই এই জায়গায় পুজো দেখতে গেছিলাম সেই কারণে বিভিন্ন পোস্টে বিভিন্ন সময় আপনি এই জায়গার ফটোগ্রাফি গুলো দেখতে পেয়েছেন।

 2 years ago 

যেকোনো ধরনের অনুষ্ঠানের রাত্রেবেলা অনেকটাই জমজমাট মনে হয়। কারণ রাত্রে বেলাটা অনেক ধরনের আলোয় ভরপুর থাকে। আর সেখানে আপনার দিনের বেলা ভ্রমণের গল্পটি অনেক ভালো লাগার পাশাপাশি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

লাইটিং এর ব্যাপারটা রাতেই সুন্দর ভাবে ফুটে ওঠে। ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 63977.42
ETH 2760.27
USDT 1.00
SBD 2.65