সন্তোষ মিত্র স্কোয়ার -এর পুজো প্যান্ডেল ঘুরে ঘুরে তোলা কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও বেশ ভালো আছি।আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি।

আমাদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজো অলরেডি শেষ হয়ে গেছে এবছরের মত। এই পুজোতে কলকাতার বিভিন্ন প্যান্ডেল ঘুরে ঘুরে আমি দেখেছিলাম এবং অনেক ফটোগ্রাফি করেছিলাম । তার মধ্যে থেকে আজ একটি প্যান্ডেল থেকে তোলা কিছু ফটোগ্রাফি তোমাদের সাথে শেয়ার করব। আজকের ফটোগ্রাফি গুলো পুজোর পঞ্চমীতে তুলেছিলাম।

পঞ্চমীর দিন মোটামুটি বাড়ি থেকে সকাল ১১ টার দিকে বেরিয়েছিলাম কলকাতার পুজোগুলো দেখার উদ্দেশ্য নিয়ে। আমাদের নিকটবর্তী রেলওয়ে স্টেশন থেকে শিয়ালদহ স্টেশনে যেতে ৪৫ মিনিটের মত সময় লাগে। শিয়ালদহ স্টেশনে নামার পর চারিদিকে কলকাতার সমস্ত বড় দুর্গাপুজোগুলো দেখা যায়। আমার সাথে সেই দিন আমার আরো তিনজন বন্ধু বান্ধবী ছিল। আমরা সেদিন সবাই আমাদের নিকটবর্তী রেলস্টেশন থেকে উঠেছিল ট্রেনে উঠেছিলাম। তারপর শিয়ালদহ স্টেশনে নেমে উত্তর কলকাতার পুজো প্যান্ডেল গুলো প্রথমে আমরা দেখা শুরু করি। দু একটি ছোটখাটো পুজো প্যান্ডেল দেখার পর আমরা গিয়ে পৌঁছায় সন্তোষ মিত্র স্কয়ারের পুজো প্যান্ডেলে। সেই সম্পর্কে নিচে কিছু কথা শেয়ার করলাম।

🔱🔱 সন্তোষ মিত্র স্কোয়ার 🔱🔱


৮৪ তম বর্ষপূর্তিতে এবার সন্তোষ মিত্র স্কোয়ার ক্লাব তাদের পুজোর থিম করেছিল লালকেল্লা এবং ইন্ডিয়া গেট। ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে তারা এই থিম তৈরি করেছিল দিল্লির লালকেল্লা এবং ইন্ডিয়া গেটের আদলে । এইখানে সন্ধ্যার পর থেকে থ্রিডি লেজার লাইট ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন স্বাধীনতার সংগ্রামী মানুষদের কথা এবং ভিডিও প্রদর্শন করা হয়েছিল । উত্তর কলকাতার এই পুজো প্যান্ডেলটির এইসব বিষয়গুলো সবার মাঝে খুব আগ্রহের সৃষ্টি করেছিল । পুজোর দুই একদিন আগে থেকেই এই পুজো প্যান্ডেলে সন্ধ্যার পরে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছিল। সন্ধ্যায় অতিরিক্ত ভিড়ের কথা বিবেচনা করে আমি এইখানে গেছিলাম দিনের বেলাতে। কারণ আমার সেদিন প্ল্যান ছিল অনেকগুলো পুজো প্যান্ডেল দেখব। অতিরিক্ত ভিড়ের কারণে একটি প্যান্ডেল দেখতে আটকে গেলে অন্যান্য প্যান্ডেল গুলো দেখা হবে না সেই জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলাম। যাই হোক সেই কারণেই সন্ধ্যা থেকে যে লেজার লাইটের প্রদর্শন করা হয়েছিল এখানে সেই বিষয়গুলো আমি মিস করে গেছিলাম। লেজার লাইটের বিষয়গুলো আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছিলাম তাদের সেখান থেকে করা ভিডিওগ্রাফির মাধ্যমে।

থিম: লালকেল্লা এবং ইন্ডিয়া গেট।
স্থান: উত্তর কলকাতা , ওয়েস্ট বেঙ্গল।
ফটো তোলার তারিখ: ৩০/০৯/২০২২
সময়: দুপুর একটা ।
ক্যামেরা পরিচিতি : SAMSUNG
ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin


20220930_143736.jpg

20220930_143708.jpg

থিম: লালকেল্লা ।
স্থান: উত্তর কলকাতা , ওয়েস্ট বেঙ্গল।
ফটো তোলার তারিখ: ৩০/০৯/২০২২
সময়: দুপুর একটা ।

20220930_144811.jpg

20220930_143727.jpg

20220930_143425.jpg

20220930_143744.jpg
থিম: লালকেল্লা
স্থান: উত্তর কলকাতা , ওয়েস্ট বেঙ্গল।
ফটো তোলার তারিখ: ৩০/০৯/২০২২
সময়: দুপুর একটা ।

20220930_144625.jpg

20220930_144809.jpg

20220930_143811.jpg

20220930_143454.jpg
থিম: লালকেল্লা
স্থান: উত্তর কলকাতা , ওয়েস্ট বেঙ্গল।
ফটো তোলার তারিখ: ৩০/০৯/২০২২
সময়: দুপুর একটা ।

20220930_143928.jpg

20220930_143958.jpg

20220930_144007.jpg
থিম: লালকেল্লা
স্থান: উত্তর কলকাতা , ওয়েস্ট বেঙ্গল।
ফটো তোলার তারিখ: ৩০/০৯/২০২২
সময়: দুপুর একটা ।

20220930_143955.jpg

20220930_143310.jpg
থিম: ইন্ডিয়া গেট।
স্থান: উত্তর কলকাতা , ওয়েস্ট বেঙ্গল।
ফটো তোলার তারিখ: ৩০/০৯/২০২২
সময়: দুপুর একটা ।

20220930_143356.jpg

বন্ধুরা, আজকের শেয়ার করা সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গোৎসব প্যান্ডেল থেকে তোলা কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

🔱🔱ধন্যবাদ সবাইকে🔱🔱

Sort:  
 2 years ago 

এই প্যান্ডেলটা জাতীয় স্তরে খবর হয়েছিল। দারুণ করেছিল আসলেই।

 2 years ago 

পত্রিকা, খবরের চ্যানেল সব জায়গায় দেখা গেছিল এই প্যান্ডেলটি। তাছাড়া অনেকগুলো পুরস্কার প্রাপ্ত হয়েছে এবারের এই প্যান্ডেলটি।

 2 years ago (edited)

কলকাতার পূজা মানেই প্রচন্ড ভিড় রাতে।ভালো করেছিলেন আপনারা দিনে পূজা দেখতে গিয়ে কারণ তখন আলোকসজ্জা না দেখা গেলে ও ভিড়ের হাত থেকে বাঁচা যায় সঙ্গে অনেক প্যান্ডেল ও দেখা যায়।ফোটোগ্রাফিগুলি সুন্দর ছিল,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

করোনার জন্য গত দুই বছর মানুষ ভালো করে পুজো দেখতে পাইনি সেই জন্য এই বছরের দুর্গা পুজোর প্যান্ডেল গুলোতে একটু বেশি ভিড় ছিল। দিনের বেলায় একটু কম ভিড় থাকলোও সন্ধ্যার পর থেকে অনেকটা রাত পর্যন্ত প্রচন্ড ভিড়ের সম্মুখীন হতে হয়েছিল সবাইকে।

 2 years ago 

আমি চতুর্থীরদিন গিয়েছিলাম সন্তোষ মিত্রতে। ভালোই ভীড় ছিলো। তবে দিনের বেলা যাওয়ায় কোন লাইট দেখতে পারি নি। এটাই আফসোস। এবার সন্তোষ মিত্র আলাদা মাত্রা রেখেছে।

 2 years ago 

আমিও লাইট দেখতে পারি নি দিনের বেলাতে যাওয়ার কারণে আমারও এই আফসোস টা থেকে গেলো এই বছর।

সন্তোষ মিত্র স্কোয়ার ক্লাবের পূজা দেখতে আমি ষষ্ঠীর দিকে গিয়েছিলাম। প্রচন্ড রকম ভিড় ছিল। তবে আমার কাছে বেশ ভালো লেগেছিলো। বিশেষ করে লেজার লাইটিং এর মাধ্যমে ভিডিও এবং দেশাত্মবোধক মিউজিক। ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি হয়তো সন্ধ্যার পরে ওইখানে গেছিলেন সেই জন্য লেজার শো দেখতে পেয়েছিলেন কিন্তু আমি দিনের বেলায় যাওয়ার কারণে এই লেজার শো মিস করে গেছি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64373.04
ETH 2775.53
USDT 1.00
SBD 2.66