আজ বিকালে বাড়ির ছাদ থেকে তোলা বিভিন্ন ধরনের গাছের কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো । সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও মোটামুটি ভাল আছি।

প্রথমেই আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ব্লগে তোমাদের সাথে বিভিন্ন ধরনের গাছের কিছু ফটোগ্রাফি শেয়ার করব । আজ বিকেল বেলায় বাড়ির ছাদে একটু হাঁটতে গেছিলাম। সেখানে গিয়ে এই ফটোগ্রাফি গুলো আমি করেছিলাম। ফুল, ফল, সবজি ও ঔষধি গুনাগুন সম্পন্ন গাছ রয়েছে আজকের এই ফটোগ্রাফি মূলক পোস্টে। যাই হোক এখন আর কথা না বাড়িয়ে এক এক করে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।



ফটোগ্রাফি -০১

InShot_20230713_171401649.jpg

ফটোগ্রাফিটি তে দেখা যাচ্ছে পুঁইশাক গাছ। প্রতিবছরই আমাদের বাড়ির ছাদের একটা অংশে এই পুঁইশাক গাছগুলো লাগানো হয়। এই পুঁইশাক খেতে আমাদের বাড়ির লোকজন খুব ভালোবাসে। এই জন্য প্রতিবছরই এই গাছ লাগিয়ে থাকে। কিছুদিন ধরে বর্ষা হওয়ার কারণে এই গাছগুলো বেশ বেড়ে উঠেছে এবং দেখতেও অনেক সুন্দর লাগছে। আজ বিকালে ছাদে হাঁটতে গিয়ে প্রথমেই এই পুঁইশাক গাছের ফটোগ্রাফিটি করেছিলাম।

ফটোগ্রাফি -০২

InShot_20230713_171625517.jpg

এটি একটি ছোট শিউলি ফুল গাছের ফটোগ্রাফি । এই গাছে ফুল হতে এখনো কয়েক বছর সময় লাগবে ।এই গাছটি এই বছর নতুন লাগানো হয়েছে। আমাদের ছাদ বাগানে এর আগেও শিউলি ফুলের গাছ ছিল। তবে সেই গাছগুলো মরে যাওয়ার কারণে সেইগুলো সরিয়ে নতুন করে এই গাছটি লাগানো হয়েছে। এই শিউলি ফুলের গাছটি বারাসাতের ছোট একটি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম কয়েক মাস আগেই । শিউলি ফুল আমার খুব প্রিয় একটি ফুল । এই ফুলের ঘ্রাণ আমার খুব ভালো লাগে। এই ফুল গাছে যখন নতুন ফুল আসবে সব থেকে বেশি খুশি আমি হব।

ফটোগ্রাফি -০৩

InShot_20230713_171541793.jpg

এটি একটি আমের গাছ। এই বর্ষায় আমরা আমাদের ছাদ বাগানে বেশ কিছু ফলের গাছ লাগিয়েছি। তার মধ্যে লেবু , আম, আমলকি ইত্যাদি গাছ রয়েছে। ফটোগ্রাফিতে যে ছোট আমের গাছটি দেখা যাচ্ছে সেটি একটি বারোমাসিক আমের গাছ । এই গাছে যখন আম আসা শুরু হবে তখন থেকে ১২ মাস ধরেই আমরা কম বেশি আম পাবো। গাছটি যেহেতু বেশিদিন লাগানো হয়নি তাই গাছে ফল আসার জন্য অনেকটা সময়ই আমাদের অপেক্ষা করতে হবে।

ফটোগ্রাফি -০৪

InShot_20230713_171431569.jpg

এটি একটি জবা ফুল গাছের ফটোগ্রাফি। এই ফুল গাছটিতে লাল রঙের জবা ফুল হয়ে থাকে। এই জবা ফুল আমরা সাধারণত পুজো দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমাদের ছাদে বিভিন্ন ধরনের জবা ফুলের গাছ রয়েছে । সেই গাছ গুলো থেকে সাদা, গোলাপি, লাল সব ধরনেরই জবা ফুল আমরা পেয়ে থাকি। জবা ফুলে কোন ঘ্রাণ না থাকায় এই ফুল আমার কাছে খুব একটা ভালো লাগে না । তবে গাছ ভরে যখন ফুলগুলো ফোটে দেখতে বেশ ভালই লাগে।

ফটোগ্রাফি -০৫

InShot_20230713_171303677.jpg

এই ফটোগ্রাফিতে দেখা যাচ্ছে অ্যালোভেরা গাছ। এই অ্যালোভেরার অনেক ঔষধি গুনাগুন রয়েছে। আমাদের বাড়ির ছাদে এবং বাড়ির পাশের জায়গাতেও আমরা এই গাছ লাগিয়েছি। বাড়ির ছাদে টবে করে কয়েক বছর আগে ছোট্ট একটি অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম। সেইখান থেকেই এতগুলো গাছের উৎপত্তি হয়েছে। সারা বছরে, এই অ্যালোভেরাই একমাত্র গাছ যার যত্ন না করলেও সুন্দরভাবে বেড়ে ওঠে। অনেক আগে অ্যালোভেরার পাতাগুলো নিয়ে সেই পাতা থেকে জেল বের করে মুখে লাগাতাম । এটি স্কিনের জন্য অত্যন্ত উপকারী। তবে অনেকদিন হয়ে গেছে এই কাজগুলো আর করা হয় না।


ক্যামেরা পরিচিতি : SAMSUNG
ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান : বারাসাত, নর্থ ২৪ পরগনা।



আজকের শেয়ার করা বাড়ির ছাদ থেকে তোলা বিভিন্ন ধরনের গাছের ফটোগ্রাফিগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last year 

বাড়ির উঠোনে কিংবা বাড়ির ছাদে যদি ছোট্ট বাগান থাকে তাহলে অনেক ভালো লাগে। সেই বাগানের ফটোগ্রাফি করতে যেমন ভালো লাগে তেমনি বাগানে সময় কাটাতেও ভালো লাগে। বিভিন্ন শাকসবজি এবং ঔষধি গাছ দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।

 last year 

আপনার এই কথাগুলোর সাথে আমিও পুরোপুরি একমত আপু। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর গুছিয়ে কথাগুলো বলার জন্য।

 last year 

বিকেল বেলায় ছাদে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন ভাই । আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। বেশ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন । বিশেষ করে আমার কাছে পুঁই শাকের আলোকচিত্র দেখে ভালো লাগলো ।পুঁইশাক রান্না করলে খেতে খুব দুর্দান্ত। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার খুব ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই।

পুঁইশাক রান্না করলে খেতে খুব দুর্দান্ত।

হ্যাঁ ভাই ঠিক বলেছেন।

 last year 

ছাদে তো বেশ সুন্দর বাগান করা হলো এমন সুন্দর বাগানে হাঁটতে বিকেল বেলায় অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে এ ধরনের রংবেরঙের গাছ গুলো রাখলে বিশেষ করে অনেক উপকারে আসে। একদিকে ঔষধি গাছ অন্যদিকে ফল এবং শাক সবজির গাছ দারুন তো। সব মিলিয়ে আপনি অসাধারণ ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন ছাদ বাগান থেকে ধন্যবাদ।

 last year 

এত সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

বাহ্! এককথায় দুর্দান্ত ফটোগ্রাফি করেছেন ভাই। ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই খুব ভালো লাগলো। বিকেলবেলা ছাদ বাগানে সময় কাটাতে সত্যিই খুব ভালো লাগে। আমিও ভাবছি কিছুদিনের মধ্যেই ছাদ বাগান করবো। যাইহোক এতো মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ভাই আপনিও কিছু দিনের মধ্যে ছাদ বাগান করবেন বিষয়টা জেনে বেশ ভালো লাগলো। যাইহোক আমার শেয়ার করা আজকের ফটোগ্রাফি গুলোর এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62164.65
ETH 2439.44
USDT 1.00
SBD 2.67