বিলুর কাণ্ড || ৩ এপ্রিল ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগে তোমাদের সাথে " বিলুর কাণ্ড " নামক একটি গল্প শেয়ার করব । গল্পটি আমি তিনটি পর্বের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। গল্পটির প্রথম পর্ব নিচে দেখে নেওয়া যাক।

child-g125a25851_1920.jpg

ইমেজ সোর্স

বিলুর ভাগ্যটা আসলেই খুব খারাপ। না হলে সে এত ভাল অংক পরীক্ষা দিয়েও মাত্র তিন পায়। তিনের পর আরেকটা তিন দিয়ে পাস নম্বরটা তুলবে এবং বাবাকে বুঝ দিবে ভেবেছিল, কিন্তু স্যারটাও তিনের আগে একটা শূন্য দিয়ে বসে আছে। বাবার যে কিছু উত্তম মধ্যম খেতে হবে তাতে আর কোন সন্দেহ নেই। কিন্তু সমস্যা মিলনকে নিয়ে। প্রত্যেক ক্লাসেই একজন না একজন গুন্ডা থাকে। আর সে যদি হয় ক্লাস মনিটর তাহলে তো তার পোয়াবারো। আজ তো বুধবার, মিলনের চাঁদার দিন। কিন্তু বিলুর পকেট যে ছেঁড়া তা কে জানত। এটা কি তার দোষ? । কখন কি ভাবে টাকা পরে গেছে তাই ভাবতে ভাবতে বিলু ক্লাসে ঢুকল। ক্লাসের প্রথম পিরিয়ড নারায়ণ স্যারের। স্যারের বেতের একটা আলাদা সুনাম আছে সারা ক্লাসে। তাই স্যারের পড়া সবাই করে আসে।

এই বিলু পড়া করেছিস? হ্যাঁ, স্যার। আচ্ছা বলতো, আয় বুঝে ব্যয় কর- এর ইংরেজি। হায় হায়, এতক্ষণে বুঝলাম মিলনের চালাকি । পড়া দেওয়ার সময় ওর দুষ্ট হাসির চালাকি বুঝতে পারলাম। কিরে পারবি না? না স্যার। কথাটি শুনে স্যার আমার দিকে তেড়ে আসলেন এবং তার বেতের সদ্ব্যবহার করলেন। ছুটির পরের ঘটনা। বাড়ি ফিরছি পথি মধ্যে মিলনের সাথে দেখা। কিরে চাঁদা দিবি না? না মানে ভুলে গেছি। আচ্ছা শাস্তিটা তাহলে তোর প্রাপ্য। এই বলে মিলন তার চিবানো চুইংগাম লাগিয়ে দিল। চুইংগাম যে তার একটি উল্লেখযোগ্য শাস্তি তা বলে রাখাই ভাল, আর চুল থেকে চুইংগাম উঠানো যে কি কঠিন তা এই প্রথমই বুঝলাম। কি আর করা। নিতাই নাপিতের কাছ থেকে আমার সাধের চুল কাটতেই হল।

চলবে...

বন্ধুরা আজকের শেয়ার করা "বিলুর কাণ্ড " গল্পের প্রথম পর্ব তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago (edited)

আসলেই প্রত্যেক ক্লাস এরকম মিলন নামের দু একজন থাকে। বিলুর কথাবার্তা শুনে মনে হলো যে বিলু বেশ সহজ সরল। তাইতো নিতাই চালাকীর ফাঁকে পড়ে গেল। চুইংগাম যার চুলে লেগেছে সেই জানে এর কি জ্বালা। যাই হোক দাদা গল্পটা বেশ ভালই শুরু করেছিলেন, কিন্তু আমার মনে হয় আরেকটু বড় হলে পড়ে আরাম পাওয়া যেত। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 3 years ago 

আপু মিলন এর কথা বলছেন যা মনে হয় । নিতাই নাম হয়তো ভুল করে বলে ফেলেছেন। যাই হোক কমেন্টটি করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বিলুর কথাবার্তা শুনে বুঝলাম সে একজন সহজ সরল মানুষ। আসলে এই ধরনের সহজ সরল মানুষদের সব সময় বিপদে পড়তে হয়। চুলে কখনো চুইংগাম লাগেনি তাই এর প্যারাটাও জানিনা। তবে গল্পটি পড়ে বুঝতে পারলাম একবার চুলে চুইংগাম লেগে গেলে হয়তো চুলটা কাটতে হয়। যাইহোক গল্পটি পড়ে বেশ ভালো লাগলো তবে একটু ছোট আরেকটু বড় হলে ভালো হতো ধন্যবাদ।

 3 years ago 

তবে গল্পটি পড়ে বুঝতে পারলাম একবার চুলে চুইংগাম লেগে গেলে হয়তো চুলটা কাটতে হয়।

এই ঘটনা ছোট বেলায় অনেক বার ঘটেছে আমার সাথে। গল্পটি আরো একটু বড় করার পরামর্শ দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 114499.16
ETH 4132.17
USDT 1.00
SBD 0.59