ডাই পোস্ট: রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি || ১৯ ফেব্রুয়ারি ২০২৩

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।
আজকের ব্লগে আমি তোমাদের সাথে দ্বিতীয়বার কোনো ডাই পোস্ট শেয়ার করতে যাচ্ছি। রঙিন কাগজ কেটে ফুল তৈরি করে দেখাবো আমি আজকের ব্লগে। এই ধরনের সৃজনশীলতা মূলক কাজ করতে বেশ ভালো লাগে। আমি অনেক আগে থেকেই এই কাজগুলো মূলত পারতাম কিন্তু তেমন একটা শেয়ার করা হয়নি কোথাও। "আমার বাংলা ব্লগে" সবাই সবার সৃজনশীলতাকে তুলে ধরে তাই আমিও এখন থেকে চেষ্টা করছি সবার সামনে আমার সৃজনশীলতাকে তুলে ধরার জন্য । কাগজের এরকম সুন্দর সুন্দর ফুল তৈরি করতে যেমনটা ভালো লাগে ,এসব ফুল দিয়ে ঘর সাজাতেও ভালো লাগে। বাচ্চাদের এরকম ফুল তৈরি করে দিলে তারাও খুব খুশি হয় । যাই হোক এবার রঙিন কাগজের ফুলটি কেমন করে তৈরি করেছি তা স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক।

InShot_20230219_132724387.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● একটি রঙিন কাগজ
● কাঁচি
● আঠা
● পেন্সিল
● গোল পেপার ওয়েট
InShot_20230219_132408399.jpg

🕸️ প্রথম ধাপ 🕸️

বড় রঙিন কাগজ থেকে কাঁচির সাহায্যে ছোট করে কাগজ কেটে নিলাম।

InShot_20230219_132619781.jpgInShot_20230219_132545673.jpg

🕸️ দ্বিতীয় ধাপ🕸️

রঙিন কাগজের উপর গোল পেপার ওয়েট রেখে পেন্সিলের সাহায্যে গোল গোল করে দাগ টেনে নিলাম এবং কাঁচির সাহায্যে গোল গোল করে কেটে নিলাম কাগজ। এভাবে গোল গোল করে বেশ কিছু কাগজ কেটে নিলাম।

InShot_20230219_132427046.jpgInShot_20230219_132654690.jpg

🕸️তৃতীয় ধাপ🕸️

এইবার কেটে রাখা গোল পেপারকে মাঝ বরাবর কেটে নিলাম। এর পর পেপার এর এক অংশে আঠা লাগিয়ে ওপর অংশের সাথে লাগিয়ে দিলাম। এভাবে শঙ্কু আকৃতির মত করে করলাম কেটে রাখা রঙিন পেপার গুলোকে।
InShot_20230219_132345025.jpg

🕸️ চতুর্থ ধাপ🕸️

পেপারগুলোকে শঙ্কু আকৃতির মত করে করার পর একটার সাথে আরেকটা লাগিয়ে দিলাম পাশাপাশি।
InShot_20230219_132756945.jpg

🕸️পঞ্চম ধাপ 🕸️

এই ধাপে আরো কিছু শঙ্কু আকৃতির মত করে রাখা পেপারগুলোকে উপরে উপরে বসিয়ে দিলাম। এভাবে ফুলটি সহজেই তৈরি হয়ে গেল।
InShot_20230219_132640824.jpg

🕸️ষষ্ট ধাপ 🕸️

ফুল তৈরি হওয়ার পর অন্য একটি ছোট কাগজের টুকরোতে নিজের নাম লিখে ফুলটির নিচে রেখে দিলাম।
InShot_20230219_132724387.jpg


আজকে শেয়ার করা রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুলটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

🕸️ধন্যবাদ সবাইকে🕸️

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুবই নিখুঁতভাবে অসাধারণ একটি ফুল তৈরি করেছেন যা দেখে আমি একেবারেই মুগ্ধ। রঙিন কাগজ দিয়ে এভাবে যে কোন জিনিস তৈরি করলে খুবই সুন্দরভাবে ফুটে উঠে যা দেখতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। কালারটাও কিন্তু খুবই দারুণ ছিল। অনেক সময় লেগেছে দেখে মনে হচ্ছে আপনার এই কাজটি সম্পূর্ণ করতে। যাইহোক এক কথায় অসাধারণ ছিল।

 2 years ago 

আমার কাজটি আপনার কাছে নিখুঁত লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্য দেওয়ার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুবই চমৎকার একটি গোল ফুল তৈরি করেছেন। আমার কাছে আপনার ফুলটি একেবারে অসাধারণ লাগলো। কারণ ফুলটি দেখতে যতটা সহজ মনে হচ্ছে তৈরি করতে ততটা সহজ মনে হয় না। গোল কাগজগুলো কেটে কেটে এই ফুলগুলো তৈরি করতে অনেক সময় লেগেছে আপনার। আমি নিজেও একবার এই ফুলটি তৈরি করার চেষ্টা করেছিলাম কিন্তু সুন্দরভাবে তৈরি করতে পারিনি। সম্পূর্ণ ফুলটি আর কালার কম্বিনেশন টা আমার কাছে অনেক ভালো লাগলো।

 2 years ago 

গোল কাগজগুলো কেটে কেটে এই ফুলগুলো তৈরি করতে অনেক সময় লেগেছে আপনার

হ্যাঁ আপু তা একটু বেশি সময় লাগে এমন করে করতে। এত সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

 2 years ago 

দাদা আজকে চমৎকার ভাবে কাগজ দিয়ে ফুল তৈরি করে শেয়ার করেছেন। আপনার ফুল তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুলটি দেখতে ভীষণ ইউনিক মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ফুলটি কিছুটা ইউনিক করার চেষ্টা করেছি ভাই। এটি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন এটা জেনে বেশ ভালো লাগলো ।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি ফুল টি দেখতে খুব সুন্দর লাগছে। প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ফুল টি দেখতে বেশ ইউনিক।অনেক ধন্যবাদ দাদা সুন্দর ডাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

কাগজের তৈরি ফুলটি আপনার কাছে সুন্দর লেগেছে এটা জেনে অনেক খুশি হলাম আপু । ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন। ফুলটি দেখতে অনেক সুন্দর লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু। আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে খুব সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দরভাবে উপস্হাপন করেছেন। সুন্দরভাবে ধাপে ধাপে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

আমার শেয়ার করা ডাই পোস্টের এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

সৃজনশীলতা মূলক কাজ করতে আমরা সকলেই অনেক বেশি পছন্দ করি আর নিজের মধ্যে লুকায়িত থাকা সৃজনশীলতার প্রতিভা যদি অন্যদের মাঝে তুলে ধরা যায় তাহলে নিজের কাছে খুবই ভালো লাগে। কমিউনিটিতে সকলেই প্রায় তার নিজের মধ্যে লুকায়িত সৃজনশীলতার প্রতিবাদ তুলে ধরছে নানারকম ডাইপ্রজেক্ট তৈরির মাধ্যমে। আপনার তৈরি কৃত এই রঙিন কাগজের ফুল দেখে খুবই ভালো লাগলো পরবর্তীতে এরকম সুন্দর রঙিন কাগজের নানা ধরনের ডাই প্রজেক্ট আপনার থেকে আশা করব।

 2 years ago 

সৃজনশীলতা মূলক এই ধরনের কাজগুলো করতে সত্যি অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে কথাগুলো বলার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন ভাইয়া। প্রতিটি ধাপ লক্ষ্য করলে বোঝা যায় আপনি অনেকটা সময় ও ধৈর্য ব্যয় করে এই সুন্দর ফুলটি তৈরি করেছেন। ফুলটি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি সৃজনশীল কাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সময় এবং ধৈর্য অনেকটাই লাগে ভাই এই ধরনের কাজগুলো করতে। এত সুন্দর করে মন্তব্যটি জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

ভাইয়া আপনার রঙিন কাগজ দিয়ে ফুলের ডাই পোস্টটি দেখতে চৎকার লাগছে।আপনার ডাই এর কালার দেখতে দারুন লাগছে।তাছাড়া আপনি ডাইটির প্রতিটি ধাপ খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।এটা দেখে যে কেউ সহজেই ডাই টি তৈরি করতে পারবেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর ফুলের এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে গুছিয়ে কমেন্টটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60265.23
ETH 2324.47
USDT 1.00
SBD 2.55