ভিডিওগ্রাফি || টালা প্রত্যয় এর সরস্বতী পুজো প্যান্ডেল

in আমার বাংলা ব্লগ7 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

আমাদের এখানে যে কালী পুজো অথবা দুর্গাপুজোতে অনেক বড় বড় পুজো প্যান্ডেল করা হয়, এটা আমি জানি তবে সরস্বতী পুজোতেও যে অনেক বড় করে প্যান্ডেল হতে পারে বা অনেক বড় করে সরস্বতী মায়ের প্রতিমা বানানো হতে পারে, এটা আমার আগে জানা ছিল না। তবে এই বছর সরস্বতী পুজো দিন নর্থ কলকাতার একটি পুজো প্যান্ডেল দেখতে গিয়ে সেটা জানতে পারি।

20240214_172040.jpg

20240214_171941.jpg

এই বছর আমি সরস্বতী ঠাকুর দেখতে নর্থ কলকাতায় গেছিলাম আমার এক বন্ধু এবং দাদার সাথে। এই পুজো প্যান্ডেলটি দেখতে যাওয়ার কারণ হলো, অনেক আগে থেকেই শুনেছিলাম এখানে নাকি অনেক বড় করে সরস্বতী মায়ের প্রতিমা করেছে। যাইহোক, এই পুজো প্যান্ডেলটি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই ছিল। এখানে যাওয়ার জন্য প্রথমে আমি আমাদের বাড়ি থেকে দমদম স্টেশনে যাই এবং সেখান থেকে মেট্রোরেলে করে বেলগাছিয়া স্টেশনে নামি। তারপর সেখানে থেকে আবার অটো করে এই টালা প্রত্যয় পৌঁছে যাই। যাইহোক, পুজোর দিন বিকালের দিকে আমরা গেছিলাম এখানে। যেহেতু এই প্যান্ডেলটি অনেক বড় করে করেছিল, তাই এই প্যান্ডেলটিতে সেদিন অনেক ভিড় ছিল

এই বছর টালা প্রত্যয় ক্লাবের ৯৯ তম সরস্বতী পুজো ছিল এটি। আমি যখন এই প্যান্ডেলটির মধ্যে ঢুকেছিলাম আমি তো অবাক হয়ে গেছিলাম, এত বড় করে প্রতিমা দেখে! এই প্যান্ডেলটি সাদা থিমে করেছিল। চারিপাশে সাদা ওড়না দিয়ে খুব সুন্দর করে প্যান্ডেলটি সাজিয়েছিল। তাছাড়া মায়ের প্রতিমাটি এত সুন্দর করে করেছিল যে আমি মুগ্ধ হয়ে পাঁচ মিনিট শুধু সরস্বতী মায়ের প্রতিমা দেখি। আমি সেদিন সেখানে অনেকটা সময় ঘুরে ঘুরে সব কিছু দেখি এবং একটি ভিডিওগ্রাফি করি। যা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে । এটি দেখলে তোমরাও বুঝতে পারবে, এই পুজো প্যান্ডেলটিতে সরস্বতী মায়ের প্রতিমা টি ঠিক কত বড় করে করেছিল।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন...


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীভিডিওগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ভিডিওগ্রাফার@ronggin
লোকেশনটালা প্রত্যয়, নর্থ কলকাতা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা টালা প্রত্যয় এর সরস্বতী পুজো প্যান্ডেলের এই ভিডিওগ্রাফি টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 7 months ago 

খুব সুন্দর করে ভিডিওগ্রাফিটি করেছেন। আসলে ভিডিওগ্রাফি করতে আমারও খুব ভালো লাগে। তবে বিভিন্ন কারনে ভিডিও করা ছেড়ে দিয়েছি। তবে আগে আপনাদের মতই সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করতাম। যাই হোক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

আমার শেয়ার করা এই ভিডিওগ্রাফি টি আপনার কাছে সুন্দর লেগেছে, জেনে ভালো লাগলো ভাই। ধন্যবাদ, আপনার এই মন্তব্যটির জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62512.15
ETH 2436.07
USDT 1.00
SBD 2.66