DIY || চলো স্পাইডার ম্যান আঁকি ।। ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য by rokibulsanto

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুগন ,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন। আমি @rokibulsanto আপনাদের নতুন বন্ধু । প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে ছোট্ট একটি আর্ট নিয়ে এসে পড়েছি । আজকে আপনাদের সাথে আমি স্পাইডার ম্যান এর একটি ছবি ধাপে ধাপে শেয়ার করার চেষ্টা করবো । আশা করছি সবার ভালো লাগবে ।
তো কথা না বাড়িয়ে চলুন পেপার পেন্সিল নিয়ে বসে পড়া যাক

8.jpg

ফাইনাল ছবি

প্রয়োজনীয় উপকরন
🟥 A4 সাইজের পেপার
🟥 2B পেন্সিল
🟥 Dark+ পেন্সিল
🟥 রাবার
🟥 কাটার
🟥 স্কেল

1.jpg


✔️স্টেপ-১

সর্ব প্রথমে আমরা স্পাইডার ম্যান এর মাথার অবয়বটি আঁকার চেষ্টা করবো । মাথার অংশটি আঁকার সময় আমাদের খুব -ই খেয়াল রাখতে হবে যাতে করে এটি বেশি মোটা অথবা চাপা না হয়ে যায় । মাথার অংশটি যত ভাল হবে চিত্রটি দেখতে তত সুন্দর লাগবে ।

2.jpg


✔️স্টেপ-২

এই ধাপে আমরা স্পাইডার ম্যান এর চোখ আঁকব । বাম চোখটি মাথার বাম দিকের বর্ডার এর সাথে লাগিয়ে দিব এবং চোখের লেয়ার টি হালকা চিকন ডাবল লেয়ারের করে দিব । অনুরূপ ভাবে ডান পাশের চোখটিতেও ডাবল লেয়ার করে দিব । ডানের চোখটি উপরের দিকে একটু চোঁওকা করে দিব

3.jpg


✔️স্টেপ-৩

এখন আমরা মাথার দাগগুলো টানবো । মাথার দাগ গুলো টানার জন্য প্রথমে ২ চোখের মাঝখান বরাবর একটি বিন্দু করে নিব । বিন্দু থেকে মাথার কপাল বরাবর ৩ টি দাগ আগে টানব ঠিক চিত্রে যেমন ভাবে দেখানো হয়েছে । এবার উপরের দাগগুলোর সাথে মিলিয়ে নিচের দিকের দাগ গুলো দিব এবং সাথে চোখের পাশের দাগ গুলোও

4.jpg


✔️স্টেপ-৪

এবার আমরা মাকড়শার জাল গুলো আঁকব । জালগুলো একটার সাথে আরেকটা একটু ঢেউ খেলানো ভাবে আঁকব ঠিক বাস্তবে মাকড়শার জাল দেখতে যেমনটি হয়ে থাকে । জাল গুলো খুব যত্ন করে আঁকার চেষ্টা করবো । জালগুলো যত ভাল হবে তত দেখতে সুন্দর লাগবে চিত্রটি ।

5.jpg


✔️স্টেপ-৫

এই ধাপে আমরা চোখের লেয়ারটি গাঢ় করে দিব ডার্ক প্লাস পেন্সিল ব্যবহার করে এবং এর সাথে মাথার আউট লাইনটি সহ ।

6.jpg


✔️স্টেপ-৬

উপরের ধাপে মূলত মাথার অংশটুকুর কাজ সম্পন্ন হয়েছে । এখন আমরা গলার নিচ থেকে সামান্য একটু অংশ আঁকব । মাথা থেকে বডির অংশটি পেন্সিল দিয়ে হালকা করে স্ট্রাকচার এনে পরে গাঢ় করে আঁকব । এইখানে কয়েকবার রাবার ব্যবহার করা লাগতে পারে । বডির অংশটি এঁকে মাঝের জালের মতো দাগগুলো এঁকে দিব যেমনটি আমরা মাথার ভিতরের জালগুলোর সময় এঁকেছিলাম ।

7.jpg


✔️ফাইনাল ছবি

আমরা ফাইনাল স্টেপ চলে এসেছি । ফাইনাল ফিনিশিং দেয়ার জন্য আমরা আউট লাইন গুলো যত্ন নিয়ে গাঢ় করে দিব এবং মাথার পিছনের অংশতে 2B পেন্সিল দিয়ে হালকা স্কেচ করে দিব । এর মাধ্যমেই আমাদের স্পাইডার ম্যান অংকন শেষ হয়ে যাবে ।

8.jpg


✔️সেলফি স্টেপ

মাকড়শা ম্যান এর সাথে আমার সেলফি ।


আজ এ পর্যন্তই । দেখা হবে আগামিকাল ইনশাল্লাহ নতুন কোন টপিক নিয়ে । সবাই ভালো থাকবেন । এতক্ষন ধরে আমার পোস্টটি পড়ার জন্য আপনার প্রতি রইল আমার ভালবাসা ।

ধন্যবাদ

9.jpg


বিভাগ তথ্য
ডিভাইস শাওমি রেডমি নোট 4
লোকেশন ধানমন্ডি-১৯
আর্টিস্ট @rokibulsanto

শুভেচ্ছান্তে
@rokibulsanto


amarbanglblog.png


blogPng.gif


Sort:  
 3 years ago 

  • স্পাইডার ম্যানের স্কেচ আমার খুবই ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে এটি এঁকে দেখিয়েছেন। এ ধরনের আঁকা গুলো আমার খুবই ভালো লাগে দেখতে। সব সময় আপনার এই ধরনের তৈরি পোস্টগুলো দেখতে চাই। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

@nrocky71 ভাই ধন্যবাদ আপনাকে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য । এ ধরনের পোস্ট ইনশাল্লাহ সামনে আরো নিয়ে আসবো ।পাশে থাকবেন ভাই ❤

অসাধারণ একটি স্কেচ আর্ট। অনেক ভালো লেগেছে। মার্কডাউন এর জন্য পোস্টটি আরো চমকপ্রদ হয়ে ওঠেছে।

 3 years ago 

@shakib735 ধন্যবাদ ভাই

 3 years ago 

ভালোবাসার স্পাইডারম্যান 😍
আমি স্পাইডারম্যানের বিশাল বড় ফ্যান। আপনি সেই স্পাইডারম্যানের খুব সুন্দর স্কেচ একে ফেলেছেন। খুবই সুন্দর হয়েছে আর চমৎকার উপস্থাপনা। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

@munna101 ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ❤

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58866.42
ETH 2515.85
USDT 1.00
SBD 2.46