লেভেল ৩ হতে আমার অর্জন by @rokibulsanto || ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য
◾️ ০১ ফেব্রুয়ারি
▪️ মঙ্গলবার
কেমন আছেন সবাই। আশা করছি সকলে সুস্থ ও ভালো আছেন। আজকে আমি আমার লেভেল-৩ এর লিখিত পরীক্ষা দিতে চলেছি আপনাদের মাঝে। পরীক্ষা শুরু করার আগে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের সকলের প্রিয় দাদাকে যিনি @abb-school প্রতিষ্ঠার মাধ্যমে ব্লগিং ক্যারিয়ার এ একজন কোয়ালিটিফুল ব্লগার তৈরী করতে যেসব বিষয় জানা আবশ্যক তা তিনি আমাদের সম্মানিত প্রফেসরগণদের দ্বারা শেখানোর একটি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন।
☛ মার্কডাউন
☛ কনটেন্ট
☛ কিউরেশন
এবার আমি লেভেল-৩ এর প্রশ্নউত্তর পর্বের মাধ্যমে উপরের বিষয়গুলো বুঝানোর চেষ্টা করবো।
☛ মার্কডাউন কি ?
☛ মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?
☛ পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?
◼️ আমরা যদি কোড এর আগে ব্যাকস্লাশ (\) দেই তবে কোডগুলো দৃশ্যমান থাকবে।
◼️ আমরা যদি কোডটির আগে চারটি (৪) টি স্পেস দিয়ে শুরু করি তবেও কোডগুলো দৃশ্যমান থাকবে।
◼️ আমরা যদি কোডটির আগে এবং পরে এপোস্ট্রপি (`) দেই তবেও কোডগুলো দৃশ্যমান থাকবে।
☛ নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।
✅উত্তরঃ
ইনপুট
|sl|name|address|
|-|-|-|
|01|rokibulsanto|Dhanmondi|
|02|mahdihasan|Jigatola|
|03|Mithun|Farmget|
আউটপুট
sl | name | address |
---|---|---|
01 | rokibulsanto | Dhanmondi |
02 | mahdihasan | Jigatola |
01 | Mithun | Farmget |
☛ সোর্স উল্লেখ করার নিয়ম কি ?
✅উত্তরঃ সোর্স আমরা ২ ভাবে উল্লেখ করতে পারি । HTML কোড এর এংকর ট্যাগ ব্যবহার করে। আরেকটি হচ্ছে সিম্বোল ব্যবহার করে। ২টিই আমি নিচে দেখাচ্ছি। HTML কোড ইউজ করার চেয়ে সিম্বোল দিয়ে হাইপারলিঙ্ক করা সহজ। এখানে আমরা তৃতীয় বন্ধনির এর ভেতর সোর্স দিব তারপর প্রথম বন্ধনির ভেতর লিংক দিয়ে দিব।
◼️ <a href="www.google.com">Google</a>
◼️[Google](www.google.com)
☛ বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।
✅উত্তরঃ HTML কোড
<h1>আমার বাংলা ব্লগ</h1>
<h2>আমার বাংলা ব্লগ</h2>
<h3>আমার বাংলা ব্লগ</h3>
<h4>আমার বাংলা ব্লগ</h4>
<h5>আমার বাংলা ব্লগ</h5>
<h6>আমার বাংলা ব্লগ</h6>
সিম্বোল কোড
# আমার বাংলা ব্লগ
## আমার বাংলা ব্লগ
### আমার বাংলা ব্লগ
#### আমার বাংলা ব্লগ
##### আমার বাংলা ব্লগ
###### আমার বাংলা ব্লগ
আউটপুট
আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ
☛ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।
✅উত্তরঃ
<div class="text-justify">
</div>
☛ কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?
☛ কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?
☛ ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?
☛ সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?
☛ নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?
cc: @alsarzilsiam
সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লিখিত পরীক্ষা এখানেই শেষ করছি।
আপনার উপস্থাপনা টি সত্যিই অসাধারণ ছিল। অন্যান্য যারা পরীক্ষা দিয়েছে তার তুলনায় একটু ব্যতিক্রম ভাবে আপনি আপনার পোস্টটি তৈরি করেছেন। আপনি মোটামুটি সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সিয়াম ভাই আমাকে লেভেল দেয়ার জন্য এবং সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। ভালো থাকবেন ভাই। আপনার জন্য অবিরাম ভালোবাসা 💛
লেভেল তিন হতে আপনি খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন এবং গুছিয়ে সেগুলো উপস্থাপন করেছেন।অভিনন্দন আপনাকে।শুভ কামনা রইলো।এগিয়ে যান।
ধন্যবাদ আশিক ভাই সুন্দর মন্তব্য করার জন্য
আপনার উপস্থাপনা টি সত্যিই অসাধারণ হয়েছে।অভিনন্দন ও শুভ কামনা রইলো আপনার জন্য এগিয়ে যান।
ধন্যবাদ ভাই। আপনার জন্যও শুভকামনা থাকলো
লেবেল ৩ ক্লাস করে আপনি তো মনে হয় অনেক কিছুই শিখতে পেরেছেন। আপনি প্রশ্ন গুলো অনেক সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। আমরাও ক্লাসগুলো করে অনেক কিছু শিখতে পেরেছিলাম। আশা করব বাকি কাজগুলো করে অনেক কিছু শিখতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ ম্যাডাম সুন্দর মন্তব্য করার জন্য