DIY ।। বাড়ির পাশের মধুমতি নদীর ছবি অংকন ।। 10% for shy fox

in আমার বাংলা ব্লগ3 years ago

◾️ ২১ মার্চ
▪️ সোমবার


হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আরেকটি আর্ট পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ একটি গ্রামীন পাহাড়ি নদীর ছবি আঁকার চেষ্টা করবো। বাড়ির পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। দূরে পাহাড়। এই কনসেপ্ট নিয়ে আঁকা শুরু করে দেই চলুন।

18.jpeg

বাড়ির পাশে মধুমতি নদী

1.png

a4 সাইজের পেপার
ডার্ক প্লাস পেন্সিল
রাবার
কাটার
স্কেল
কালো রং পেন্সিল
কমলা রং পেন্সিল
খয়েরি রং পেন্সিল
লাল রং পেন্সিল
হলুদ রং পেন্সিল
সবুজ রং পেন্সিল

0.jpeg

প্রয়োজনীয় উপকরনের ছবি


1.png

প্রথমে আমরা বড় করে একটি বৃত্ত আঁকব । এই বৃত্তের মাঝে আমরা পুরো ছবিটি আঁকার চেষ্টা করবো।

1.jpeg


2.png

এবার বৃত্তের উপরের দিকে স্কেল দিয়ে দাগ টেনে নিব পাহাড় আঁকার জন্য।

2.jpeg


3.png

এবার আমরা বৃত্তের এক পাশ দিয়ে গাছ, পাহাড় ও সূর্য এঁকে দিব।

3.jpeg

4.jpeg


4.png

এই ধাপে আমরা গাছ থেকে হারিকেনের মতো ২টি বাতি ঝুলিয়ে দিব এবং সেই সাথে এক পাশে একটি ঘর এঁকে দিব।

6.jpeg

7.jpeg


5.png

এবার আমাদের রং করার পালা। প্রথমে আমরা খয়েরি কালার রং নিয়ে গাছটির আউট লাইনে গাঢ় করে দিব এবং ভিতরের দিকে ক্রমশ হালকা করে দিব।

8.jpeg


6.png

এবার পাহাড় রং করার পালা। পাহাড় আমরা কালো কালার রং করে দিব।

9.jpeg


7.png

এবার সূর্য রং করে দিব। সূর্য রং করার ক্ষেত্রে আমরা আউট লাইনে গাঢ় করে দিব এবং ভিতরের দিকে হলুদ ও লাল রং এর মিশ্রনে রং করে দিব।

10.jpeg


8.png

এই ধাপে আমরা হারিকেন ২টি রং করে দিব।

11.jpeg


9.png

এবার আমরা নীল রং দিয়ে নদীর পানি রং করে দিব এবং সেই সাথে কমলা কালার রং দিয়ে ঘরটির কিছু অংশ রং করে দিব।

13.jpeg

15.jpeg


final.png

18.jpeg

selfie.png

আমার আঁকানো ছবির সাথে আমার সেলফি। আজ এ পর্যন্তই। চিত্রটি কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।

19.jpeg

বিভাগ তথ্য
ডিভাইস শাওমি রেডমি নোট 10 প্রো
সময় ২ ঘন্টা+
লোকেশন ধানমন্ডি-১৯
আর্টিস্ট @rokibulsanto

শুভেচ্ছান্তে
@rokibulsanto


tnq.png

Mybanner.png


blogPng.gif

Sort:  
 3 years ago 

আপনার বাড়ির পাশে একবার যাওয়া দরকার তো ভাইয়া।আপনার আর্ট যদি ইটি সুন্দর হয়,না জন্য নদীর দৃশ্য টা কত সুন্দর।খুব দেখতে ইচ্ছে করছে।আপনার আর্টের প্রত্যেকটা ধাপ অনেক সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন।আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আর্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রসংশা করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 🤍

 3 years ago 

ভাই সত্যি কী আপনার বাড়ির পাশে মধুমতী নদী। মধুমতী নদীর চিএটা দারুণ একেছেন। আপনি বেশ ভালো আর্ট করেন। আর্ট এর প্রতিটা ধাপ সুন্দরভাবে দেখিয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভালোবাসা রইলো ভাই।

 3 years ago 

নদীর এবং গ্রামের পরিবেশ এর সমন্বয়ে খুব সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। আপনার অংকনটা বেশ ভালো লেগেছে। বর্ণনা ও ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের সাথে তুলে ধরেছেন। সব মিলিয়ে যথাযথ ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি দৃশ্য আমাদের সাথে পেইন্টিং এর মাধ্যমে উপস্থাপনা করার জন্য। ভালো থাকবেন সব সময় এই কামনা করি।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে।বাড়ির পাশে মধুমিতার দৃশ্য। রং করাতে দেখতে খুব ভালো লাগছে।গাছে ল্যাম্পপোস্ট জুলছে।পিছনে সূর্য উকি দিচ্ছে। সব মিলিয়ে দারুন লাগছে।সত্যিই অসাধারণ। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 

নদী এবং নদীর পাড়ের খুবই সুন্দর একটি দৃশ্য আপনার চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আমার কাছে বেশ ভালো লেগেছে কিন্তু সঠিক বিশেষ করে কালার কম্বিনেশন টা খুবই সুন্দর হয়েছে শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই

টাইটেল দেখে গানের কথা স্মরণ হয়ে গেল ভাইয়া। মধু মতি নদী নদীর দৃশ্য আপনি অনেক সুন্দর করে আর্ট করছেন।আর অনেক সুন্দর ভাবে কালার করেছেন।ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটা ছবি শেয়ার করার জন্য।

 3 years ago 

অংকন করার টাইমে গানটি প্লে করে তারপর একেছি ভাই। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

খুবই সুন্দর হবে আজকে আপনি আমাদের মাঝে বাড়ির পাশের মধুমতি নদীর ছবি অংকন করেছেন ভাইয়া। আপনার অহংকার করা এই চিত্রটি ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লেগেছে। চিত্রটি অঙ্কন করার পর থেকে ধাপ আপনি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটা চিত্র অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রসংশা করার জন্য ধন্যবাদ ভাই

 3 years ago 

মধুমতি নদীর পাড়ে খুব সুন্দর একটি বাড়ির আর্ট করেছেন ভাইয়া ।এত সুন্দর একটি বাড়িতে বসে আবার নদী ও দেখা যাবে। খুব সুন্দর হয়েছে আপনার আজকের আর্টটি। আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার আর্টটি।

 3 years ago 

জি আপু। আপনি ঠিক বলেছেন।। ভালোবাসা ও শুভ কামনা আপনার জন্য

 3 years ago 

বাড়ির পাশে মধুমতি নদীর ছবি অংকন খুবই সুন্দর হয়েছে ।আপনার ছবি অংকন এর দক্ষতা দেখে মুগ্ধ হলাম ভাই। আপনি খুব সুন্দর করে ছবি অঙ্কন করতে পারেন ।আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই। ভালবাসা রইলো

 3 years ago 

খুব অসাধারণ একটি চিত্র অঙ্কন করেছেন আপনি। আপনার চিত্র অংকন আমার কাছে খুবই ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক ভালোবাসা রইলো ভাই

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 90127.90
ETH 3069.48
USDT 1.00
SBD 2.94