DIY ।। বাড়ির পাশের মধুমতি নদীর ছবি অংকন ।। 10% for shy fox
◾️ ২১ মার্চ
▪️ সোমবার
হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আরেকটি আর্ট পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ একটি গ্রামীন পাহাড়ি নদীর ছবি আঁকার চেষ্টা করবো। বাড়ির পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। দূরে পাহাড়। এই কনসেপ্ট নিয়ে আঁকা শুরু করে দেই চলুন।
প্রথমে আমরা বড় করে একটি বৃত্ত আঁকব । এই বৃত্তের মাঝে আমরা পুরো ছবিটি আঁকার চেষ্টা করবো।
এবার বৃত্তের উপরের দিকে স্কেল দিয়ে দাগ টেনে নিব পাহাড় আঁকার জন্য।
এবার আমরা বৃত্তের এক পাশ দিয়ে গাছ, পাহাড় ও সূর্য এঁকে দিব।
এই ধাপে আমরা গাছ থেকে হারিকেনের মতো ২টি বাতি ঝুলিয়ে দিব এবং সেই সাথে এক পাশে একটি ঘর এঁকে দিব।
এবার আমাদের রং করার পালা। প্রথমে আমরা খয়েরি কালার রং নিয়ে গাছটির আউট লাইনে গাঢ় করে দিব এবং ভিতরের দিকে ক্রমশ হালকা করে দিব।
এবার পাহাড় রং করার পালা। পাহাড় আমরা কালো কালার রং করে দিব।
এবার সূর্য রং করে দিব। সূর্য রং করার ক্ষেত্রে আমরা আউট লাইনে গাঢ় করে দিব এবং ভিতরের দিকে হলুদ ও লাল রং এর মিশ্রনে রং করে দিব।
এই ধাপে আমরা হারিকেন ২টি রং করে দিব।
এবার আমরা নীল রং দিয়ে নদীর পানি রং করে দিব এবং সেই সাথে কমলা কালার রং দিয়ে ঘরটির কিছু অংশ রং করে দিব।
আমার আঁকানো ছবির সাথে আমার সেলফি। আজ এ পর্যন্তই। চিত্রটি কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।
বিভাগ | তথ্য |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি নোট 10 প্রো |
সময় | ২ ঘন্টা+ |
লোকেশন | ধানমন্ডি-১৯ |
আর্টিস্ট | @rokibulsanto |
শুভেচ্ছান্তে
@rokibulsanto
আপনার বাড়ির পাশে একবার যাওয়া দরকার তো ভাইয়া।আপনার আর্ট যদি ইটি সুন্দর হয়,না জন্য নদীর দৃশ্য টা কত সুন্দর।খুব দেখতে ইচ্ছে করছে।আপনার আর্টের প্রত্যেকটা ধাপ অনেক সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন।আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আর্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রসংশা করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 🤍
ভাই সত্যি কী আপনার বাড়ির পাশে মধুমতী নদী। মধুমতী নদীর চিএটা দারুণ একেছেন। আপনি বেশ ভালো আর্ট করেন। আর্ট এর প্রতিটা ধাপ সুন্দরভাবে দেখিয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
ভালোবাসা রইলো ভাই।
নদীর এবং গ্রামের পরিবেশ এর সমন্বয়ে খুব সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। আপনার অংকনটা বেশ ভালো লেগেছে। বর্ণনা ও ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের সাথে তুলে ধরেছেন। সব মিলিয়ে যথাযথ ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি দৃশ্য আমাদের সাথে পেইন্টিং এর মাধ্যমে উপস্থাপনা করার জন্য। ভালো থাকবেন সব সময় এই কামনা করি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
খুবই সুন্দর হয়েছে।বাড়ির পাশে মধুমিতার দৃশ্য। রং করাতে দেখতে খুব ভালো লাগছে।গাছে ল্যাম্পপোস্ট জুলছে।পিছনে সূর্য উকি দিচ্ছে। সব মিলিয়ে দারুন লাগছে।সত্যিই অসাধারণ। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করেছেন।
নদী এবং নদীর পাড়ের খুবই সুন্দর একটি দৃশ্য আপনার চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আমার কাছে বেশ ভালো লেগেছে কিন্তু সঠিক বিশেষ করে কালার কম্বিনেশন টা খুবই সুন্দর হয়েছে শুভেচ্ছা রইল আপনার জন্য
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই
টাইটেল দেখে গানের কথা স্মরণ হয়ে গেল ভাইয়া। মধু মতি নদী নদীর দৃশ্য আপনি অনেক সুন্দর করে আর্ট করছেন।আর অনেক সুন্দর ভাবে কালার করেছেন।ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটা ছবি শেয়ার করার জন্য।
অংকন করার টাইমে গানটি প্লে করে তারপর একেছি ভাই। ধন্যবাদ আপনাকে
খুবই সুন্দর হবে আজকে আপনি আমাদের মাঝে বাড়ির পাশের মধুমতি নদীর ছবি অংকন করেছেন ভাইয়া। আপনার অহংকার করা এই চিত্রটি ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লেগেছে। চিত্রটি অঙ্কন করার পর থেকে ধাপ আপনি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটা চিত্র অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করার জন্য।
প্রসংশা করার জন্য ধন্যবাদ ভাই
মধুমতি নদীর পাড়ে খুব সুন্দর একটি বাড়ির আর্ট করেছেন ভাইয়া ।এত সুন্দর একটি বাড়িতে বসে আবার নদী ও দেখা যাবে। খুব সুন্দর হয়েছে আপনার আজকের আর্টটি। আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার আর্টটি।
জি আপু। আপনি ঠিক বলেছেন।। ভালোবাসা ও শুভ কামনা আপনার জন্য
বাড়ির পাশে মধুমতি নদীর ছবি অংকন খুবই সুন্দর হয়েছে ।আপনার ছবি অংকন এর দক্ষতা দেখে মুগ্ধ হলাম ভাই। আপনি খুব সুন্দর করে ছবি অঙ্কন করতে পারেন ।আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
ধন্যবাদ আপনাকে ভাই। ভালবাসা রইলো
খুব অসাধারণ একটি চিত্র অঙ্কন করেছেন আপনি। আপনার চিত্র অংকন আমার কাছে খুবই ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক অনেক ভালোবাসা রইলো ভাই