DIY ।। চলো খরগোশের ছবি আঁকি ।। 🐰 ।। ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

◾️ ২৬ জানুয়ারি
▪️ বুধবার


হ্যালো বন্ধুরা,
আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজ বিকেলের দিকে ঢাকা তে বৃষ্টি হয়েছে। বৃষ্টির দিনে কোন কাজ করতে মন চায় না। কেমন জানি আলসেমি চলে আসে শরীরে। মন চাচ্ছে বেড এ শরীরটি ঢেলে দিয়ে কোন একটি রোমান্টিক মুভি দেখি। অবশ্যই তা করবো । তার আগে একটু কাজ করে নেই। আজ আমি আপনাদের মাঝে একটি খরগোশ এর চিত্র আর্ট করবো এবং ধাপে ধাপে তা বর্ণনা করার চেষ্টা করবো। চলুন শুরু করে দেই।

12.jpg

খরগোশ গাজর খাচ্ছে

প্রয়োজনীয় উপকরন



A4 সাইজের পেপার

2B পেন্সিল

Dark+ পেন্সিল

HB পেন্সিল

Infinity 2B পেন্সিল

রাবার

কাটার

0.jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি

ধাপ-১
প্রথমে আমরা খরগোশের বড় বড় ২ টি কান আকবো।

1.jpg


ধাপ-২
এবার আমরা কানের বর্ডারগুলো গাঢ় করে দিব এবং মাথার উপরের দিকের একটু শেপ একে নিব

2.jpg


ধাপ-৩
এই ধাপে আমরা খরগোশের গাল নাক ও চোখের শেপ একে দিব। এর সাথে কানের বর্ডার গাঢ় করে দিব।

3.jpg


ধাপ-৪
এবার আমরা চোখের উপরে একটু ভ্রু একে দিব এবং এর সাথে ২ টি দাত একে দিব এবং আউট লাইনগুলো ডার্ক প্লাস পেন্সিল ব্যবহার করে গাঢ় করে দিব।

4.jpg


ধাপ-৫
এবার আমরা চোখের ভিতরের অংশে ডার্ক প্লাস পেন্সিল দিয়ে গাঢ় করে দিব। চোখের মণি বোঝানোর জন্য আমরা একটু অংশ কালার করা বাকি রাখবো। চোখের উপরের ভ্রুও পেন্সিল দিয়ে গাঢ় করে দিব।

5.jpg


ধাপ-৬
এবার আমরা মুখের ভিতরের অংশটুকু দাত বাদে পেন্সিল দিয়ে গাঢ় কালো কালার করে দিব। এতে মনে হবে খরগোশটি হাসতেছে।

6.jpg


ধাপ-৭
এবার আমরা খরগোশের ২টি হাত একে দিব এবং হাতে একটি গাজর একে দিব। এতে মনে হবে খরগোশটি গাজর খাচ্ছে।

7.jpg


ধাপ-৮
এই ধাপে আমরা খরগোশটি বসে আছে এমন করে পায়ের ফ্রেম আঁকার চেষ্টা করবো এবং ছোট মোটা করে একটি লেজ একে দিব।

8.jpg


ধাপ-৯
এবার আমরা লম্বা লম্বা ২টি পা একে দিব।

9.jpg


ধাপ-১০
আমাদের খরগোশের ছবি আঁকা প্রায় শেষ। এবার কালার করার পালা। আমরা মাথার দিক থেকে কালার করবো হালকা হালকা করে। কালার করার জন্য HB পেন্সিল ব্যবহার করেছি আমি।

10.jpg


ধাপ-১১
২ হাত , গাজরের অংশ এবং পায়ের কিছু কিছু অংশ কালার করে দিব।

11.jpg


ফাইনাল ছবি
ফাইনাল আর্টটি আমাদের এমন হয়েছে।

12.jpg

13.jpg


সেলফি স্টেপ
ফাইনাল চিত্রের সাথে আমার সেলফি।

14.jpg


আজ এ পর্যন্তই ।দেখা হবে আগামিকাল নতুন কোন কিছু নিয়ে । ধন্যবাদ সবাইকে

বিভাগ তথ্য
ডিভাইস রেডমি নোট ৪
লোকেশন ধানমন্ডি-১৯
আর্টিস্ট @rokibulsanto

শুভেচ্ছান্তে
@rokibulsanto

Adnewd a heading (1).png


blogPng.gif

Sort:  
 3 years ago 

ওয়াও অসাধারন ছবি আর্ট করেছেন ভাইয়া। খুব ডিটেইলস এর সাথে পোস্ট করেছেন। সুন্দর ভাবে উপস্থাপন করেছেন সব কিছু। আপনাকে ধন্যবাদ এমন একটি পোস্ট উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

আপনি খুব সুন্দর ভাবে খরগোশের চিত্রটি অঙ্কন করেছেন।বেশ মিষ্টি লাগছে দেখতে এবং খুব নিখুতভাবে অংকন করেছেন।অঙ্কনের প্রত্যেকটির ধাপ সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করে দেখিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

আপনার তৈরি করা পেন্সিল দিয়ে খরগোশের ছবি আঁকা চিত্র টি দেখতে অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ সংগ্রাম ভাই সুন্দর মন্তব্য করার জন্য । শুভ কামনা রইলো ভাই

 3 years ago 

ভাইয়া আপনার খোরগোশের চিত্র টি দেখে আমার ১ বছরের খোরগোশের পালন করার কিছু মূহুর্ত মনে পড়ে গেলো। ভাইয়া আপনি অনেক সুন্দর খরগোশের চিত্র অংকন সত্যি অনেক সুন্দর হয়েছে। অংকন টি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ রবিউল ভাই। শুভ কামনা আপনার প্রতি। অনেক সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেছেন। ভালো থাকবেন ভাই

 3 years ago 

ওয়াও অসাধারন খরগোশের ছবি অঙ্কন করেছেন ভাইয়া। অনেক সুন্দর ভাবে ডিজাইন করে খরগোশের ছবি অঙ্কন করেছেন আপনি। আপনার খরগোশের চিত্র অংকন দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। খরগোশের এর ছবি গুলো ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। শুভ কামনা আপনার প্রতি

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার অঙ্কিত খরগোসড়ি গাজর খাচ্ছে দেখে আমার খুব ভালো লাগলো। গাজরটা রং করা থাকলে দেখতে আরো বেশি আকর্ষনীয় হতো। ধন্যবাদ আপনাকে খরগোসের অসাধারণ চিত্রটি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। শুভ কামনা আপনার প্রতি

 3 years ago 
  • আপনার খরগোশের চিত্র অংকনটি খুবই সুন্দর হয়েছে। দেখে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করছেন। আপনার প্রতি রইল শুভকামনা।
 3 years ago 

ধন্যবাদ আপনাকে। শুভ কামনা আপনার প্রতি

 3 years ago 

অনেক সুন্দর একটা খরগোশের চিত্রাংকন করলেন। খরগোশ তাকে তো দেখতে দারুণ দেখাচ্ছে। খরগোশের হাতে গাজর থাকার কারণে খরগোশ থাকে তো আরো কিউট দেখাচ্ছে। আপনি অসাধারণ ভাবে এই খরগোশের চিত্রাংকন টা করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। শুভ কামনা আপনার প্রতি

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90504.92
ETH 3101.91
USDT 1.00
SBD 2.98