DIY ।। চলো খরগোশের ছবি আঁকি ।। 🐰 ।। ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য
◾️ ২৬ জানুয়ারি
▪️ বুধবার
হ্যালো বন্ধুরা,
আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজ বিকেলের দিকে ঢাকা তে বৃষ্টি হয়েছে। বৃষ্টির দিনে কোন কাজ করতে মন চায় না। কেমন জানি আলসেমি চলে আসে শরীরে। মন চাচ্ছে বেড এ শরীরটি ঢেলে দিয়ে কোন একটি রোমান্টিক মুভি দেখি। অবশ্যই তা করবো । তার আগে একটু কাজ করে নেই। আজ আমি আপনাদের মাঝে একটি খরগোশ এর চিত্র আর্ট করবো এবং ধাপে ধাপে তা বর্ণনা করার চেষ্টা করবো। চলুন শুরু করে দেই।
আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজ বিকেলের দিকে ঢাকা তে বৃষ্টি হয়েছে। বৃষ্টির দিনে কোন কাজ করতে মন চায় না। কেমন জানি আলসেমি চলে আসে শরীরে। মন চাচ্ছে বেড এ শরীরটি ঢেলে দিয়ে কোন একটি রোমান্টিক মুভি দেখি। অবশ্যই তা করবো । তার আগে একটু কাজ করে নেই। আজ আমি আপনাদের মাঝে একটি খরগোশ এর চিত্র আর্ট করবো এবং ধাপে ধাপে তা বর্ণনা করার চেষ্টা করবো। চলুন শুরু করে দেই।
প্রয়োজনীয় উপকরন
A4 সাইজের পেপার
2B পেন্সিল
Dark+ পেন্সিল
HB পেন্সিল
Infinity 2B পেন্সিল
রাবার
কাটার
প্রথমে আমরা খরগোশের বড় বড় ২ টি কান আকবো।
এবার আমরা কানের বর্ডারগুলো গাঢ় করে দিব এবং মাথার উপরের দিকের একটু শেপ একে নিব
এই ধাপে আমরা খরগোশের গাল নাক ও চোখের শেপ একে দিব। এর সাথে কানের বর্ডার গাঢ় করে দিব।
এবার আমরা চোখের উপরে একটু ভ্রু একে দিব এবং এর সাথে ২ টি দাত একে দিব এবং আউট লাইনগুলো ডার্ক প্লাস পেন্সিল ব্যবহার করে গাঢ় করে দিব।
এবার আমরা চোখের ভিতরের অংশে ডার্ক প্লাস পেন্সিল দিয়ে গাঢ় করে দিব। চোখের মণি বোঝানোর জন্য আমরা একটু অংশ কালার করা বাকি রাখবো। চোখের উপরের ভ্রুও পেন্সিল দিয়ে গাঢ় করে দিব।
এবার আমরা মুখের ভিতরের অংশটুকু দাত বাদে পেন্সিল দিয়ে গাঢ় কালো কালার করে দিব। এতে মনে হবে খরগোশটি হাসতেছে।
এবার আমরা খরগোশের ২টি হাত একে দিব এবং হাতে একটি গাজর একে দিব। এতে মনে হবে খরগোশটি গাজর খাচ্ছে।
এই ধাপে আমরা খরগোশটি বসে আছে এমন করে পায়ের ফ্রেম আঁকার চেষ্টা করবো এবং ছোট মোটা করে একটি লেজ একে দিব।
এবার আমরা লম্বা লম্বা ২টি পা একে দিব।
আমাদের খরগোশের ছবি আঁকা প্রায় শেষ। এবার কালার করার পালা। আমরা মাথার দিক থেকে কালার করবো হালকা হালকা করে। কালার করার জন্য HB পেন্সিল ব্যবহার করেছি আমি।
২ হাত , গাজরের অংশ এবং পায়ের কিছু কিছু অংশ কালার করে দিব।
ফাইনাল আর্টটি আমাদের এমন হয়েছে।
ফাইনাল চিত্রের সাথে আমার সেলফি।
আজ এ পর্যন্তই ।দেখা হবে আগামিকাল নতুন কোন কিছু নিয়ে । ধন্যবাদ সবাইকে
বিভাগ | তথ্য |
---|---|
ডিভাইস | রেডমি নোট ৪ |
লোকেশন | ধানমন্ডি-১৯ |
আর্টিস্ট | @rokibulsanto |
শুভেচ্ছান্তে
@rokibulsanto
ওয়াও অসাধারন ছবি আর্ট করেছেন ভাইয়া। খুব ডিটেইলস এর সাথে পোস্ট করেছেন। সুন্দর ভাবে উপস্থাপন করেছেন সব কিছু। আপনাকে ধন্যবাদ এমন একটি পোস্ট উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য
আপনি খুব সুন্দর ভাবে খরগোশের চিত্রটি অঙ্কন করেছেন।বেশ মিষ্টি লাগছে দেখতে এবং খুব নিখুতভাবে অংকন করেছেন।অঙ্কনের প্রত্যেকটির ধাপ সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করে দেখিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভ কামনা রইলো
আপনার তৈরি করা পেন্সিল দিয়ে খরগোশের ছবি আঁকা চিত্র টি দেখতে অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।
ধন্যবাদ সংগ্রাম ভাই সুন্দর মন্তব্য করার জন্য । শুভ কামনা রইলো ভাই
ভাইয়া আপনার খোরগোশের চিত্র টি দেখে আমার ১ বছরের খোরগোশের পালন করার কিছু মূহুর্ত মনে পড়ে গেলো। ভাইয়া আপনি অনেক সুন্দর খরগোশের চিত্র অংকন সত্যি অনেক সুন্দর হয়েছে। অংকন টি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ রবিউল ভাই। শুভ কামনা আপনার প্রতি। অনেক সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেছেন। ভালো থাকবেন ভাই
ওয়াও অসাধারন খরগোশের ছবি অঙ্কন করেছেন ভাইয়া। অনেক সুন্দর ভাবে ডিজাইন করে খরগোশের ছবি অঙ্কন করেছেন আপনি। আপনার খরগোশের চিত্র অংকন দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। খরগোশের এর ছবি গুলো ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। শুভ কামনা আপনার প্রতি
আপনার অঙ্কিত খরগোসড়ি গাজর খাচ্ছে দেখে আমার খুব ভালো লাগলো। গাজরটা রং করা থাকলে দেখতে আরো বেশি আকর্ষনীয় হতো। ধন্যবাদ আপনাকে খরগোসের অসাধারণ চিত্রটি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো
ধন্যবাদ আপনাকে। শুভ কামনা আপনার প্রতি
ধন্যবাদ আপনাকে। শুভ কামনা আপনার প্রতি
অনেক সুন্দর একটা খরগোশের চিত্রাংকন করলেন। খরগোশ তাকে তো দেখতে দারুণ দেখাচ্ছে। খরগোশের হাতে গাজর থাকার কারণে খরগোশ থাকে তো আরো কিউট দেখাচ্ছে। আপনি অসাধারণ ভাবে এই খরগোশের চিত্রাংকন টা করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে। শুভ কামনা আপনার প্রতি