DIY ।। বিড়ালের ছবি অংকন ।। 😺 ।। ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

◾️ ১১ মার্চ
▪️ শুক্রবার


হ্যালো বন্ধুরা,
আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে বিড়ালের একটি চিত্র আঁকার চেষ্টা করবো। আশা করি সবার ভালো লাগবে। চলুন আকাআকি শুরু করি।

12.jpg

বিড়াল

divider.png

প্রয়োজনীয় উপকরন



A4 সাইজের পেপার

2B পেন্সিল

Dark+ পেন্সিল

লাল রং পেন্সিল

পিংক রং পেন্সিল

সাদা রং পেন্সিল

কালো রং পেন্সিল

0.jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি

divider.png

ধাপ-১
প্রথমে আমরা ছবি আঁকার জন্য a4 সাইজের একটি পেপার নিব। পেপারে আমরা শুরুতে বিড়ালের মাথার অংশটি আঁকার চেষ্টা করবো।

1.jpg

divider.png

ধাপ-২

এবার ত্রিভুজ আকৃতি করে বিড়ালের ২টি কান এঁকে দিব।

2.jpg

divider.png

ধাপ-৩
এবার ২ পাশের চোয়ালের অংশ এঁকে দিব ঠিক এমন করে।

3.jpg

divider.png

ধাপ-৪
এই ধাপে আমরা বিড়ালের চোখ, নাক ও মুখ এঁকে দিব। এর সাথে লম্বা লম্বা গোফ এঁকে দিব।

4.jpg

divider.png

ধাপ-৫
এবার আমরা বাম পাশের পায়ের ছবি এঁকে দিব।

5.jpg

divider.png

ধাপ-৬
অনুরুপভাবে ডান পাশের পা ও লম্বা একটি লেজ এঁকে দিব।

6.jpg

divider.png

ধাপ-৭
আমাদের অংকনের কাজ শেষ। এবার রং করার পালা। প্রথমে আমরা কালো রং পেন্সিল দিয়ে মাথার আউটলাইনগুলো গাঢ় করে দিব।

7.jpg

divider.png

ধাপ-৮
একইভাবে কালো রং পেন্সিল ব্যবহার করে চোয়ালের খাজ কাঁটা অংশগুলো ও নাক, চোখ গাঢ় করে দিব।

8.jpg

divider.png

ধাপ-৯
এবার পায়ার খাজ কাঁটা অংশগুলো কালো রং পেন্সিল দিয়ে গাঢ় করে দিব । সেই সাথে লেজের অংশও।

9.jpg

divider.png

ধাপ-১০
এবার বিড়ালের কানের ভিতরের অংশ পিংক কালার রং পেন্সিল দিয়ে কালার করে দিব।

10.jpg

divider.png

ধাপ-১১
এবার জিহ্বার নিচের অংশ পিংক কালার ও ভিতরের অংশ একটু লাল কালার রং করে দিব। বিড়ালটি দেখতে মনে হবে মাত্র ঘুম থেকে উঠলো সে। হাই তুলছে।

11.jpg

divider.png

ফাইনাল ছবি
আমার বিড়ালের ছবি অংকন করা ও রং করা শেষ। ফাইনালি দেখতে এমন লাগছে।

12.jpg

divider.png

সেলফি স্টেপ
আমার আঁকানো বিড়ালের সাথে আমার সেলফি। এর মধ্য দিয়েই আমার আঁকানো শেষ হলো। কেমন লাগছে ছবিটি সবাই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামিকাল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

13.jpg

divider.png

tnq.png

বিভাগ তথ্য
ডিভাইস রেডমি নোট ৪
আর্ট টাইম ২ ঘন্টা+
আর্টিস্ট @rokibulsanto
লোকেশন ধানমন্ডি-১৯

শুভেচ্ছান্তে
@rokibulsanto

Mybanner.png


blogPng.gif

Sort:  
 3 years ago 

আপনার তৈরি করা হয় বিড়ালের ছবি অঙ্কন অনেক সুন্দর হয়েছে । অনেক সুন্দর ভাবে তৈরি করার পাশাপাশি ধাপগুলোর সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনি ।
আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

সুন্দর মন্তব্য করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অনেক কিউট লাগছে ভাই আপনার বিড়াল অংকন টি।আমার কাছে খুবই ভাল লেগেছে আপনি অনেক সুন্দর গুছিয়ে প্রতিটা ধাপ উপস্থাপনা করেছেন সব মিলিয়ে দারুন ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য

 3 years ago 

আসলেই বিড়ালটি বেস্ট কিউট ছিল। আপনি দারুণ দক্ষতায় বিড়ালটি অঙ্কন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম। বেশ ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আপনার জন্যও অনেক ভালোবাসা থাকলো

 3 years ago 

অনেক সুন্দর একটি বিড়াল এর চিত্র অঙ্কন করেছেন আপনি। আপনার অঙ্কন করা বিড়ালটি খুবই কিউট লাগছে। সত্যি ভাই আপনার চিত্রটি দেখে আমি মুগ্ধ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভালোবাসা ও শুভেচ্ছা আপনার জন্য

 3 years ago 

বিড়ালের ছবি অংকন অনেক সুন্দর হয়েছে। বিড়ালটি দেখতে অনেক কিউট। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

অনেক অনেক ভালোবাসা রইলো ভাই

 3 years ago 

আমাদের সবার বাড়িতেই প্রায় বিড়াল আছে। বিড়াল আমার অনেক পছন্দের একটি প্রাণী। বিড়ালের আর্টটা দারুণ করেছেন। এবং আপনার আর্ট করা বিড়ালটা বেশ কিউট। ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর আর্ট পোস্ট শেয়ার করার জন্য।।

 3 years ago 

ধন্যবাদ ইমন ভাই।

 3 years ago 

বাহ দারুন একটি বিড়াল এর চিত্র অঙ্কন করেছেন তো খুবই ভালো লাগলো চিত্রটি দেখে বিড়ালটি দেখে মনে হচ্ছে সে মাত্র ঘুম থেকে উঠলো

 3 years ago 

লম্বা একটি ঘুম দিয়েছিলো খেয়ে দেয়ে

 3 years ago 

খুব সুন্দর ভাবে একটি বিড়ালের পেইন্টিং আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন, এবং আপনার এই পেইন্টিংটি প্রশংসার দাবিদার। বিশেষ করে বিড়াল আমার অনেক পছন্দ, এবং সেই পছন্দের একটা প্রাণীকে আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনার জন্য

 3 years ago 

ওয়াও কি অসাধারণ ভাবে একটি বিড়ালের চিত্রাংকন করলেন। আমি তো প্রথমে ভেবেছিলাম জেনো সত্যি কারের বিড়াল। আপনি খুবই কিউট ভাবে পুরো বিড়ালের চিত্রাংকন টি সম্পন্ন করলেন। দেখতে আসলে বিড়ালটাকে খুবই কিউট দেখাচ্ছে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য করে এভাবেই উৎসাহিত করে যাবেন আশা রাখি। ভালো থাকবেন

 3 years ago 

কিউট একটি বিড়ালের চিত্র অংকন করলেন। আমার কাছে দেখতে খুবই সুন্দর লাগছে ।নিখুঁতভাবে আপনি বিড়ালের চিত্রটি অঙ্কন করেছেন। এভাবে চিত্র অঙ্কন করতে থাকলে অনেক দক্ষতা অর্জন করতে পারবেন ।শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ রিপন ভাই৷ আপনার মুল্যবান মতামতের জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56714.19
ETH 2341.70
USDT 1.00
SBD 2.37