DIY ।। বিড়ালের ছবি অংকন ।। 😺 ।। ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য
◾️ ১১ মার্চ
▪️ শুক্রবার
হ্যালো বন্ধুরা,
আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে বিড়ালের একটি চিত্র আঁকার চেষ্টা করবো। আশা করি সবার ভালো লাগবে। চলুন আকাআকি শুরু করি।
আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে বিড়ালের একটি চিত্র আঁকার চেষ্টা করবো। আশা করি সবার ভালো লাগবে। চলুন আকাআকি শুরু করি।
![]() |
---|
প্রয়োজনীয় উপকরন
A4 সাইজের পেপার
2B পেন্সিল
Dark+ পেন্সিল
লাল রং পেন্সিল
পিংক রং পেন্সিল
সাদা রং পেন্সিল
কালো রং পেন্সিল
প্রথমে আমরা ছবি আঁকার জন্য a4 সাইজের একটি পেপার নিব। পেপারে আমরা শুরুতে বিড়ালের মাথার অংশটি আঁকার চেষ্টা করবো।
আমাদের অংকনের কাজ শেষ। এবার রং করার পালা। প্রথমে আমরা কালো রং পেন্সিল দিয়ে মাথার আউটলাইনগুলো গাঢ় করে দিব।
এবার জিহ্বার নিচের অংশ পিংক কালার ও ভিতরের অংশ একটু লাল কালার রং করে দিব। বিড়ালটি দেখতে মনে হবে মাত্র ঘুম থেকে উঠলো সে। হাই তুলছে।
আমার আঁকানো বিড়ালের সাথে আমার সেলফি। এর মধ্য দিয়েই আমার আঁকানো শেষ হলো। কেমন লাগছে ছবিটি সবাই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামিকাল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
বিভাগ | তথ্য |
---|---|
ডিভাইস | রেডমি নোট ৪ |
আর্ট টাইম | ২ ঘন্টা+ |
আর্টিস্ট | @rokibulsanto |
লোকেশন | ধানমন্ডি-১৯ |
শুভেচ্ছান্তে
@rokibulsanto

আপনার তৈরি করা হয় বিড়ালের ছবি অঙ্কন অনেক সুন্দর হয়েছে । অনেক সুন্দর ভাবে তৈরি করার পাশাপাশি ধাপগুলোর সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনি ।
আপনার জন্য শুভকামনা রইল
সুন্দর মন্তব্য করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে
অনেক কিউট লাগছে ভাই আপনার বিড়াল অংকন টি।আমার কাছে খুবই ভাল লেগেছে আপনি অনেক সুন্দর গুছিয়ে প্রতিটা ধাপ উপস্থাপনা করেছেন সব মিলিয়ে দারুন ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য
আসলেই বিড়ালটি বেস্ট কিউট ছিল। আপনি দারুণ দক্ষতায় বিড়ালটি অঙ্কন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম। বেশ ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল
আপনার জন্যও অনেক ভালোবাসা থাকলো
অনেক সুন্দর একটি বিড়াল এর চিত্র অঙ্কন করেছেন আপনি। আপনার অঙ্কন করা বিড়ালটি খুবই কিউট লাগছে। সত্যি ভাই আপনার চিত্রটি দেখে আমি মুগ্ধ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভালোবাসা ও শুভেচ্ছা আপনার জন্য
বিড়ালের ছবি অংকন অনেক সুন্দর হয়েছে। বিড়ালটি দেখতে অনেক কিউট। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো।
অনেক অনেক ভালোবাসা রইলো ভাই
আমাদের সবার বাড়িতেই প্রায় বিড়াল আছে। বিড়াল আমার অনেক পছন্দের একটি প্রাণী। বিড়ালের আর্টটা দারুণ করেছেন। এবং আপনার আর্ট করা বিড়ালটা বেশ কিউট। ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর আর্ট পোস্ট শেয়ার করার জন্য।।
ধন্যবাদ ইমন ভাই।
বাহ দারুন একটি বিড়াল এর চিত্র অঙ্কন করেছেন তো খুবই ভালো লাগলো চিত্রটি দেখে বিড়ালটি দেখে মনে হচ্ছে সে মাত্র ঘুম থেকে উঠলো
লম্বা একটি ঘুম দিয়েছিলো খেয়ে দেয়ে
খুব সুন্দর ভাবে একটি বিড়ালের পেইন্টিং আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন, এবং আপনার এই পেইন্টিংটি প্রশংসার দাবিদার। বিশেষ করে বিড়াল আমার অনেক পছন্দ, এবং সেই পছন্দের একটা প্রাণীকে আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনার জন্য
ওয়াও কি অসাধারণ ভাবে একটি বিড়ালের চিত্রাংকন করলেন। আমি তো প্রথমে ভেবেছিলাম জেনো সত্যি কারের বিড়াল। আপনি খুবই কিউট ভাবে পুরো বিড়ালের চিত্রাংকন টি সম্পন্ন করলেন। দেখতে আসলে বিড়ালটাকে খুবই কিউট দেখাচ্ছে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍
অনেক অনেক ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য করে এভাবেই উৎসাহিত করে যাবেন আশা রাখি। ভালো থাকবেন
কিউট একটি বিড়ালের চিত্র অংকন করলেন। আমার কাছে দেখতে খুবই সুন্দর লাগছে ।নিখুঁতভাবে আপনি বিড়ালের চিত্রটি অঙ্কন করেছেন। এভাবে চিত্র অঙ্কন করতে থাকলে অনেক দক্ষতা অর্জন করতে পারবেন ।শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ রিপন ভাই৷ আপনার মুল্যবান মতামতের জন্য